টিম ইন্ডিয়ার জার্সিতে ব্যর্থ দিনের পর দিন, তবুও নিয়মিত খেলে চলেছেন রোহিতের স্নেহধন্য এই ক্রিকেটার !! 1

কুড়ি-বিশের বিশ্বকাপে (T20 World Cup) দারুণ ছন্দে এগোচ্ছে টিম ইন্ডিয়া (Team India)। গ্রুপ-এ’তে ছিলো তারা। নিউ ইয়র্কের নাসাও কাউন্টির মাঠে আয়ারল্যান্ডকে হারিয়ে যাত্রা শুরু করেছিলেন রোহিত শর্মা’রা। এরপর ৯ জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (PAK) বিরুদ্ধে মেলে স্মরণীয় জয়। ৬ রানের ব্যবধানে বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের (Mohammad Rizwan) হারায় ভারত। তৃতীয় ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ধুন্ধুমার লড়াই হলেও শেষমেশ হাসি মুখেই মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া (Team India)। সূর্যকুমার যাদব ও শিবম দুবে’র অবিচ্ছেদ্য পার্টনারশিপ ৭ উইকেটের ব্যবধানে এনে দেয় জয়। নিউ ইয়র্কে অনুষ্ঠিত হওয়া তিন ম্যাচেই নজর কেড়েছিলেন ভারতের বোলাররা। বিশেষ করে বুমরাহ, আর্শদীপ, হার্দিক-সমৃদ্ধ পেস বিভাগ।

জয়ের হ্যাট্রিকের সুবাদেই সুপার এইট নিশ্চিত হয়ে গিয়েছিলো ভারতের। আবহাওয়ার কারণে কানাডার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচটি ভেস্তে গেলেও তাও বিশেষ সমস্যায় পড়তে হয় নি। শেষ আটের লড়াইতে টিম ইন্ডিয়ার (Team India) প্রতিপক্ষ হতে চলেছে আফগানিস্তান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। যথাক্রমে ২০, ২২ ও ২৪ তারিখ ম্যাচগুলি খেলবে দল। মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে ওয়েস্ট ইন্ডিজের দিকে উড়ে যাওয়ার পালা এবার ক্রিকেটারদের। গ্রুপ পর্বের পারফর্ম্যান্সের জেরে ক্রিকেটবিশেষজ্ঞদের অনেকেই টিম ইন্ডিয়াকে (Team India) এবারের খেতাব জয়ের অন্যতম দাবীদার বলছেন। তবে রয়েছে সতর্ক বার্তাও। রানের মধ্যে নেই বিরাট কোহলি (Virat Kohli)। পাশাপাশি রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ফর্ম’ও কপালে চিন্তার ভাঁজ ফেলেছে সমর্থকদের।

Read More: সরছেন কোহলি, বাদ আরও দুই, যশস্বীকে রেখেই ‘সুপার এইট’-এর দল সাজাচ্ছে ভারত !!

খারাপ পারফর্ম্যান্সের পরেও খেলে যাচ্ছেন জাদেজা-

Ravindra Jadeja,| Team India | Image: Twitter
Ravindra Jadeja | Image: Getty Images

ভারতীয় দলের হয়ে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) এখনও অবধি প্রতিটি ম্যাচেই মাঠে নেমেছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। কিন্তু একটি ম্যাচেও ভালো পারফর্ম্যান্স করতে পারেন নি তিনি। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিং-এর সুযোগ পেয়েছিলেন। শূন্য রানে স্টাম্পড হওয়া থেকে কোনোক্রমে রক্ষা পান। কিন্তু ৬ বলে ৪ রানের বেশী করতে পারেন নি। সেদিন ২ ওভার হাত ঘুরিয়েও কোনো উইকেট পান নি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেও হতাশ করেন জাদেজা। তাঁকে কেবল ১ ওভার বোলিং করিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ৭ রান খরচ করলেও কোনো উইকেট তিনি পান নি সেদিন। অন্য স্পিনার অক্ষর প্যাটেল অবশ্য নিজের স্পেলের প্রথম বলেই উইকেট তুলে নিয়েছিলেন।

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) এ গ্রুপে আরও দুটি ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া (Team India)। দু’টিতেই চূড়ান্ত ব্যর্থ হয়েছেন জাদেজা। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ফেরেন শূন্য রানে। মাত্র ১ বলেই থেমে যায় তাঁর ইনিংস। লো-স্কোরিং ম্যাচে ২ ওভারে ১০ রান খরচ করেছিলেন তিনি। পান নি একটিও উইকেট। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাদশে থাকলেও নীরব দর্শক হয়েই রয়ে গিয়েছিলেন জাদেজা। তাঁর হাতে বল তুলেই দেন নি রোহিত (Rohit Sharma)। আর আসে নি ব্যাটিং-এর সুযোগ’ও।বৃষ্টিতে কানাডার বিরুদ্ধে ভারতের ম্যাচটি ভেস্তে যাওয়ায় ফ্লোরিডায় আর মাঠে নামার উপায় ছিলো না জাদেজার। গ্রুপ পর্বের ম্যাচগুলির শেষে কুড়ি-বিশের বিশ্বকাপে জাদেজার ঝুলিতে এখন ০ রান, ০ উইকেট, ০ ক্যাচ ও ০ রান-আউটের লজ্জাজনক পরিসংখ্যান।

রোহিত চাইছেন জাদেজা’কে, রিজার্ভ বেঞ্চে কুলদীপ-

Kuldeep Yadav | Team India | Image: Getty Images
Kuldeep Yadav | Image: Getty Images

দিনের পর দিন খারাপ পারফর্ম্যান্স করলেও টিম ইন্ডিয়ার (Team India) প্রথম একাদশে নিজের জায়গা ধরেই রেখেছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তার অন্যতম প্রধান কারণ অধিনায়ক রোহিত। তিনি বারবার আস্থা দেখাচ্ছেন জাড্ডুর উপর। একাধিক সাক্ষাৎকারে হিটম্যানকে বলতেও শোনা গিয়েছে যে নিজের দিনে দলের এক্স-ফ্যাক্টর হয়ে উঠতে পারেন জাদেজা। তবে সেইদিনের জন্য আর কত অপেক্ষা করতে হবে তা নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছেন অনুরাগীরা। অনেকেই বলছেন জাদেজাকে রিজার্ভ বেঞ্চে রেখে প্রথম একাদশে খেলানো হোক চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব’কে (Kuldeep Yadav)। কঠিন পরিস্থিতিতে উইকেট তুলতে সিদ্ধহস্ত কুলদীপ রয়েছেন ফর্মেও। টি-২০ বিশ্বকাপের সুপার এইটে তিনি টিম ইন্ডিয়ার কাজে আসতে পারেন বলেই ধারণা ক্রিকেটমহলের।

Also Read: “তোমরা ঘরে বসে থাকো…” বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের প্রদর্শন দেখে মেজাজ হারালেন ওয়াসিম আকরাম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *