ipl-2024-rohit-and-mi-to-part-ways

IPL 2024: ২০২৪ সালের আইপিএলে (IPL) চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি। গত নভেম্বর মাস থেকেই বিতর্কের কালো মেঘ ঘনাতে শুরু করেছিলো পাঁচ বারের চ্যাম্পিয়নদের ঘিরে। ট্রেডিং উইন্ডো ব্যবহার করে শেষ মুহূর্তে তারা গুজরাত টাইটান্স থেকে দলে ফিরিয়েছিলো হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। তারকা অলরাউন্ডারের প্রত্যাবর্তনের পর কোন পথে এগোবে মুম্বই পল্টন তা নিয়ে ঔৎসুক্য ছিলো ক্রিকেটজনতার মধ্যে। ১৩ ডিসেম্বর আচমকাই পাঁচ বারের ট্রফিজয়ী অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে হার্দিকের নাম নেতা হিসেবে ঘোষিত হলে সমস্যা গভীরতর হয় মুম্বইয়ের জন্য।

রোহিতের (Rohit Sharma) বদলে নতুন অধিনায়ককে মানতে পারছিলেন না সমর্থকদের একটা বড় অংশ। সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়ে বিক্ষোভের ঝড়। ডিসেম্বর অবধি ইনস্টাগ্রামে জনপ্রিয়তম ফ্র্যাঞ্চাইজি ছিলো মুম্বই। ঝড়ের গতিতে ফলোয়ার হারাতে থাকে তারা। নেমে যায় তিন নম্বরে। সাজঘরের মধ্যেও এই সিদ্ধান্ত নিয়ে যে অসন্তোষ রয়েছে তা স্পষ্ট হয় জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), সূর্যকুমার যাদবদের ইঙ্গিতবাহী সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। বিতর্ক’কে খানিক ব্যাকসিটে রেখে মুম্বই শিবির আইপিএলের রণাঙ্গনে নামলেও তাদের হতশ্রী পারফর্ম্যান্স অশান্তির আগুন উস্কে দিয়েছে আরও।

Read More: IPL 2024: ঈশান্তের ‘ম্যাজিক’ ডেলিভারিতে ধরাশায়ী রাসেল, অভিজ্ঞ পেসারকে কুর্নিশ ক্রিকেটজনতার !!

মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ছেন রোহিত শর্মা-

Rohit Sharma and Hardik Pandya | IPL 2024 | Image: Getty Images
Rohit Sharma and Hardik Pandya | IPL 2024 | Image: Getty Images

২০১১ সালে ডেকান চার্জার্স ছেড়ে রোহিত শর্মা (Rohit Sharma) নাম লিখিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স (MI) শিবিরে। তারপর থেকে মুকেশ আম্বানির দলেই রয়েছেন তিনি। ২০১৩ সালে মরসুমের মাঝপথে রিকি পন্টিং সরে দাঁড়ানোয় অধিনায়কত্ব পান তিনি। এরপর দশ বছরে দলকে জিতিয়েছেন পাঁচ ট্রফি। সুখের সংসারে ভাঙনের সূত্রপাত ডিসেম্বরে হার্দিকের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়ার পরেই। আচমকা অপসারিত হওয়ার পর কোনো প্রতিক্রিয়া সংবাদমাধ্যম বা সমাজমাধ্যমে দেন নি তিনি। কিন্তু ঘনিষ্ঠমহল সূত্রে খবর যে বেশ অসন্তুষ্ট তিনি।

রোহিত প্রকাশ্যে কিছু না বললেও চুপ থাকেন নি তাঁর স্ত্রী ঋতিকা সাজদেহ (Ritika Sajdeh)। দক্ষিণ আফ্রিকায় একটি পডকাস্ট অনুষ্ঠানে মুম্বই ইন্ডিয়ান্স কোচ মার্ক বাউচার রোহিতকে সরানো নিয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন। ইন্সটাগ্রামে তাঁর তীব্র প্রতিবাদ করেন ঋতিকা। এই সমস্যা যে মেটার নয়, তার প্রমাণ আইপিএলের মাঠেও মিলেছে ইতিমধ্যে। হার্দিকের (Hardik Pandya) ফিল্ডিং পরিবর্তন, বোলিং পরিবর্তনের মত নানা সিদ্ধান্তে অখুশি দেখিয়েছে রোহিতকে। মাঠে উত্তেজিত কথার লড়াইও দেখা গিয়েছে দুজনের। আগামী বছর রয়েছে মেগা নিলাম। সংবাদমাধ্যম নিউজ ২৪ স্পোর্টস জানাচ্ছে যে আর মুম্বইতে থাকতে চান না রোহিত। দল ছেড়ে তিনি নাম লেখাতে পারেন মেগা নিলামেই।

সংক্ষিপ্ত হতে পারে হার্দিকের নেতৃত্ব অধ্যায়-

Hardik Pandya | IPL 2024 | Image: Getty Images
Hardik Pandya | IPL 2024 | Image: Getty Images

মুম্বই ইন্ডিয়ান্সে ২০১৫ সালে আইপিএলে (IPL) পথচলা শুরু হয়েছিলো হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। ২০২২ সালে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে গুজরাত টাইটান্সের নাম নথিভুক্ত হলে মুম্বই ছেড়ে সেখানে পাড়ি জমিয়েছিলেন হার্দিক। পেয়েছিলেন অধিনায়কত্ব। নেতা হিসেবে প্রথম মরসুমেই ট্রফি জিতে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। আইপিএলের (IPL) পারফর্ম্যান্সই জাতীয় দলেও ভবিষ্যতের অধিনায়ক হিসেবে নির্বাচকদের রেডারে এনে ফেলে তাঁকে। রোহিত শর্মা’র অনুপস্থিতিতে একাধিক টি-২০ সিরিজে তাঁকে অধিনায়কের দায়িত্বও দেওয়া হয়। একমাত্র ওয়েস্ট ইন্ডিজ ছাড়া সব সিরিজেই দেশকে জিতিয়েছেন ক্যাপ্টেন হার্দিক।

২০২৪ মরসুমের আগে দল বদলে ফের মুম্বইতে ফিরেছেন তারকা অলরাউন্ডার। এবার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের মুকুটও উঠেছে তাঁর মাথায়। কিন্তু পুরনো দলে দ্বিতীয় ইনিংসের শুরুটা মোটেই আশানুরূপ হয় নি তাঁর। প্রথম ম্যাচে হারতে হয়েছে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। এরপর দ্বিতীয় ম্যাচে উপ্পলের মাঠে মুম্বই বোলিং নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ বোলাররা। তুলে নিয়েছে রেকর্ড রান। হারতে হয়েছে সেই ম্যাচে। ঘরের মাঠ ওয়াংখেড়েতেও মুম্বইকে হেলায় হারিয়ে দিয়ে গিয়েছে রাজস্থান রয়্যালস। নিউজ ২৪ স্পোর্টস জানাচ্ছে যে আর দুটি ম্যাচ হার্দিককে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। দলকে তার মধ্যে সাফল্য এনে দিতে না পারলে মাঝ মরসুমেই হয়ত নেতা বদলের পথে হাঁটবে তারা। ফের রোহিতকেই অধিনায়ক করা হয়, নাকি নেতা হন অন্য কেউ, নজর থাকবে সেইদিকে।

Also Read: IPL 2024: ধ্বংসলীলা সুনীল নারাইনের ব্যাটে, দিল্লী’র বিরুদ্ধে রানের পাহাড় নাইট রাইডার্সের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *