jaiswal-not-getting-chance-for-kohli

আইপিএলের মঞ্চে এবার সাড়া ফেলে দিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। নিজেকে যেন নতুন করে আবিষ্কার করেছিলেন ভারতীয় ক্রিকেটের মহাতারকা। ওপেনার হিসেবে নেমে ফাফ দু প্লেসির (Faf du Plessis) সাথে জুটি বেঁধে ঝড় তুলতে দেখা গিয়েছিলো তাঁকে। এবারের টুর্নামেন্টে প্রথম আট ম্যাচের মধ্যে ৭টিতে হেরেও টানা ছয় জয় ছিনিয়ে নিয়ে প্লে-অফে পৌঁছনোর এক অভাবনীয় রেকর্ড গড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। সেই সাফল্যের পিছনে বড় ভূমিকা নিতে দেখা গিয়েছিলো কোহলিকে (Virat Kohli)। তাঁর ব্যাট থেকে এসেছিলো ১৫ ম্যাচে ৭৪১ রান। ব্যাটিং গড় ছিলো ৬১.৭৫। স্ট্রাইক রেট রেখেছিলেন ১৫৫-এর আশেপাশে। দীর্ঘ কেরিয়ারে দ্বিতীয়বার জেতেন কমলা টুপি। ক্রিস গেইলের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক মরসুমে ৭০০-র বেশী রান করার নজিরও স্থাপন করেন তিনি।

ওপেনার কোহলির ব্যাটিং বিক্রমে মোহিত ক্রিকেটদুনিয়া টি-২০ বিশ্বকাপেও (T20 World Cup) তাঁকে দেখতে চেয়েছিলো নয়া ভূমিকায়। কোচ দ্রাবিড়কেও দেখা যায় সেই পথেই হাঁটতে। আশা ছিলো ঝড় তুলবেন বিরাট (Virat Kohli)। কিন্তু প্রত্যাশা আর বাস্তবের মধ্যে রয়ে গিয়েছে অনেকটা ফারাক। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল অবধি কোহলির রান সংখ্যা যথাক্রমে ১, ৪, ০, ২৪, ৩৭, ০ ও ৯। এবারের প্রতিযোগিতা শুরুর আগে ৮৯ গড়ে ১১৮১ রান ছিলো টি-২০ বিশ্বকাপে বিরাটের ঝুলিতে। গড় নেমে এসেছে ৫৭.৯০। লাগাতার ব্যর্থতায় জর্জরিত কোহলিকে ‘অচেনা’ লাগছে ক্রিকেটজনতার। তবে লাগাতার হতাশাজনক পারফর্ম্যান্স সত্ত্বেও টিম কম্বিনেশনের দোহাই দিয়ে তাঁকে ওপেনার হিসেবে খেলাচ্ছে ভারত। ফলে যোগ্য হয়েও সুযোগ পাচ্ছেন না যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)।

Read More: IND vs SA, T20 World Cup 2024 Final: বাদ পড়ছেন শিবম দুবে, ফাইনাল ম্যাচের আগে বড় পরিবর্তন ভারতীয় দলে, এন্ট্রি নিচ্ছেন এই তরুণ তুর্কি !!

রিজার্ভ বেঞ্চেই সময় কাটছে যশস্বীর-

Yashasvi Jaiswal | Virat Kohli | Image: Getty Images
Yashasvi Jaiswal | Image: Getty Images

২০২২ টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পর ১৪ মাস আন্তর্জাতিক টি-২০ থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। খেলেন নি রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজাদের মত অনেকেই। মহাতারকাদের অবর্তমানে সুযোগ দেওয়া হয়েছিলো একঝাঁক তরুণ তুর্কিকে। তাঁদেরই মধ্যে একজন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ২০২৩-এর আইপিএলে ৬২৫ রান করে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। এরপরই ডান পান জাতীয় দলে। মুম্বইয়ের বাম হাতি ব্যাটার ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ওপেনিং পজিশনটি নিজের করে নিয়েছিলেন। একের পর এক ম্যাচে দুর্দান্ত পারফর্ম্যান্স করতে দেখা গিয়েছিলো তাঁকে। ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার মত প্রতিপক্ষের বিরুদ্ধে দেশে হোক বা বিদেশে-নিয়মিত রান করেছেন তিনি। এমনকি এশিয়ান গেমসের মঞ্চেও শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। টি-২০ ক্রিকেটে ভারতের কনিষ্ঠতম শতরানকারীও হন তিনি।

২০২৪-এর আইপিএলে ধারাবাহিকতা দেখা যায় নি যশস্বীর (Yashasvi Jaiswal) ব্যাটে। তবুও বিশেষজ্ঞদের অনেকেই মনে করেছিলেন রোহিত শর্মা’র সাথে ইনিংস শুরু করতে দেখা যাবে তাঁকেই। তাই প্রস্তুতি ম্যাচে তাঁকে রিজার্ভ বেঞ্চে দেখে ওবাক হয়েছিলেন তাঁরা। এরপর মূলপর্বের ম্যাচ শুরু হওয়ার পরেও মাঠে নামার স্বপ্ন পূরণ হয় নি তাঁর। প্রথম বিশ্বকাপ খেলার প্রতীক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে তাঁর জন্য। বিরাটের ধারাবাহিক ব্যর্থতার পর যশস্বীকে খেলানোর দাবী জোরালো হয়েছে দেশের ক্রিকেটমহলের তরফ থেকে। কিন্তু কর্ণপাত করেন নি কোচ রাহুল দ্রাবিড় বা অধিনায়ক রোহিত শর্মা। ওপেনার হিসেবে প্রতিটি ম্যাচেই দেখা গিয়েছে বিরাট কোহলিকেই (Virat Kohli)। ফাইনালেও একাদশে রদবদলের সম্ভাবনা খুবই কম। হয়ত গোটা টি-২০ বিশ্বকাপেই দলের বাইরে থাকতে হবে তাঁকে। আগামী মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে ফিরতে পারেন তিনি।

Also Read: বিশ্বকাপ ফাইনালের আগেই শেষ হলো কোচ রাহুল দ্রাবিড়ের কাজ, ভিডিও শেয়ার করে কনফার্ম করলো বিসিসিআই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *