kaneria-slam-babar-ahead-of-ind-vs-pak

নিউ ইয়র্কের নাসাও কাউন্টির মাঠে আজ মুখোমুখি ভারত ও পাকিস্তান (IND vs PAK)। উপমহাদেশের দুই পড়শি দেশের ক্রিকেটীয় দ্বৈরথের সাক্ষী থাকতে মুখিয়ে রয়েছে আমেরিকা। নবনির্মিত স্টেডিয়ামের ৩৪০০০ আসনের একটিও খালি না থাকারই সম্ভাবনা আজ। ভারত-পাক মেগা ম্যাচের আগে দুই শিবিরের আবহাওয়া সম্পূর্ণ ভিন্ন। গ্রুপ-এ’র প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটের বিনিময়ে চূর্ণ করেছে ভারত। আজ শাহীন, বাবরদের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী রোহিত শর্মার দল। কুড়ি-বিশের বিশ্বকাপে (T20 World Cup) ইতিপূর্বে ৭ ম্যাচের মধ্যে ৬টিতে জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। পরিসংখ্যানও পক্ষে রয়েছে ‘মেন ইন ব্লু’র। অন্যদিকে ডালাসের মাঠে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে হেরে বসায় বেশ চাপে পাকিস্তান। আজ হারলে সম্ভবত টি-২০ বিশ্বকাপ থেকে বিদায়ঘন্টা বেজে যাবে তাদের। বাবরদের সামনে আপাতত লক্ষ্য অস্তিত্ব টিকিয়ে রাখা।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আগে নানাবিধ প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ক্রিকেটমহলে। অ্যাডিলেডে নির্মিত ড্রপ-ইন পিচ আজ ভারত-পাক (IND vs PAK) ম্যাচে কেমন আচরণ করে উইকেট আগ্রহ নিয়ে সেদিকে তাকিয়ে সকলে। চর্চার কেন্দ্রে রয়েছে দুই দলের টিম কম্বিনেশন’ও। চূড়ান্ত অফ ফর্মে থাকা আজম খান’কে (Azam Khan) কি ছেঁটে ফেলবে পাকিস্তান? বদলি হিসেবে সাইম আইয়ুব (Saim Ayub) নাকি ইমাদ ওয়াসিম? উত্তরের সন্ধানে বিশেষজ্ঞরা। প্রশ্নের ধোঁয়াশা ঘিরে রেখেছে ভারতীয় সাজঘরকেও। আঙুলে আঘাত পেয়েছিলেন অধিনায়ক রোহিত (Rohit Sharma), আজ কতটা ফিট তিনি? উত্তরের অপেক্ষায় সকলে। প্রশ্ন রয়েছে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিং পজিশন নিয়েও। এর মধ্যেই উত্তেজনার আগুনে ঘি ঢেলেছেন দানিশ কানেরিয়া (Danish Kaneria)। দুই দলের দুই তারকা বাবর ও কোহলিকে নিয়ে তাঁর বিতর্কিত মন্তব্য সাড়া ফেলেছে।

Read More: “আমি থাকলে ওয়ার্ল্ড কাপ জিতে…” বিশ্বকাপ ২০২৩’এর স্মৃতিচারণ করে ঋষভ পন্থ করলেন বড় মন্তব্য !!

বিতর্কিত মন্তব্য দানিশ কানেরিয়ার-

Babar Azam and Virat Kohli | IND vs PAK | Image: Getty Images
Babar Azam and Virat Kohli | IND vs PAK | Image: Getty Images

পাকিস্তানের প্রাক্তন লেগস্পিনার দানিশ কানেরিয়া (Danish Kaneria) প্রায়শই বিতর্কিত মন্তব্য করে থাকেন সংবাদের শিরোনামে। নিজের দেশের ক্রিকেট পরিকাঠামো সম্পর্কে হাজার অভিযোগ থাকে তাঁর। একহাত নিতে শোনা যায় ক্রিকেটারদের ও কর্মকর্তাদেরও। নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে চলা ভারত-পাক (IND vs PAK) মেগা ম্যাচের আগে ফের একবার বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাকিস্তান দল লজ্জার হারের সম্মুখীম হলেও ৪১ বলে ৪৪ রান করে নয়া রেকর্ড গড়ে ফেলেছেন বাবর আজম (Babar Azam)। ভারতের সুপারস্টার বিরাট কোহলিকে (Virat Kohli) পিছনে ফেলে এই মুহূর্তে তিনিই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক। ১১৮ ম্যাচে কোহলির সংগ্রহ ৪০৩৮ রান। সেখানে বাবরের ঝুলিতে আপাতত ১২০ ম্যাচে ৪০৬৭ রান। ব্যাটিং গড়ে অবশ্য এগিয়ে রয়েছেন বিরাট।

বাবর নয়া রেকর্ড গড়ার পরেই পাকিস্তানের ক্রিকেটমহলের একটা অংশ তাঁকে দক্ষতার দিক থেকে বিরাটের চেয়ে এগিয়ে রাখার প্রয়াস করছেন। গোটা বিষয়টিতে বেশ ক্ষিপ্ত দানিশ কানেরিয়া। ভারতীয় সংবাদমাধ্যম IANS-কে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তনী লেগস্পিনার জানান, “পাকিস্তান ক্রিকেট দল তামাশার পাত্র। ওরা টি-২০ বিশ্বকাপ’কে মোটেই গুরুত্ব দিয়ে দেখছে না। পরিবার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছে…” দানিশের কথা একেবারে উড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। জানা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে এক আনুষ্ঠানিক নৈশভোজের পরিকল্পনা ছিলো পাক দলের। ২৫ ডলারের বিনিময়ে সেখানে যোগ দিতে পারতেন অনুরাগীরা। হারের পর অবশ্য এই পরিকল্পনা বাতিল করা হয়। এরপরেই বাবর-কোহলির তুলনা প্রসঙ্গে কানেরিয়া জানান, “বাবর আজম ধারেকাছেও থাকবে না বিরাট কোহলির। বিরাট কোহলির জুতোয় যোগ্যও নয় ও।”

দেখে নিন কি বলেছেন কানেরিয়া-

Also Read: T20 World Cup, Match-19, IND vs PAK: ‘আহত’ রোহিতকে নিয়ে সংশয়, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা পাবেন এই তরুণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *