WI vs IND

WI vs IND: গতকাল থেকে ডোমিনিকার উইন্ডসর পার্কে মুখোমুখি হয়েছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ (WI vs IND)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর এক মাসের বিরতি পেয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা। ছুটি কাটিয়ে, তরতাজা হয়ে মাঠে নেমেছেন তাঁরা। ২০২১-২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) সাইকেলটা শেষ হয়েছে হতাশা দিয়ে। ২০২৩-২৫ সাইকেলের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় চাইছে ভারতীয় দল। অন্যদিকে চাপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলও। তাদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার ক্যারিবিয়ানরা জায়গা করে নিতে পারে নি একদিনের বিশ্বকাপে। জিম্বাবুয়ের যোগ্যতা অর্জন টুর্নামেন্ট থেকে খালি হাতে ফিরতে হয়েছে তাদের। সেই হতাশা কাটিয়ে উঠতে ভারতের বিরুদ্ধে ভালো পারফর্ম করার লক্ষ্য থাকবে তাদেরও।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় একাদশে রইলো চমক। ম্যাচের আগেই সাংবাদিক সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) জানিয়ে দিয়েছিলেন যে অভিষেক হতে চলেছে যশস্বী জয়সওয়ালের। উইন্ডসর পার্কে দেখা গেলো আরও এক অভিষেককারীকে। যশস্বীর পাশাপাশি উইকেটরক্ষক ঈশান কিষণের (Ishan Kishan) হাতেও টেস্ট ক্যাপ তুলে দেয় টিম ইন্ডিয়া। রোহিতের সাথে গতকাল ভারতের হয়ে ওপেন করলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা। তিন নম্বরে তাঁর শূন্যস্থান ভরাট করার দায়িত্ব দেওয়া হয়েছে শুভমান গিলকে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে গতকাল পথচলা শুরু করেন তরুণ ব্যাটার অ্যালিক অ্যাথানাজে (Alick Athanaze)। মুখ্য নির্বাচক ডেসমন্ড হেইনস এই ডোমিনিকান তরুণের প্রতিভার প্রশংসা করেছিলেন, মাঠেও গতকাল তার স্বাক্ষর রাখলেন তিনি।

টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট (Kraigg Braithwaite)। ভারতের বিরুদ্ধে প্রথম আধা ঘন্টা কোনো উইকেট ওয়েস্ট ইন্ডিজ না খোয়ালেও রবিচন্দ্রণ অশ্বিনের বোলিং-এ খুলে যায় লকগেট। তেজনারায়ণ চন্দ্রপল, ক্রেগ ব্রেথওয়েট-সহ মোট ৫ উইকেট নেন অশ্বিন (Ravichandran Ashwin)। খরচ করেন ৬০ রান। এছাড়াও রবীন্দ্র জাদেজা নেন ৩ উইকেট। একটি করে শিকার শার্দূল ঠাকুর এবং মহম্মদ সিরাজের। টিম ইন্ডিয়ার স্পিন ঘূর্ণিতে কুপোকাত উইন্ডিজ ইনিংস শেষ হয় ১৫০ রানে। জবাবে ব্যাট করতে নেমে ‘ক্রুজ কন্ট্রোল’ মোডে যশস্বী ও রোহিতের (Rohit Sharma) জুটি। প্রথম দিনের শেষে বিনা উইক্টে ৮০ রান ভারতের। প্রথম টেস্টের প্রথম দিনের খেলা ভারত আগাগোড়া দাপট ধরে রাখলো। ডোমিনিকার মাঠে তৈরি হলো কিছু নয়া রেকর্ড। তার হদিশ রইলো এই প্রতিবেদনে।

Read More: WI vs IND: অশ্বিনের দাপটে প্রথম দিনেই গুটিয়ে গেলো উইন্ডিজ, ডোমিনিকা টেস্টে চালকের আসনে ভারত !!

WI vs IND, ১ম টেস্টে তৈরি হওয়া কিছু রেকর্ড-

WI vs IND | Image: Getty Images

১) ভারত ও ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে ডোমিনিকায় নিজেদের মধ্যে ৯৯তম টেস্টে মুখোমুখি হয়েছে। আগামী ম্যাচে অর্থাৎ ক্যুইন্স পার্ক ওভালে ১০০ টেস্ট স্পর্শ করবে এই প্রতিদ্বন্দ্বিতা। এর আগের ৯৮ ম্যাচের মধ্যে ৩০টি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ এবং ২২টি জিতেছে ভারতীয় দল।

Ishan Kishan and Yashasvi Jaiswal | WI vs IND | Image: Twitter

 

২) গতকাল ভারতের হয়ে জোড়া অভিষেক দেখা গেলো উইন্ডসর পার্কে। খেলা শুরুর আগে টেস্ট দলের টুপি যশস্বী জয়সওয়াল এবং ঈশান কিষণের হাতে তুলে দেয় ভারতীয় শিবির। টিম ইন্ডিয়ার হয়ে যথাক্রমে ৩০৬ এবং ৩০৭ নম্বর টেস্ট খেলোয়াড় হিসেবে মাঠে নামলেন যশস্বী এবং ঈশান।

Alick Athanaze | WI vs IND | Image: Getty Images

৩) ২৪ বর্ষীয় অ্যালিক অ্যাথানাজেরও ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক হলো গতকাল। তাঁর টেস্ট ক্যাপ নম্বর ৩৩৩। বর্তমান প্রধান নির্বাচক এবং উইন্ডিজ কিংবদন্তি ডেসমন্ড হেইনস তাঁর হাতে ঐতিহ্যবাহী মেরুন রঙা টুপি তুলে দেন। প্রথম টেস্টে ব্যাট করতে নেমে তিনি ৪৭ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ রান সেটাই।

Ravichandran Ashwin | WI vs IND | Image: Getty Images

৪) গতকাল ডোমিনিকায় এক বিরল রেকর্ড গড়লেন রবিচন্দ্রণ অশ্বিন। প্রথম ভারতীয় বোলার হিসেবে কোনো পিতা-পুত্রের জুটিকে সাজঘরে ফেরালেন তিনি। ২০১৩ সালে শিবনারায়ণ চন্দ্রপলের স্টাম্প ভেঙে দিয়েছিলো অশ্বিনের বিষাক্ত ডেলিভারি। কলকাতার ইডেন গার্ডেন্সে ৭৯ বলে ৩৬ রান করে আউট হয়েছিলেন তিনি। এই ঘটনার প্রায় এক দশক পর শিবনারায়ণ চন্দ্রপলের পুত্র তেজনারায়ণকে আউট করলেন অশ্বিন। গতকাল ১৩ রান করে অশ্বিনের বলে বোল্ড হন তিনি।

Ravichandran Ashwin | WI vs IND | Image: Getty Images

৫) বুধবার অশ্বিনের ঝুলিতে জমা হয়েছে ৫ উইকেট। এই নিয়ে পঞ্চমবার টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ‘ফাইফার’ বা এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন অশ্বিন। এর মধ্যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই এই কৃতিত্ব তিনি অর্জন করলেন চতুর্থ বার।

Ravichandran Ashwin | WI vs IND | Image: Twitter

৬) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬০ রানের বিনিময়ে ৫ উইকেট নিলেন অশ্বিন। এর ফলে তাঁর উইকেট সংখ্যা আপাতত ৯৩টেস্টে ৪৭৯। এই নিয়ে ৩২ বার এক ইনিংসে পাঁচ বা তার বেশী উইকেট নিলেন তিনি। সবচেয়ে বেশী ফাইফার নেওয়ার তালিকায় বর্তমানে ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি। শীর্ষস্থানে শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার মুথাইয়া মুরলীথরণ। তিনি নিয়েছেন ৬৭ ফাইফার।

Also Read: WI vs IND: “পাড়া ক্রিকেটেও এর থেকে বেশি লড়াই…”, প্রথমদিনের খেলা শেষ হতেই ট্রোলের মেজাজে নেটপাড়া !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *