IRE vs IND: আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের (IRE vs IND) প্রথম টি-২০ ম্যাচটি বৃষ্টির কারণে শেষ করা যায় নি। ডাকওয়ার্থ ল্যুইস নিয়মে জয়ী ঘোষণা করা হয় ভারতকে। পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে আইরিশরা যখন টিম ইন্ডিয়াকে খানিক কোণঠাসা করার চেষ্টায় তখনই বাধা দিয়ে বসে আবহাওয়া। ২ রানে হারলেও তাতে মনোবল ভাঙে নি আয়ারল্যান্ডের। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচেও শক্তিশালী ভারতের বিরুদ্ধে সেয়ানে সেয়ানে টক্কর দেওয়ার প্রয়াস চালিয়ে গেলো তারা। টসে জেতেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং (Paul Stirling)। আগের দিন প্রথমে ব্যাট করে সমস্যায় পড়তে হয়েছিলো দলকে। আজ রান তাড়া করার পন্থা বেছে নেন তিনি। প্রথমে ব্যাটিং-এর আমন্ত্রণ জানান প্রতিপক্ষকে।
ভারতীয় ওপেনিং জুটি শুরুটা ভালো করলেও ক্রেগ ইয়ং (Craig Young) এবং ব্যারি ম্যাকার্থি (Barry McCarthy) পরপর দুই ওভারে যশস্বী ও তিলক বর্মাকে সাজঘরে পাঠিয়ে আয়ারল্যান্ডকে ম্যাচে ফেরত আনেন। সঞ্জু-ঋতুরাজের ৭১ রানের জুটি অবশ্য ফের ব্যাকফুটে ঠেলে দিয়েছিলো তাদের। শেষমেশ ১৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রসিদ্ধ কৃষ্ণার (Prasidh Krishna) সৌজন্যে জোড়া উইকেট খুইয়ে একটা সময় ধুঁকতে থাকলেও অ্যান্ড্রু বালবার্নি’র ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। তিনি করেন ৭২ রান। ‘ডেথ ওভারে’ অলরাউন্ডার মার্ক অ্যাডেয়ার (Mark Adair) ঝড় তুললেও ৩৩ রানে পরাজয় আটকাতে পারেন নি। জয় না এলেও এই পারফর্ম্যান্স নিয়ে হতাশ হচ্ছেন না অধিনায়ক পল স্টার্লিং (Paul Stirling)। বরং আগামীর ভিত হিসেবে একে দেখতে চাইছেন তিনি।
Read More: IRE vs IND: “কঠিন পরিশ্রমের ফসল এই সাফল্য…” দ্বিতীয় টি-২০তে ম্যাচের সেরা হয়ে তৃপ্ত রিঙ্কু সিং !!
দলের খেলায় ইতিবাচক দিক খুঁজছেন স্টার্লিং-

পূর্ণশক্তির দল নিয়ে আয়ারল্যান্ড যায় নি ভারত। অধিকাংশ ক্রিকেটারই আন্তর্জাতিক আঙিনায় নতুন। তবুও ঘরোয়া ক্রিকেট ও আইপিএলের সুবাদে অভিজ্ঞতার দিক থেকে দুই দলের তুল্যমূল্য বিচারে অনেকখানি এগিয়েই থাকবে টিম ইন্ডিয়া (Team India)। তবুও একবারের জন্যও নিস্তরঙ্গ লাগে নি আয়ারল্যান্ড বনাম ভারত টি-২০ সিরিজ। সীমিত সাধ্যের মধ্যে থেকেও আইরিশরা যথেষ্ট লড়াই উপহার দিয়েছে ভারতকে। আগের ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে দেখা গিয়েছিলো কার্টিস ক্যাম্ফার (Curtis Campher), ব্যারি ম্যাকার্থিকে (Barrt McCarthy)। জোড়া উইকেট নিয়েছিলেন ক্রেগ ইয়ং। আজও অ্যান্ড্রু বালবার্নি, মার্ক অ্যাডেয়ারের ব্যাটে দীর্ঘ সময় লড়াই চালালো আয়ারল্যান্ড। আগামী বছর টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছেন আইরিশ’রা। তার আগে ভারতের বিরুদ্ধে নিজেদের পারফর্ম্যান্সে ইতিবাচক দিকেই ফোকাস করতে চাইছেন অধিনায়ক পল স্টার্লিং (Paul Stirling)।
২-০ পিছিয়ে পড়েও আশাহত নন স্টার্লিং (Paul Stirling)। আজ ম্যাচ শেষে জানান, “আমরাও সুযোগ পেয়েছিলাম। কিন্তু তার সদ্ব্যবহার করতে পারি নি। সম্পূর্ণ ৪০ ওভার জুড়েই বহু ইতিবাচক দিক ছিলো আমাদের খেলায়।” হারের চুলচেরা বিশ্লেষণ করে আইরিশ নেতা জানিয়েছেন, “আমার মনে হয় আমরা শেষ কিছু ওভারে ওদের (ভারতকে) এগিয়ে যেতে দিয়েছি। ওদের ব্যাটাররা ছন্দ খুঁজে নিয়েছিলো। তারপর ওদের বিরুদ্ধে বোলিং করা কঠিন হয়ে পড়ে। কিছু কিছু বিষয়ে আমাদের এখনও কাজ করতে হবে। তবে আমরা সেই পরিবর্তনগুলো করতে সক্ষম। আশা করি (আগামী ম্যাচে) জয় পাবো।”
Also Read: IND vs IRE: “এই দুর্ধর্ষ ফর্মটাই ধরে….”, টানা দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের পর টিম ইন্ডিয়াকে নিয়ে উদ্বেল টুইটার !!