isha-negi-lauds-rishabh-post-wc-win

২০২২ সালের ৩০ ডিসেম্বর গোটা জীবনটাই যেন ওলটপালট হয়ে গিয়েছিলো ঋষভ পন্থের (Rishabh Pant)। মধ্যরাত্রে দিল্লী থেকে রুরকিতে নিজের বাড়ি ফিরছিলেন গাড়ি চালিয়ে। ইচ্ছে ছিলো বর্ষবরণ উদ্‌যাপন করবেন পরিবারের সাথে। কিন্তু দিল্লী-রুরকি হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার সম্মুখীন হন তিনি। ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায় ঋষভের (Rishabh Pant) গাড়িটি। সাথে সাথে আগুন লেগে যায় তাতে। উইন্ডস্ক্রিন ভেঙে কোনোক্রমে বেরিয়ে আসতে পারায় প্রাণ বেঁচে যায় তাঁর, কিন্তু চোট এড়াতে পারেন নি। মুখে, পিঠে, পায়ে সৃষ্টি হয় গভীর ক্ষত। ছিঁড়ে যায় হাঁটুর লিগামেন্ট। ভারতীয় দলের তরুণ উইকেটরক্ষক-ব্যাটারের ক্রিকেট কেরিয়ারের সামনেই দেখা গিয়েছিলো বড়সড় প্রশ্নচিহ্ন।

প্রথমে দেহরাদুন ও পরে মুম্বইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে চিকিৎসা চলে ঋষভ পন্থের (Rishabh Pant)। হাঁটুতে হয় অস্ত্রোপচার। ক্রাচ নিয়ে দ্বিতীয়বার হাঁটাচলা শিখতে হয়েছিলো তাঁকে। খানিক সুস্থ হওয়ার পর চালু করেন রিহ্যাব। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির কোচদের তত্ত্বাবধানে শুরু হয় ফিরে আসার লড়াই। ২০২৩-এর আইপিএল, ওডিআই বিশ্বকাপের মত প্রতিযোগিতায় অংশই নিতে পারেন নি তিনি। তাও হাল ছাড়েন নি। নিভৃতে চালিয়ে গিয়েছেন অনুশীলন। শেষমেশ ২০২৪-এর আইপিএলের আগে তাঁকে মাঠে নামার সবুজ সংকেত দেন চিকিৎসকেরা। ১৪ মাসের বিরতির পর হাতে তুলে নেন ব্যাট। ফ্র্যাঞ্চাইজি লীগের আসরে তাঁর অনবদ্য প্রত্যাবর্তনের সৌজন্যে টি-২০ বিশ্বকাপের দলেও ঋষভকে (Rishabh Pant) রাখতে বাধ্য হয়েছিলেন নির্বাচকেরা। ট্রফি জিতে স্বপ্নের কামব্যাক যেন সম্পূর্ণ করলেন তিনি।

Read More: শ্রেয়স-ধনশ্রীর পর ফোকাসে রিঙ্কু-রিভাবা, বার্বাডোজ গ্যালারির ভিডিও হলো ভাইরাল !!

ঋষভের যুদ্ধকে কুর্নিশ বান্ধবীর-

Rishabh Pant and Isha Negi | Image: Twitter
Rishabh Pant and Isha Negi | Image: Twitter

চোট সারিয়ে মাঠে ফেরার পর ঋষভ পন্থ (Rishabh Pant) আন্তর্জাতিক ক্রিকেটের সাথে মানিয়ে নিতে আদৌ সক্ষম হবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অনেকে। কিন্তু আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাঠে সেই সকল দ্বিধা-দ্বন্দ্বের মোক্ষম জবাব দিয়েছেন ভারতীয় তরুণ। কেবল ব্যাট হাতেই নয়, উইকেটের পিছনে দস্তানা হাতেও হয়ে উঠেছেন দলের অন্যতম সেরা ভরসা। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে তাঁর লড়াকু ৪২ রানের ইনিংসকে সোনার চেয়েও দামী বলছেন ক্রিকেটবোদ্ধারা। সেমিফাইনাল ও ফাইনালে রান পান নি ঠিকই। কিন্তু উইকেটের পিছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্যাচ ও স্টাম্পিং করেছেন অসামান্য দক্ষতায়। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) জানিয়েছিলেন যে টি-২০ বিশ্বকাপের এক্স-ফ্যাক্টর হয়ে উঠতে পারেন ঋষভ। প্রাক্তন অধিনায়কের ভবিষ্যদ্বাণী সত্যি করেছেন তিনি।

সড়ক দুর্ঘটনার পরের অন্ধকারময় সময়টা কাটিয়ে টি-২০ বিশ্বকাপে আলোয় ফেরার যে যাত্রাপথটা, তাতে প্রতিনিয়িত ঋষভ পন্থ পাশে পেয়েছিলেন বান্ধবী ঈশা নেগি’কে (Isha Negi)। রিহ্যাবের সময় প্রায়শই তাঁকে দেখা গিয়েছে ক্রিকেট তারকাকে সাহস যোগাতে। কেনসিংটন ওভালের সাফল্যের পর তাই আবেগপ্রবণ তিনিও। সোশ্যাল মিডিয়ায় ফিনিক্স পাখির সাথে তিনি তুলনা করেছেন ঋষভকে। ঈশা লিখেছেন, “কতবার আগুনে পুড়ে যাই আমরা, তাতে কিছু যায় আসে না। আমরা আবার সেই ছাই থেকেই নবজন্ম নিতে পারি।” সাথে ট্রফি হাতে ঋষভ পন্থের (Rishabh Pant) একটি ছবিও ইন্সটাগ্রামের স্টোরিতে পোস্ট করেছেন তিনি। খেতাব জিতে আবেগপ্রবণ ক্রিকেট তারকা নিজেও। ইন্সটাগ্রামে লিখেছেন, “ধন্যবাদ ঈশ্বর।” সেই পোস্টের কমেন্টে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন নীতিশ রাণা, শিখর ধাওয়ান’রা।

দেখে নিন ঈশা’র ইন্সটা স্টোরি’টি-

Also Read: U-টার্ন দীনেশ কার্তিকের, অবসর ভেঙে চমকপ্রদ প্রত্যাবর্তন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *