ishan-tries-to-make-amends-with-bcci

গত বছরের ডিসেম্বর থেকে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-এর (BCCI) সাথে দড়ি টানাটানি চলছে ঈশান কিষণের (Ishan Kishan)। তরুণ উইকেটরক্ষক-ব্যাটার আচমকাই দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথে দেশে ফিরে আসেন। জানা যায় যে মানসিক স্বাস্থ্যের অবনতির কথা বলে বিসিসিআই-এর (BCCI) কাছে ছুটি চেয়ে নিয়েছেন তিনি। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সঙ্গে সঙ্গে ছুটি মঞ্জুরও করেছিলো বোর্ড। তবে দেশে ফেরার পরেই ঈশানকে (Ishan Kishan) দেখা যায় বর্ষবরণের পার্টি করতে দুবাই উড়ে যেতে। এমনকি বিসিসিআই-এর (BCCI) থেকে কোনোরকম অনুমতি না নিয়েই অমিতাভ বচ্চন সঞ্চালিত একটি বেসরকারী টেলিভিশন শো’তে যান তিনি। ঝাড়খণ্ডের ক্রিকেটারের এহেন আচরণ মোটেই পছন্দ হয় নি কর্মকর্তাদের।

সেই সময় রঞ্জি ট্রফি খেলার জন্য বারবার ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিলো ঈশানের (Ishan Kishan) সাথে। কিন্তু রাজী হন নি তিনি। এমনকি পূর্বাঞ্চলের হয়ে দলীপ ট্রফি খেলতেও চান নি। জাতীয় দলে ফিরতে গেলে যে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করতে হবে তা বিসিসিআই-এর তরফেও স্পষ্ট করে দেওয়া হয়েছিলো ঈশানের কাছে। কিন্তু চিঁড়ে ভেজে নি তাতেও। রঞ্জি খেলার বদলে আইপিএলের (IPL) প্রস্তুতিতেই মন দিয়েছিলেন তিনি। বিশেষ অনুশীলন সারতে ঝাড়খণ্ড থেকে উড়ে গিয়েছিলেন বরোদা। সেখানে হার্দিক ও ক্রুণাল পাণ্ডিয়ার সাথে অনুশীলন করেন তিনি। ‘অবাধ্য’ ঈশানের (Ishan Kishan) কর্মকাণ্ড বিব্রত করেছিলো বিসিসিআই-কে। শৃঙ্খলাভঙ্গের কারণে তারা ২০২৩-২৪ মরসুমের কেন্দ্রীয় চুক্তি থেকেই বাদ দিয়ে দেয় তাঁকে। বন্ধ থাকে দলের দরজাও।

Read More: গম্ভীরেই আস্থা বোর্ডের, দায়িত্ব নেওয়ার আগে দল গোছানোর স্বাধীনতা পাচ্ছেন নয়া কোচ !!

দূরত্ব মুছে ফেলতে উদ্যোগী হলেন ঈশান-

Ishan kishan | BCCI | Image: Getty Images
Ishan Kishan | Image: Getty Images

গত বছর তিন ফর্ম্যাটেই জাতীয় দলে নিয়মিত হয়ে উঠেছিলেন ঈশান কিষণ (Ishan Kishan)। কিন্তু এই বছর বিসিসিআই (BCCI) ও তাঁর মধ্যে এক অদ্ভুত শৈত্য দেখা গিয়েছে। বছরের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে টি-২০ স্কোয়াডে ছিলেন না তিনি। জায়গা হয় নি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও। তরুণ উইকেটরক্ষক হিসেবে অভিষেক হয় ধ্রুব জুড়েলের (Dhruv Jurel)। এরপর টি-২০ বিশ্বকাপেও (T20 World Cup) তাঁকে বাদ দিয়েই দল সাজানো হয়। দুই উইকেটরক্ষক হিসেবে জায়গা করে নেন ঋষভ পন্থ ও সঞ্জু স্যামসন (Sanju Samson)। দেওয়াললিখন সম্ভবত পড়তে পারছেন ঈশান কিষণ (Ishan Kishan)। তিনি বুঝে গিয়েছেন যে ক্ষমা না চাইলে জাতীয় দলের দরজা অদুর ভবিষ্যতেও বন্ধই থাকবে তাঁর কাছে। তাই সেই পথেই পা বাড়ানোর কথা ভাবছেন তিনি। বোর্ডের সাথে দূরত্ব দ্রুত মিটিয়ে ফেলতে চান ঝাড়খণ্ডের তরুণ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়টি নিয়ে নীরবতা ভেঙেছেন ঈশান কিষণ (Ishan Kishan)। বোর্ডের নির্দেশ মেনে ঘরোয়া ক্রিকেট যে তিনি এবার খেলবেন, তা স্পষ্ট করেছেন। বলেন, “মুখিয়ে রয়েছি ঘরোয়া ক্রিকেট মরসুমের জন্য। ঝাড়খণ্ডের হয়ে ভালো কিছু করতে চাই।” তবে বিসিসিআই-এর (BCCI) আচরণে কোথাও যে মনের কোণে ক্ষোভ রয়েছে তাঁর, সাক্ষাৎকারে সামনে এসেছে তাও। ‘অভিমানী’ ঈশান বলেন, “আমি একটা বিরতি নিয়েছিলাম। আমি ভেবেছিলাম এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। জাতীয় দলে ফিরতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে, এটা একটা নিয়ম ঠিকই। তবে সেই সময় আমি খেলার মত মানসিক অবস্থাতেই ছিলাম না। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিয়ে ঘরোয়া ক্রিকেট খেলার পিছনে কি কোনো যুক্তি রয়েছে? যদি খেলতে পারতাম, তাহলে তো আন্তর্জাতিক ক্রিকেটই খেলতাম।”

Also Read: BCCI ছাড়ছেন জয় শাহ, লক্ষ্য এবার বিশ্ব ক্রিকেটের সিংহাসন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *