IPL 2024: এক অবিশ্বাস্য ফাইনালের সাক্ষী থাকলো গতকালের চিপক। আগাগোড়া প্রতিপক্ষ সানরাইজার্সকে মাথা তুলে দাঁড়াতে না দিয়েই আইপিএল (IPL) জিতে নিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। এই নিয়ে সতেরোতম আইপিএল আয়োজন করলো বিসিসিআই। কিন্তু এত একপেশে ফাইনালের আগে কখনও দেখা গিয়েছে বলে মনে করতে পারছে না ক্রিকেটজনতা। পরিসংখ্যান বলছে যে এর আগেও ৮ উইকেটের ব্যবধানে খেতাব জয়ের রেকর্ড রয়েছে। ২০১৮ সালে এই সানরাইজার্সকে (SRH) ৮ উইকেটে হারিয়েই ট্রফি ঘরে তুলেছিলো চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু তখনও ৫৭ বল আগেই ম্যাচ শেষ হয়ে যায় নি। গতকালের ফাইনালে কলকাতার দাপট পরিষ্কার হবে একটি তথ্যের দিকে চোখ রাখলেন। প্রতিপক্ষের ছুঁড়ে দেওয়া লক্ষ্যমাত্রা শ্রেয়সরা ছুঁয়েছেন ৭২ মিনিটে। আর জয়ের পর ট্রফি হাতে নিতে তাদের সময় লেগেছে ৯০ মিনিট।
টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন হায়দ্রাবাদ অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। স্যুইং-কে কাজে লাগিয়ে লাল মাটির পিচে ঝড় তোলেন নাইট পেসাররা। স্টার্ক (Mitchell Starc), বৈভব আরোরা, হর্ষিত রাণা, আন্দ্রে রাসেল-সফল সকলেই। উইকেট পান স্পিনার সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীও। ১৮.৩ ওভারে ১১৩ রানে গুটিয়ে গিয়েছিলো সানরাইজার্স (SRH)। রান তাড়া করতে নেমে ওপেনার সুনীল নারাইনকে শুরুতেই হারিয়েছিলো কলকাতা। কিন্তু রহমানুল্লাহ গুরবাজ ও ভেঙ্কটেশ আইয়ারের ব্যাট জয়ের পথ সুগম করে তাদের। শেষবেলায় গুরবাজ ফিরলেও অপরাজিত অর্ধশতক করে দলকে সাফল্য এনে দেন ভেঙ্কটেশ (Venkatesh Iyer)। তাঁর সঙ্গী হন শ্রেয়স আইয়ার। ২০১৪’র পর ২০২৪-দশ বছর ট্রফি ফিরলো ‘সিটি অফ জয়’-এ। জয় নিশ্চিত হতেই আনন্দে আত্মহারা হলেন দলমালিক শাহরুখ খান (Shah Rukh Khan)।
Read More: IPL 2024 Awards Ceremony: মরশুমের সেরা প্লেয়ার হলেন সুনীল নারিন, অরেঞ্জ ক্যাপ জিতলেন কিং কোহলি, এক নজরে চিনে নিন অ্যাওয়ার্ড বিজেতাদের !!
হর্ষিতের ‘ফ্লাইং কিস’ নকল করলেন শাহরুখ-
দিনকয়েক আগেই আহমেদাবাদে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন কলকাতা নাইট রাইডার্স (KKR) মালিক শাহরুখ খান (Shah Rukh Khan)। বলিউড কিংবদন্তি হিট স্ট্রোকে আক্রান্ত হন, ছিলো ডিহাইড্রেশন’ও। তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিলো। কিন্তু শারীরিক সকল বাধাবিপত্তি কাটিয়ে ফাইনালে স্বমহিমায় মাঠে ফিরলেন তিনি। খেলা যতক্ষণ চললো, তাঁকে দেখা গেলো গ্যালারিতে। দলের সাফল্য চুটিয়ে উপভোগ করছিলেন স্ত্রী গৌরি, কন্যা সুহানাদের সাথে। আর ৫৭ বল বাকি থাকতেই নাইটরা (KKR) ট্রফি জিতে নিতেই আবেগ বাঁধ ভাঙে তাঁর। গ্যালারি থেকে সটান হাজির হন মাঠে। নাইট রাইডার্স ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফ-প্রত্যেককে জড়িয়ে ধরেন তিনি, অনেকের কপালে এঁকে দেন স্নেহের চুম্বন।
কলকাতা শিবিরের তরুণ তুর্কি হর্ষিত রাণা’র (Harshit Rana) সাথে শাহরুখ খানের সেলিব্রেশন বেশ ভাইরাল হয়েছে। এই মরসুমে অসামান্য বোলিং করেছেন রাণা। নিয়েছেন ১৮ উইকেট। কিন্তু একই সাথে জড়িয়েছিলেন বিতর্কেও। দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে উইকেট নেওয়ার পর ব্যাটারের উদ্দেশ্যে ‘ফ্লাইং কিস’ ছুঁড়েছিলেন তিনি। সেই ‘অপরাধে’ তাঁর ১০০ শতাংশ ম্যাচ ফি জরিমানা হয়, একই সাথে তিনি নির্বাসিত হন এক ম্যাচের জন্য। অনেকেরই মনে হয়েছিলো লঘু পাপে গুরুদণ্ড পেলেন হর্ষিত (Harshit Rana)। গতকাল ট্রফি জয়ের পর সম্ভবত সেই কথাই আরও একবার মনে করিয়ে দিলেন শাহরুখ (Shah Rukh Khan)। প্রথমে তিনি জড়িয়ে ধরেন হর্ষিতকে। তারপর ক্যামেরার দিকে ফিরে ছুঁড়ে দেন ‘ফ্লাইং কিস।’ নবাগত ক্রিকেটারের পাশে দলমালিক দাঁড়ানোয় উচ্ছ্বসিত ক্রিকেটমহল। কেকেআরের ট্রফি সেলিব্রেশনেও গতকাল জায়গা করে নিয়েছিলো ফ্লাইং কিস।
দেখে নিন শাহরুখের ফ্লাইং কিস-এর ভিডিও-
Shah Rukh Khan giving flying kiss with Harshit Rana along with him. 😄👌 pic.twitter.com/ZEYa6SP7ko
— Johns. (@CricCrazyJohns) May 26, 2024