ঈশান কিষণ (Ishan Kishan) বনাম বিসিসিআই, দ্বৈরথ চলছেই। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে বোর্ডের কাছে অব্যাহতি চেয়েছিলেন তিনি। তা মঞ্জুরও করেছিলো বিসিসিআই। কিন্তু এরপর থেকেই ঈশানের কর্মকাণ্ডে উঠতে থাকে প্রশ্নচিহ্ন। বোর্ডের অনুমতি ছাড়া দুবাইতে বর্ষবরণের পার্টিতে অংশ নেওয়া, অমিতাভ বচ্চনের সাথে একটি টিভি শো’তে অংশ নেওয়ার মত অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এছাড়া ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশও উপেক্ষা করেন তিনি। বরং মন দেন আইপিএলের প্রস্তুতিতে। ধৈর্য্যের বাঁধ ভাঙে কর্মকর্তাদের। দল থেকে আগেই বাদ পড়েছিলেন ঈশান (Ishan Kishan)। তাঁকে ছেঁটে ফেলা হয় কেন্দ্রীয় চুক্তি থেকেও। এরপর থেকে ক্রিকেটের মূলস্রোতে আর দেখা যায় নি তাঁকে। হতাশার শিকার হতে তিনি নিতে পারে বড় পদক্ষেপ।
Read More: ৬, ৬, ৬, ৬, ৬…ঋষভ পন্থের ব্যাটে ধ্বংসযজ্ঞ, রঞ্জি ট্রফির ম্যাচে করলেন ঝলমলে ‘ট্রিপল’ সেঞ্চুরি !!
ভারতের হয়ে খেলার স্বপ্ন শেষ ঈশানের-
ডিসেম্বরের পর থেকেই জাতীয় দলে ব্রাত্য হয়ে রয়েছেন ঈশান কিষণ (Ishan Kishan)। আফগানিস্তানের বিপক্ষে টি-২০ বিশ্বকাপে তাঁকে বাদ দিয়ে বার্তা দিয়েছিলেন নির্বাচকেরা। এরপর থেকে কালো তালিকাতেই রয়ে গিয়েছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তাঁকে দেখা যায় নি। বিসিসিআই-এর তরফে তাঁর আইপিএল (IPL) খেলায় কোনো বাধা সৃষ্টি করা না হলেও দুই পক্ষের মধ্যের বরফ যে গলে নি তা স্পষ্ট হয় টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) তাঁকে বাদ দেওয়া থেকে। এরপর কেটে গিয়েছে জিম্বাবুয়ে সফর। তরুণ উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে ধ্রুব জুড়েলকে অবধি সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু জায়গা হয় নি ঈশান কিষণের (Ishan Kishan)। এরপর শ্রীলঙ্কা সফরেও একই পন্থা নিতে দেখা গিয়েছে বিসিসিআই-কে।
প্রথমে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ, তারপর একের পর এক সিরিজে বা টুর্নামেন্টে দলের বাইরে থাকা-দেওয়াল লিখন পড়তে অসুবিধা হওয়ার কথা নয় ঈশান কিষণের (Ishan Kishan)। মাত্র ২৬ বছর বয়সেই তাঁর টিম ইন্ডিয়া কেরিয়ার যে শেষের পথে তা বিলক্ষণ বুঝতে পারছেন তিনি। এখন থেকেই তাই পরবর্তী পর্যায়ের কথা ভাবতে শুরু করেছেন তিনি। ঈশানের সামনে এখন খোলা রয়েছে দুটি রাস্তা। ভারতে থেকে কেবলমাত্র ঘরোয়া ক্রিকেটে ফোকাস করা। জাতীয় দলে প্রত্যাবর্তনের প্রয়াস জারি রাখা। ঋষভ পন্থ (Rishabh Pant), ধ্রুব জুড়েল, কে এল রাহুলদের (KL Rahul) মত একঝাঁক উইকেটরক্ষক-ব্যাটারের ভীড়ে যা একপ্রকার অসাধ্যসাধনের সামিল। অথবা তিনি ভারত ছেড়ে অন্য কোনো দেশের হয়ে খেলতে পারেন আন্তর্জাতিক ক্রিকেট।
নেপালের হয়ে খেলতে পারেন ঈশান-
টিম ডেভিড, কোরি অ্যান্ডারসন, ডার্ক ন্যানেস, রওলফ ফান দার মারওয়ে, ইয়ন মর্গ্যানদের দলেই নাম লেখাতে পারেন ঈশান কিষণ (Ishan Kishan)। অনেকেই মনে করছেন, টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে পড়তে ক্লান্ত তরুণ সিদ্ধান্ত নিতে পারেন প্রতিবেশী নেপালের হয়ে খেলার। এই মুহূর্তে উপমহাদেশীয় ক্রিকেটে উঠতি শক্তি হিসেবে পরিচিত নেপাল। গত বছরের এশিয়া কাপে নজর কাড়ে তারা। জায়গা করে নিয়েছিলো টি-২০ বিশ্বকাপের মূল পর্বেও। দক্ষিণ আফ্রিকার মত হেভিওয়েট প্রতিপক্ষকে হারানোর দোরগোড়াতেও পৌঁছে গিয়েছিলো তারা। ঈশানের মত আইপিএল ও অন্যান্য বড় টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন কোনো ক্রিকেটার যোগ দিলে নিঃসন্দেহে শক্তিশালী হবে নেপাল স্কোয়াড। ২০২৬-এ ভারত ও শ্রীলঙ্কায় রয়েছে টি-২০ বিশ্বকাপ। চেনা পরিবেশে ভিন্ন জার্সি গায়ে মাঠে নামতে পারেন ঈশান।