ipl-suryakumar-set-to-join-mi-squad
Suryakumar Yadav | Image: Getty Images

IPL 2024: আইপিএলে (IPL) এখনও অবধি বেশ বেকায়দায় মুম্বই ইন্ডিয়ান্স (MI)। পাঁচ বারের চ্যাম্পিয়নরা অভিযান শুরু করেছিলো গুজরাত টাইটান্সের (GT) কাছে হেরে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি ম্যাচে ৬ রানের ব্যবধানে পরাজিত হয় মুম্বই। এবারের আইপিএলে তাদের দ্বিতীয় ম্যাচ ছিলো উপ্পলের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে। সেখানেও খড়ুকুটোর মত উড়ে যান হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা’রা। প্রথমে ব্যাট করতে ২৭৭ রান স্কোরবোর্ডে তুলে দেয় হায়দ্রাবাদ। রান তাড়া করতে নেমে এভারেস্টসম লক্ষ্য টপকে যাওয়া সম্ভব হয় নি মুম্বইয়ের পক্ষে।

টানা দুই অ্যাওয়ে ম্যাচে পরাজয়ের পর ঘরের মাঠ ওয়াংখেড়েতেও দুর্গরক্ষা করতে পারে নি মুম্বই ইন্ডিয়ান্স (MI)। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতা কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য। মাত্র ১২৫ রানে গুটিয়ে গিয়েছিলো ইনিংস। রোহিত (Rohit Sharma), ঈশান, তিলক বর্মা-রান পান নি কেউই। রিয়ান পরাগের অপরাজিত অর্ধশতকে ভর করে সহজেই দুই পয়েন্ট ছিনিয়ে নেয় রাজস্থান। প্লে-অফ যে ক্রমে দূরে সরছে তা বুঝতে পারছেন সমর্থকেরা। অন্ধকারময় পরিস্থিতিতে তাঁদের কাছে আশার আলো হতে পারে ব্যাটিং তারকা সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) প্রত্যাবর্তন।

Read More: IPL 2024: চলতি আইপিএলে বড় পরিবর্তন মুম্বই ইন্ডিয়ান্সে, হার্দিককে সরিয়ে আবার অধিনায়ক রোহিত শর্মা !!

ফিরছেন সূর্যকুমার, হাল ফিরবে ব্যাটিং-এর?

Suryakumar Yadav | IPL 2024 | Image: Twitter
Suryakumar Yadav | Image: Twitter

এই মুহূর্তে টি-২০ ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার নিঃসন্দেহে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। অনন্য ব্যাটিং শৈলীর কারণে ‘মিস্টার ৩৬০’ উপাধি নিজের করে নিয়েছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্স মিডল অর্ডারের সবচেয়ে বড় ভরসা সূর্যকুমারই। মরসুমের প্রথম তিন ম্যাচে খেলতে পারেন নি তারকা ব্যাটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হয়ে টি-২০ খেলার সময় গোড়ালিতে চোট লাগে তাঁর। ১৪ ডিসেম্বরের পর থেকে তাই মাঠের বাইরেই ছিলেন সূর্য (Suryakumar Yadav)। অস্ত্রোপচারের পর বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) চলেছে তাঁর রিহ্যাব। আইপিএল শুরুর আগে ফিটনেস টেস্টে পাস করতে পারেন নি তিনি। তাই মাঠে নামতে বাড়তি কিছু সপ্তাহ অপেক্ষা করতে হয়েছে তাঁকে।

গত কয়েক সপ্তাহ ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ঘাম ছড়িয়েছেন সূর্য (Suryakumar Yadav)। জানা গিয়েছিলো যে ব্যাটিং অনুশীলনের চেয়ে ফিটনেস অনুশীলনেই বেশী জোর দিয়েছিলেন তিনি। বিশেষ নজর ছিলো স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং-এর উপর। অবশেষে মিলেছে সুসংবাদ। সংবাদমাধ্যম সূত্রে খবর যে চিকিৎসকদের কাছ থেকে সবুজ সংকেত পেয়ে গিয়েছেন সূর্যকুমার (Suryakumar Yadav)। ক্রিকবাজ জানাচ্ছে যে আগামীকাল অর্থাৎ শুক্রবারই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিতে চলেছেন তিনি। আসন্ন রবিবার অর্থাৎ ৭ তারিখ ওয়াংখেড়েতেই দিল্লী ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে ম্যাচ রয়েছে মুম্বইয়ের। সেখানে তাঁকে দেখা যেতে পারে। যদি দিন তিনেকের মধ্যে ম্যাচ ফিট হয়ে না ওঠেন সূর্য, সেক্ষেত্রে ১১ তারিখ বেঙ্গালুরু ম্যাচ দিয়ে আইপিএলে (IPL) ফিরবেন তিনি।

Also Read: IPL 2024: রোহিত-মুম্বই বিচ্ছেদে পড়লো সিলমোহর, সঙ্কটের মুখে ‘ক্যাপ্টেন’ হার্দিকের ভবিষ্যৎ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *