ipl-vaughan-slam-rcb-and-defend-dhoni

IPL 2024: আইপিএলের (IPL) আঙিনায় এক ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থাকলো গতকালের চিন্নাস্বামী। মুখোমুখি হয়েছিলো বেঙ্গালুরু (RCB) ও চেন্নাই (CSK)। শেষ চারে যেতে চেন্নাইয়ের দরকার ছিলো অন্তত এক পয়েন্ট। হারলেও রাস্তা খোলা থাকতে তাদের কাছে। অন্যদিকে বেঙ্গালুরুকে জিততে হত অন্তত ১৮ রানের ব্যবধানে। অথবা ১৮.১ ওভারে তাড়া করতে হত ২০০ রান। গাণিতিক জটিলতা এর আগে বহুবার পথ আটকেছে বেঙ্গালুরুর। কিন্তু এবার যেন আলাদা আরসিবি’কে দেখা যাচ্ছে মাঠে। আইপিএলের শুরুটা হতশ্রীভাবে করলেও একটানা আধা ডজন ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে দুর্দান্ত ভাবে প্রত্যাবর্তন ঘটালো তারা। প্রথমে ব্যাটিং করে ২১৮ তোলার পর প্রতিপক্ষকে রুখে দিলো ১৯১ রানে। রুদ্ধশ্বাস ম্যাচে ২৭ রানে জিতে তারা পৌঁছে গেলো শেষ চারে।

প্রতিকূলতার পাহাড় জয় করে প্লে-অফে পৌঁছেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। স্বভাবতই ২০তম ওভারের ষষ্ঠ বলটির পর আনন্দে-উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে উঠেছিলেন দলের ক্রিকেটাররা। ডাগ-আউটে যাঁরা ছিলেন তাঁরা দৌড়ে পৌঁছান মাঠে। জয়ের কারিগরদের সাথে আনন্দে মাতেন অতিরিক্তের তালিকায় থাকা তারকারাও। অসাধ্যসাধনের আনন্দের মাঝে ক্রিকেটীয় সৌজন্য ভুলতে দেখা গেলো বেঙ্গালুরু ক্রিকেটারদের। যা মোটেই পছন্দ করছেন না ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন (Michael Vaughan)। চলতি আইপিএলে (IPL) তিনি রয়েছেন জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের বিশেষজ্ঞ প্যানেলে। খেলা শেষে আরসিবি’কে জয়ের জন্য শুভেচ্ছা জানালেও ক্রিকেটারদের আচরণের কড়া নিন্দা করেন তিনি।

Read More: T20 World Cup: রাতারাতি ভাগ্য বদল রিঙ্কু সিং-এর, এই তারকার জায়গায় খেলতে চলেছেন বিশ্বকাপ !!

হ্যান্ডশেক বিতর্কে উত্তপ্ত চিন্নাস্বামী-

MS Dhoni | IPL 2024 | Image: Getty Images
MS Dhoni | Image: Getty Images

যশ দয়ালের (Yash Dayal) ওভারের পর ক্রিকেটীয় রীতি মেনেই বেঙ্গালুরু (RCB) ক্রিকেটারদের সাথে হাত মেলাতে মাঠে পৌঁছেছিলেন চেন্নাই সুপার কিংস খেলোয়াড়’রা। একদম সামনেই ছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কিন্তু হাত মেলাতে আসেন নি বেঙ্গালুরুর কোনো ক্রিকেটার। তাঁরা নিজেদের মত করে সেলিব্রেশনে মত্ত তখন। কিছুক্ষণ অপেক্ষা করার পর কয়েকজন সাপোর্ট স্টাফের সাথে হাত মিলিয়েই মাঠ ছেড়ে সাজঘরে ফিরে যান ধোনি। বাকিরা অপেক্ষা করছিলেন তখনও। এই ইস্যুতে প্রথম মুখ খোলেন প্রখ্যাত ধারাভাষ্যকার হর্ষ ভোগলে (Harsha Bhogle)। তিনি জানান, “হ্যান্ডশেক আমাদের খেলার একটা গুরুতপ্বূর্ণ অংশ। এটা প্রমাণ করে যে মাঠের লড়াইতে আমরা একে অন্যকে এক ইঞ্চি জমি ছাড়ি নি, কিন্তু এখন বৈরিতা শেষ।”

হর্ষের মতই বেঙ্গালুরু তারকাদের আচরণে চটেছেন ভন (Michael Vaughan)। তিনি পরিষ্কার বলেন, “আমরা জানি না এটাই কিংবদন্তির শেষ ম্যাচ কিনা। ওখানে (আরসিবি খেলোয়াড়দের) সচেতনতা দেখানো উচিৎ ছিলো। আগে হাত মেলানো দরকার ছিলো। তারপর নিজেদের মত করে উদ্‌যাপন করলে বলার কিছু থাকত না।” ইংল্যান্ডের প্রাক্তনী আরও জানান যে ধোনি (MS Dhoni) যখন আউট হয়ে ফিরছিলেন, তখনও তাঁর সাথে হাত মেলাতে পারতেন বেঙ্গালুরু খেলোয়াড়রা। সেলিব্রেশনের মাত্রাতেও রাশ টানা যেত সম্মান দেখিয়ে। নিজের বক্তব্যের সাথে তিনি জুড়ে দেন, “আমি নিশ্চয়ই এমন একজন আরসিবি প্লেয়ার হতে চাইবো না যে আগামীকাল ঘুম থেকে উঠে ভাববে যে আমি মহেন্দ্র সিং ধোনির শেষ ম্যাচে ওনার সাথে হাত মেলাই নি।”

মাঠ ছাড়ছেন ধোনি, দেখুন ভিডিও-

ভবিষ্যত নিয়ে নীরব ধোনি-

MS Dhoni | IPL 2024 | Image: Getty Images
MS Dhoni | Image: Getty Images

গত মরসুমে তাঁকে ভুগিয়েছিলো হাঁটুর সমস্যা। অস্ত্রোপচার করালেও এই আইপিএলে (IPL) সম্পূর্ণ ফুট ছিলেন না ধোনি। দীর্ঘক্ষণ ব্যাটিং-এ সমস্যা হচ্ছে বলেই ম্যাচের শেষ ৩-৪ ওভারে নামতে দেখা গিয়েছিলো তাঁকে। অনেকেই মনে করেছিলেন চিন্নাস্বামীতে হারের পরেই বুঝি বছর ৪২-এর ধোনি (MS Dhoni) প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করে দেবেন। কিন্তু সেই পথে হাঁটেন নি তিনি। ২০২৫-এর আইপিএল’ও খেলবেন? শুরু হয়েছে জল্পনা। গতকালের ম্যাচ শেষের পরেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হতে থাকে ‘ডেফিনিটলি নট।” একসময় অবসর প্রশ্নে ড্যানি মরিসনকে (Danny Morrison) এই শব্দবন্ধই বলেছিলেন ধোনি। আরও একবার তাঁর মুখ থেকে তা শুনতে আগ্রহী ক্রিকেটজনতা।

Also Read: IPL 2024: “এটা ঈশ্বরের অভিপ্রায়…” যশ দয়ালের দুরন্ত প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত রিঙ্কু সিং !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *