টিম ইন্ডিয়া পেয়ে গেলো জুনিয়র MSD, উইকেটের পিছনে দুর্দান্ত পারফর্ম করে কুড়োলেন তারিফ !! 1

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গতকাল থেকে টেস্টের ময়দানে মুখোমুখি হয়েছে ভারতীয় দল। ডোমিনিকার উইন্ডসর পার্কে ‘নিউ লুক’ টিম ইন্ডিয়াকে (Team India) যে দেখা যাবে তার ইঙ্গিত পাওয়া গিয়েছিলো বিসিসিআই দল ঘোষণা করার সময়েই। বাদ পড়েছিলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), উমেশ যাদবের (Umesh Yadav) মত তারকা ক্রিকেটার। বিশ্রামে পাঠানো হয়েছিলো মহম্মদ শামিকেও। পরিবর্তে প্রথমবারের জন্য ভারতের টেস্ট দলের অংশ হয়েছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), মুকেশ কুমাররা (Mukesh Kumar)। রোহিত শর্মা, বিরাট কোহলিদের মত সিনিয়র খেলোয়াড়দের অভিজ্ঞতার সাথে যশস্বী, শুভমানদের তারুণ্যের মেলবন্ধন ঘটিয়েই আগামীতে মাঠে নামার পরিকল্পনা স্পষ্ট করে দিয়েছিলো বোর্ড।

ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়াল যে ডোমিনিকায় খেলবেন তা ম্যাচের আগের দিনই জানিয়ে দিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। অনুশীলন ম্যাচেও রোহিত শর্মার সাথে ওপেনিং করতে দেখা গিয়েছিলো যশস্বীকে। তিনে চেতেশ্বর পূজারার শূন্যস্থান পূরণের দায়িত্ব দেওয়া হয়েছে শুভমান গিলকে (Shubman Gill)। ভারতীয় ক্রিকেটের ৩০৬ নম্বর টেস্ট ক্যাপটির মালিক হলেন মুম্বইয়ের বছর ২১-এর যশস্বী। তিনি ছাড়াও আরও এক অভিষেকের দৃশ্য দেখলো ডোমিনিকা। উইকেটের পিছনে নিজের টেস্ট কেরিয়ারের সূচনা করলেন ঈশান কিষণ। বেশ কয়েকটি টেস্টে কে এস ভরত সামলাচ্ছিলেন উইকেটরক্ষার দায়িত্ব। কিন্তু গতকাল কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) বেছে নিলেন বছর ২৪-এর ঈশানকেই (Ishan Kishan)। প্রথম দিন স্টাম্পের পিছনে বেশ সপ্রতিভ লেগেছে তাঁকে। অনেকেই তুলনা করেছেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সাথে।

Read More: কোনো অবস্থাতেই পাকিস্তানে পা রাখবে না টিম ইন্ডিয়া, জল্পনায় জল ঢাললো BCCI !!

ক্যাচিং থেকে স্লেজিং, স্টাম্পের পিছনে সপ্রতিভ ঈশান-

Ishan Kishan and Yashasvi Jaiswal | Team India | Image: Getty Images
Ishan Kishan and Yashasvi Jaiswal | Image: Getty Images

গত বছরের ডিসেম্বর মাসে গাড়ি চালিয়ে দিল্লী থেকে রুরকিতে নিজের বাড়ি ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। কোনোক্রমে প্রাণে বাঁচলেও ছিঁড়ে গিয়েছিলো তাঁর পায়ের লিগামেন্ট। অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। এখনও মাঠে নামার মত ফিট নন তিনি। চলছে রিহ্যাব। সেই কারণে বাধ্য হয়েই নয়া উইকেটরক্ষক বেছে নিতে হয়েছে টিম ইন্ডিয়াকে (Team India)। বয়সের অজুহাতে কোচ রাহুল দ্রাবিড় বাদ দিয়েছিলেন অভিজ্ঞ ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha)। পন্থের বিকল্প হিসেবে তাঁর পছন্দ ছিলো অন্ধ্রপ্রদেশের কে এস ভরত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে বর্ডার-গাওস্কর ট্রফি হোক বা ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে্র (WTC) ফাইনাল, ভরতকেই দেখা গিয়েছিলো দস্তানা হাতে। ডোমিনিকাতেও তাঁকেই প্রথম একাদশে আশা করা হচ্ছিলো। কিন্তু চমক দিলো ভারতীয় শিবির।

৫ টেস্টে কেবল ১২৯ রান করেছেন ভরত। ব্যাটিং গড় ১৮.২৯। ১২টি ক্যাচ এবং ১টি স্টাম্পিং তাঁর ঝুলিতে থাকলেও বহু সহজ সুযোগ হাতছাড়াও করেছেন তিনি। তাই বদল ছাড়া উপায় ছিলো না দ্রাবিড়ের (Rahul Dravid) কাছে। ঝাড়খণ্ডের ঈশানকে তাই সুযোগ দিলেন তিনি। উইকেটের পিছনে নিজের প্রথম ম্যাচে আশাহত করেন নি ঈশান। শার্দূল ঠাকুরের (Shardul Thakur) বলে ঝাঁপিয়ে পড়ে একটি দারুণ ক্যাচ নিয়েছেন। একই সাথে জাদেজার বলে জশুয়া ডি সিলভার (Joshua De Silva) কঠিন ক্যাচও তালুবন্দী করেছেন তিনি।

উইকেটের পিছনে আত্মবিশ্বাস ঝরে পড়েছে ঈশানের (Ishan Kishan) শরীরী ভাষায়। কখনও প্রতিপক্ষ ব্যাটারের মনঃসংযোগে ব্যাঘাত ঘটাতে স্লেজিং চালিয়েছেন তিনি। আবার কখনও সতীর্থদের নির্দেশ দিয়েছেন মন খুলে। প্রথম ম্যাচ বলে কোনোরকম জড়তা দেখা যায় নি তাঁর মধ্যে। ব্যাট হাতে যদি এই আত্মবিশ্বাস ঈশান দেখাতে পারেন, তাহলে আদপে লাভ টিম ইন্ডিয়ার(Team India) বলেই মত বিশেষজ্ঞদের। ধোনির (MS Dhoni) পর লম্বা সময়ের এক উইকেটরক্ষক-ব্যাটার পেতে পারে ভারত।

টেস্টে প্রথম দিনের শেষে এগিয়ে ভারত-

Shardul Thakur | Team India | Image: Getty Images
Shardul Thakur | Image: Getty Images

ডোমিনিকায় প্রথম দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনেকটা এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। সদ্যই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে খালি হাতে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। মনে করা হয়েছিলো ভারতের বিরুদ্ধে নিজেদের সর্বস্ব উজাড় করে দেবে তারা। কিন্তু উইন্ডসর পার্কে ম্যাচ যত গড়ালো, ততই পরিষ্কার হলো উইন্ডিজ ক্রিকেটের কঙ্কালসার ছবিটা। ভিভ রিচার্ডস, গ্যারি সোবার্সদের উত্তরসূরিরা ভারতের বিরুদ্ধে নূন্যতম প্রতিরোধটুকুও গড়ে তুলতে পারলেন না গতকাল। টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট (Kriagg Braithwaite)। স্পিনের ঘূর্ণিতে ব্যাটারদের রীতিমত নাজেহাল করলেন অশ্বিন (Ravichandran Ashwin)। ঘরের মাঠে ক্যারিবিয়ান ইনিংস থামলো মাত্র ১৫০ রানে।

ওপেন করতে নেমে সাবধানী ব্যাটিং করছিলেন ব্রেথওয়েট এবং তেজনারায়ণ চন্দ্রপল (Tagenarine Chanderpaul)। প্রথম ঝটকা দেন অশ্বিন। চন্দ্রপলকে ফেরান তিনি। এরপর তাঁর শিকার হন ব্রেথওয়েট। প্রথম ইনিংসে ৬০ রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন তিনি। ৩ উইকেট জাদেজার (Ravindra Jadeja)। বাকি দুইটি গিয়েছে শার্দুল ঠাকুর (Shardul Thakur) এবং মহম্মদ সিরাজের (Mohammed Siraj) ঝুলিতে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ রান অভিষেককারী অ্যালিক অ্যাথানাজের (Alick Athanaze) ৪৭। জবাবে ব্যাট করতে নেমে ভারত শেষ করেছে বিনা উইকেটে ৮০ রানে। ক্রিজে রয়েছেন যশস্বী জয়সওয়াল (৪০*) এবং রোহিত শর্মা (৩০*)।

 Also Read: WI vs IND, Stats Review, DAY-1: অশ্বিনাতঙ্কে কাবু ওয়েস্ট ইন্ডিজ, দাপুটে অভিষেক যশস্বীর, ডোমিনিকায় তৈরি হলো একঝাঁক রেকর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *