রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) উত্তরসূরি হিসেবে ভারতীয় দলের সাজঘরে যে প্রবেশ করতে চলেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir), তা গত কয়েক দিনে ভারতীয় ক্রিকেটের এক ‘ওপেন সিক্রেট’ হয়ে দাঁড়িয়েছিলো। দ্রাবিড়ের সরে যাওয়ার খবর প্রথম সামনে আনেন বিসিসিআই সচিব জয় শাহ। পরে তা নিশ্চিত করেন ‘দ্য ওয়াল’ স্বয়ং। এরপরেই নয়া কোচ কে হবেন তা নিয়ে শুরু হয়েছিলো জল্পনা। প্রথমে বেশ কয়েকজন হেভিওয়েট বিদেশীর নাম শোনা গেলেও আইপিএলের (IPL) শেষভাগ থেকেই দৌড়ে জায়গা করে নেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কলকাতা নাইট রাইডার্স (KKR) মেন্টর হিসেবে যেভাবে দায়িত্ব সামলেছেন তিনি, তাতে আগামীতে টিম ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যেতে তিনিই আদর্শ ব্যক্তি বলে মনে করেছিলেন অনেকে। তাঁকে পেতে আগ্রহী ছিলো বোর্ড’ও। চেন্নাইতে আইপিএল ফাইনালের জন্য আলাদা করে গম্ভীরের সাথে কথা বলেন জয় শাহ (Jay Shah)।
Read More: গৌতম গম্ভীর হেড কোচ হতেই ওয়ানডে থেকে ছাটাই হচ্ছে রোহিত শর্মার, এই খেলোয়াড়কে দেওয়া হচ্ছে অধিনায়কত্ব !!
অবশেষে কোচের পদে নিযুক্ত গম্ভীর-
গম্ভীরকে (Gautam Gambhir) ছাড়তে চায় নি কলকাতা নাইট রাইডার্স। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে তাঁকে ব্ল্যাঙ্ক চেকের অফার অবধি করেছিলেন মালিক শাহরুখ খান। কিন্তু টিম ইন্ডিয়ার (Team India) হাতছানি এড়াতে পারেন নি প্রাক্তন ক্রিকেটার। গত ১৮ জুন তিনি বিসিসিআই-এর তিন সদস্য বিশিষ্ট ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির (CAC) সামনে ইন্টারভিউ দিয়েছিলেন। যে রোডম্যাপ রেখেছিলেন অশোক মালহোত্র, যতীন পরাঞ্জাপে, সুলক্ষণা নায়েকদের সামনে, তা মনে ধরেছিলো তাঁদের। কোনো সরকারী সিদ্ধান্ত তখনও না নেওয়া হলেও গম্ভীরই (Gautam Gambhir) যে সুযোগ পেতে চলেছেন ২০২৪-এর জুলাই থেকে ২০২৭-এর ডিসেম্বর পর্যন্ত ভারতীয় দলের প্রশিক্ষক হিসেবে তা এক প্রকার নিশ্চিত হয়েছিলো তখনই।
ইন্টারভিউ-এর পর অতিক্রান্ত প্রায় এক মাস। কোচ নিয়োগে টালবাহানা নিয়ে ক্রিকেটজনতা যখন অধৈর্য্য হয়ে উঠছেন প্রায়, তখনই জল্পনার অবসান ঘটান জয় শাহ (Jay Shah) স্বয়ং। এক ট্যুইটবার্তায় তিনি জানান, “আমি অত্যক্ত আনন্দের সঙ্গে গৌতম গম্ভীরকে ভারতীয় দলের কোচ হিসেবে স্বাগত জানাচ্ছি। আধুনিক যুগের ক্রিকেট দ্রুত পরিবর্তিত হয়েছে। গৌতম খুব কাছ থেকে তা প্রত্যক্ষ করেছেন। দীর্ঘ কেরিয়ারে বিভিন্ন ভূমিকায় উনি সফল হয়েছেন। আমি নিশ্চিত যে ভারতীয় ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গৌতম’ই সেরা ব্যক্তি।” আরও জানান যে, “মঙ্গলবার বিসিসিআই-এর ক্রিকেট উপদেষ্টা কমিটি সর্বসম্মতিক্রমে কোচ হিসেবে গম্ভীরের নাম সুপারিশ করেছে।”
It is with immense pleasure that I welcome Mr @GautamGambhir as the new Head Coach of the Indian Cricket Team. Modern-day cricket has evolved rapidly, and Gautam has witnessed this changing landscape up close. Having endured the grind and excelled in various roles throughout his… pic.twitter.com/bvXyP47kqJ
— Jay Shah (@JayShah) July 9, 2024
দৌড়ে পিছিয়ে পড়েও সৌজন্য ভুললেন না রামন-
এক সময় মনে হয়েছিলো যে বিনা প্রতিদ্বন্দ্বীতায় টিম ইন্ডিয়ার (Team India) কোচ পদে অভিষিক্ত হতে চলেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কিন্তু ১৮ জুন যখন ইন্টারভিউ হয়, তখন গম্ভীরকে মুখোমুখি হতে হয়েছিলো উরিকারি রামনের। ঘরোয়া ক্রিকেটে কোচিং-এর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। ভারতের মেয়েদের দলেরও কোচ ছিলেন। ২০১৭ সালে বিশ্বকাপের ফাওইনালে নিয়ে গিয়েছিলেন দল’কে। রামনের মত হেভিওয়েট নাম কোচ হতে চেয়ে আবেদন করায় অনেকেই ভেবেছিলেন যে দোটানার মধ্যে পড়বেন ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি (CAC)। কিন্তু গম্ভীরের নাম ঘোষণার পর গুঞ্জন শোনা গিয়েছে যে রামনের সাক্ষাৎকার নেওয়া আসলে পুরোটাই ‘আইওয়াশ।’ গম্ভীরকে যে দায়িত্ব দেওয়া হবে তা অনেক আগেই স্থির করে রেখেছিলেন জয় শাহ (Jay Shah)। ‘ক্রিকেটদুনিয়ার সবচেয়ে শক্তিশালী’ মানুষের অঙ্গুলিহেলনেই হটসিটে গম্ভীর।
Congrats @GautamGambhir and all the very best to you .
— WV Raman (@wvraman) July 9, 2024
সাক্ষাৎকার দিয়েও কোচের পদে বসার সৌভাগ্য হলো না ডবলুভি রামনের (WV Raman)। দৌড়ে পিছিয়ে পড়েও অবশ্য সৌজন্যবোধ খোয়ান নি তিনি। কোনোরকম উষ্মা প্রকাশ না করে বরং তিনি ট্যুইটারে শুভেচ্ছা জানিয়েছেন গম্ভীরকে। লিখেছেন, “অভিনন্দন গৌতম গম্ভীর। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।” হেড কোচের নিয়োগ চূড়ান্ত হওয়ার পর আপাতত সাপোর্ট স্টাফের খোঁজে বোর্ড। সম্ভবত গম্ভীর নিজেই বাছতে চলেছেন ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ। অভিষেক নায়ার (Abhishek Nayar) ও রায়ান টেন দুশখাতের (Ryan Ten Doeschate) মধ্যে কেউ হতে পারেন ব্যাটিং পরামর্শদাতা। বোলিং কোচ হিসেবে দৌড়ে রয়েছেন বিনয় কুমার (Vinay Kumar)। কেউ কেউ বলছেন জাহির খানের কথাও। আর সবকিছু ঠিক থাকলে হয়ত ফিল্ডিং কোচ হিসেবে পুনরায় দায়িত্ব পেতে পারেন টি.দিলীপ।