ENG vs IND: জসপ্রীত বুমরাহয়ের পারফমেন্স দেখে নিজের ট্র্যাকে ফিরলেন ওয়াসিম জাফর, করলেন এই টুইট !! 1

ভারত আর ইংল্যান্ডের (ENG vs IND) মধ্যে আজ থেকে শুরু হয়েছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। ভারত অধিনায়কের এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন ভারতীয় দলের (Team India) জোরে বোলাররা, বিশেষ করে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।

ভারতীয় দলের জোরে বোলার জসপ্রীত বুমরাহ এই ম্যাচের প্রথম ওভার থেকেই নিজের রুদ্রমূর্তি ধারণ করেন। প্রথম ওভারেই তিনি ইংলিশ দলের দুই ওপেনারকে আউট করে দেন। এর আগে টেস্ট দলে জসপ্রীত বুমরাহকে অধিনায়ক করা নিয়ে নিজের অসহমতির কথা প্রকাশ করেছিলেন প্রাক্তন ভারতীয় তারকা ওয়াসিম জাফর। কিন্তু এই ম্যাচে বুমরাহের প্রদর্শন দেখার পর তিনি ১৮০ ডিগ্রি ঘুরে উল্টো প্রতিক্রিয়া দিয়েছেন।

৬ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ধ্বংস করলেন Jasprit Bumrah

ENG vs IND: জসপ্রীত বুমরাহয়ের পারফমেন্স দেখে নিজের ট্র্যাকে ফিরলেন ওয়াসিম জাফর, করলেন এই টুইট !! 2

এই ম্যাচের প্রথম ওভারে বল করতে এসে ইংলিশ দলের ওপেনার জেসন রয়কে বোল্ড করে দেন। এরপর এই ওভারের শেষ বলে তিনি দুরন্ত ছন্দে থাকা জো রুটকেও ক্যাচ আউট করেন। একই ওভারে ২ উইকেট নিয়েই ক্ষান্ত হননি বুমরাহ।

নিজের পরের ২ ওভারে তিনি টেস্ট ম্যাচের জয়ের নায়ক জনি বেয়রস্টো আর বিস্ফোরক ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোনকেও নিজের গতিতে পরাস্ত করেন। শেষ দিকে তিনি সেট হয়ে যাওয়া ডেভিড উইলি আর ব্রেডন কার্সকে আউট করে ইংল্যান্ডের শেষ আশাও নষ্ট করে দেন। এই ম্যাচে বুমরাহ মোট ৬টি উইকেট নিয়েছেন। এই ম্যাচে ৭ ওভার বল করে মাত্র ১৯ রান দিয়ে ৬ উইকেট নেন বুমরাহ।

ওয়াসিম জাফর দিলেন প্রতিক্রিয়া

বুমরাহের এই ভয়ঙ্কর প্রদর্শন নিয়ে নেট দুনিয়ায় প্রশংসার বন্যা বয়ে গিয়েছে। পেছিয়ে নেই প্রাক্তন তারকা এবং ক্রিকেট বিশেষজ্ঞরা। এই তালিকায় ওয়াসিম জাফর ভীষণই মজার ঢঙে জসপ্রীত বুমরাহের প্রশংসা করেছেন। তিনি নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে লেখেন, “অ্যালেক্সা প্লিজ প্লে জসপ্রীত বুমরাহ, সরি জসপ্রীত বুমরাহ ইজ আনপ্লেয়েবল”।

অন্যদিকে আরেক প্রাক্তন তারকা তথা ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়াও বুমরাহকে নিয়ে একটি টুইট করেছেন। এই টুইটে অবশ্য তিনি বিরাট কোহলিকে নিশানা করেছেন। আকাশ টুইট করে লেখেন, “বুমরাহ আর দলের অন্যান্য খেলোয়াড়রা নিজেদের প্রদর্শন এটা প্রমাণ করে দিয়েছেন যে বিরাট কোহলি এই ম্যাচ মিস করবেন না”।

টেস্ট অধিনায়ক হওয়ায় মানতে পারেননি জাফর

ENG vs IND: জসপ্রীত বুমরাহয়ের পারফমেন্স দেখে নিজের ট্র্যাকে ফিরলেন ওয়াসিম জাফর, করলেন এই টুইট !! 3

প্রসঙ্গত ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচ চলাকালীন ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা করোনা আক্রান্ত হন। যে কারনে এই ম্যাচে তিনি খেলতে পারেননি। তার জায়গায় বিসিসিআই জসপ্রীত বুমরাহকে দলের নেতৃত্বের ভার দেয়। যা নিয়ে খুশি হতে পারেননি ওয়াসিম জাফর।

বুমরাহকে টেস্ট অধিনায়ক করার পর ওয়াসিম জাফর ক্রিকইনফোর সঙ্গে কথাবার্তা চলাকালীন বলেছিলেন, “আমি ফার্স্ট ক্লাস ক্রিকেটে পুজারাকে অধিনায়কত্ব করতে দেখেছিলাম, ও ভাল নেতা। ও প্রায় ৯০টি (আসলে ৯৫) টেস্ত ম্যাচ খেলেছে। ফলে আমার হিসেবে ওকে অধিনায়ক করা ভাল সিদ্ধান্ত হত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *