KKR’এর বিরুদ্ধে ফাইনাল হারতেই কান্নায় ভেঙে পড়লেন কাব্য মারান, অশ্রু ভরা চোখে নিলেন বিদায় !! 1

পরিসমাপ্তি ঘটেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তদশ মরশুমের (IPL 2024)। গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করে তৃতীয় বারের জন্য খেতাব জয় করলো শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) কলকাতা নাইট রাইডার্স (KKR)। সিজিন জুড়েই দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছে কলকাতা দল, ফাইনালে তার অনথা হলো না। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত সানরাইজার্স দলের কাল হয়ে দাঁড়ায়। প্রথম দুই ওভারের মধ্যেই দলের দুই ওপেনার ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরতে হয়। প্রথম কোয়ালিফায়ার ম্যাচের পর আবার একবার হায়দ্রাবাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের ত্রাস হয়ে ওঠেন অজি পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc)। সিজিনের শুরুতে ছন্দ হীন দেখালেও বড় মঞ্চে নিজের জাত চেনালেন স্টার্ক।

পরাজয় নিয়ে বিদায় নিতে হলো সানরাইজার্স দলের

Sunrisers Hyderabad, ipl 2024
Sunrisers Hyderabad | Image: Getty Images

টপ অর্ডারের দুই উইকেট তুলে নেন স্টার্ক ও একটি উইকেট নেন বৈভব আরোরা। পাশাপশি, স্টার অলরাউন্ডার অন্দ্রে রাসেল (Andre Russell) ও হার্ষিত রানা (Harshit Rana) দলের মিডিল অর্ডার ব্যাটসম্যানদের আউট করে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন। ক্যাপ্টেন প্যাট কামিন্স লড়াই চালান শেষ পর্যন্ত, তার ২৪ রানের ইনিংসে দলগত ভাবে হায়দ্রাবাদ ১১৩ রান বানাতে সক্ষম হয়। জবাবে ব্যাটিং করতে এসে কলকাতা দলের ব্যাটিং বিভাগ ৫৭ বল বাঁকি থাকতেই জয় সুনিশ্চিত করে নেয়।

Read More: “এবার বিশ্বকাপটাও জিতবো…” IPL জয়ের মঞ্চ থেকেই সদর্পে ঘোষণা করলেন রিঙ্কু সিং !!

অন্যদিকে, স্টেডিয়ামে অরেঞ্জ আর্মিকে সমর্থন করতে আসা সানরাইজার্স হায়দ্রাবাদ দলের মালকিন কাব্য মারান (Kaviya Maran) বেশ উদাশ করে পড়েন দলের এই পারফরমেন্স দেখে। ২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের (David Warner) নেতৃত্বে শেষবার আইপিএল খেতাব জয় করেছিল সানরাইজার্স। এরপর ২০১৮ সালে ফাইনালে পৌঁছালেও সেন ওয়াটসনের (Shane Watson) হাঁকানো দুরন্ত শতরানের সামনে মাথা নত করতে হয়েছিল উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলকে।

অশ্রু ভরা চোখে বিদায় নিলেন কাব্য

Kaviya Maran, ipl 2024
Kaviya Maran | Image: Twitter

শেষ কয়েকটি মরশুমে দলের একাধিক বার অধিনায়কের বদল দেখা গিয়েছিল। এমনকি চলতি মরশুমেও গতবারের ক্যাপ্টেন এইডেন মার্করামের (Aiden Markram) পরিবর্তে প্যাট কামিন্সকে দলের দায়িত্ব দেওয়া হয়। এই মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭৭ রান, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ২৮৭ রান তুলে ফেলে সানরাইজার্স। এই দুটি স্কোর আইপিএল ইতিহাসের এক ইনিংসে বানানো সর্বাধিক স্কোর।

সিজিন জুড়ে প্রতিটি ম্যাচেই দলকে সমর্থন করে এসেছেন কাব্য। দলের বিধ্বংসী ব্যাটিং গ্যালারিতে বসেই উপভোগ করেছেন তিনি। এমনকি দলের পারফরমেন্সে আনন্দে আত্মহারা হতে দেখা গিয়েছিল তাকে, তবে গতকাল অশ্রু ভরা চোখে দলের পরাজয় মানতে হলো কাব্যকে।

Read Also: IPL 2024 Final: ট্রফি জিতে আত্মহারা শাহরুখ খান, সেলিব্রেশনে খোঁচা দিলেন BCCI-কে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *