টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) মহাকাব্য লিখলো টিম ইন্ডিয়া। দ্বিতীয়বার ট্রফির স্বাদ পেলো তারা। ২০০৭ সালে তরুণ রোহিত শর্মা’র (Rohit Sharma) হাতে উঠেছিলো খেতাব, গতকাল অধিনায়ক হিসেবে দেশকে দ্বিতীয় খেতাব উপহার দিলেন তিনি। গত কয়েক বছরে একের পর এক আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল বা ফাইনালে গিয়েও খালি হাতে ফিরতে হচ্ছিলো ভারতকে। সেই শাপমোচনের উপাখ্যানও লেখা থাকলো কেনসিংটন ওভালের বাইশ গজে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভারত ট্রফি জেতে না, চুরমার হলো বছরের পর বছর ধরে চলতে থাকা এই মিথ’ও। প্রথমে ব্যাটিং করে ১৭৬ তোলে ভারত। একটা সময় পিছিয়ে পড়েও দক্ষিণ আফ্রিকাকে ১৬৯ রানে রুখে দেন বোলাররা। জয় মেলে ৭ রানে। বিশ্বজয়ের সোনালী ইতিহাসের অংশীদার হয়ে টি-২০কে বিদায় জানান দুই মহাতারকা-রোহিত ও বিরাট।
Read More: “ঈশ্বরকে অশেষ ধন্যবাদ…” নিন্দুকদের মুখ বন্ধ করে জানালেন অশ্রুসজল হার্দিক পান্ডিয়া !!
অবসর নিলেন রোহিত ও বিরাট-
দীর্ঘ সময় ধরে তিন ফর্ম্যাটেই টিম ইন্ডিয়ার (Team India) মধ্যমণি ছিলেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। দুজনেই চেয়েছিলেন টি-২০ বিশ্বকাপ জিততে। স্বপ্নপূরণের পর আর দেরী করেন নি। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে বিদায় নেওয়ার ঘোষণা করে দেন তাঁরা। মাঠে দাঁড়িয়েই সরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন কোহলি (Virat Kohli)। অনবদ্য ৭৬ রানের ইনিংসের সুবাদে তিনিই গতকালের ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ।’ পুরষ্কার নিতে এসে ইয়ান বিশপ’কে জানান, “এটাই আমার শেষ টি-২০ বিশ্বকাপ ছিলো। এটাই আমরা অর্জন করতে চেয়েছিলাম।” মনস্থির যে করেই ফেলেছিলেন, তাও জানান তিনি। বলেন, “আমরা চেয়েছিলাম কাপ’টা জিততে। এটা (অবসর) একটা ওপেন সিক্রেট ছিলো। এমনটা নয় যে আমরা যদি আজ না জিততাম, তাহলে ঘোষণা করতাম না। আমার মনে হয় টি-২০তে এবার পরবর্তী প্রজন্মের এগিয়ে আসা উচিৎ।”
মাঠে সাক্ষাৎকার দেন রোহিত শর্মা’ও (Rohit Sharma)। কিন্তু তিনি অবসরের সিদ্ধান্ত প্রকাশ করেন নি তখনও। বরং সতীর্থদের প্রশংসাই শোনা যায় তাঁর থেকে। কোহলি, হার্দিক, অক্ষর, সূর্যকুমার, বুমরাহ-জয়ের সব নায়কদের আলাদা করে ধন্যবাদজ্ঞাপন করেন তিনি। বোমা ফাটান খেলা শেষে সাংবাদিক সম্মেলনে। ট্রফি সামনে রেখেই অবসরের ঘোষণা করেন তিনি। বলেন, “এটা আমারও শেষে টি-২০ ম্যাচ। সরে দাঁড়ানোর জন্য এর থেকে ভালো সময় আর হতে পারে না। আমি প্রতিটা মুহূর্ত দারুণভাবে উপভোগ করেছি। এই ফর্ম্যাট দিয়েই টিম ইন্ডিয়াতে আমার পথচলা শুরু হয়। আমি এই কাপ’টা জিততে চেয়েছিলাম খুব বেশী করে। মরিয়া ছিলাম এই খেতাবটা জিততে। আমি তৃপ্ত যে শেষমেশ বাধাটুকু অতিক্রম করতে পেরেছি।”
টি-২০কে বিদায় জানালেন জাদেজা’ও-
দুই মহাতারকার অবসরের সিদ্ধান্ত ঘোষণার পর কাটে নি ২৪ ঘন্টা’ও। এর মধ্যেই ফের বিদায়ের করুণ সুর শোনা গেলো ভারতীয় সাজঘরে। ট্রফি জয়ের পরেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন রবীন্দ্র জাদেজা’ও (Ravindra Jadeja)। স্পিন বোলিং অলরাউন্ডার টেস্ট ও একদিনের ক্রিকেটে টিম ইন্ডিয়ার (Team India)অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হলেও কুড়ি-বিশের খেলায় তাঁর নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠার অবকাশ ছিলো। লম্বা সময় ধরেই ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে বিশেষ সুবিধা করতে পারছিলেন না তিনি। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপেও (T20 World Cup) ব্যাট হাতে মাত্র ৩৫ ও বল হাতে কেবল ১ উইকেটই নিয়েছিলেন। আগামীতে বিসিসিআই-এর টি-২০ পরিকল্পনায় জাদেজা যে নেই তার ইঙ্গিত মিলেছিলো আগেই। দেওয়াল লিখন বুঝতে কোনো রকম সমস্যা হয় নি তাঁর। ট্রফি জয়ের সোনালী আলো গায়ে মেখেই বিদায় ঘোষণা করলেন জাদেজা।
দেশের জার্সিতে ২০০৯ সালে টি-২০ অভিষেক হয়েছিলো সৌরাষ্ট্রের ক্রিকেটারের। নীল জার্সিতে ৭৪ টি-২০ ম্যাচে ৫১৫ রান ও ৫৪ উইকেট নিয়েছেন তিনি। আজ নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে অবসর ঘোষণা করে তিনি লিখেছেন, “হৃদয়ভরা কৃতজ্ঞতা নিয়ে আমি আন্তর্জাতিক টি-২০’কে বিদায় জানাচ্ছি। একটি গর্বিত অশ্বের মত আমি যখনই দেশের হয়ে মাঠে নেমেছি তখনই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। অন্যান্য ফর্ম্যাটগুলিতে তেমনটাই করে যাবো ভবিষ্যতে। টি-২০ বিশ্বকাপ জেতা একটা স্বপ্নপূরণের সামিল। আমার টি-২০ কেরিয়ারের সর্বোচ্চ শৃঙ্গ। অসংখ্য স্মৃতি, হর্ষধ্বনি ও নিরন্তর সমর্থনের জন্য ধন্যবা।” কোহলি ও রোহিতের (Rohit Sharma) বিদায়ের পর এমনিতেই এক শূন্যতা তৈরি হয়েছিলো ক্রিকেটপ্রেমীদের মনে। আজ রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) অবসরের সিদ্ধান্ত একটা যুগের অবসান ঘটালো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Also Read: T20 World Cup: “আমাদের মত অপেক্ষায় ছিলেন দেশবাসীও…” বিশ্বকাপ জিতে আবেগবিহ্বল রোহিত প্রশংসায় ভরালেন সতীর্থদের !!