ipl-srh-vs-pbks-toss-report-in-bengali

IPL 2024: উপ্পলের বাইশ গজে আজ মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও পাঞ্জাব কিংস (SRH vs PBKS)। গতকালের বেঙ্গালুরু বনাম চেন্নাই ম্যাচের রেশ কাটিয়ে ওঠার আগেই আরও একটি জমজমাট টি-২০ ম্যাচ উপভোগ করার সুযোগ থাকছে আইপিএল (IPL) অনুরাগীদের জন্য। ১৩ ম্যাচে ১৫ পয়েন্টে থাকা সানরাইজার্স (SRH) ইতিমধ্যে পৌঁছে গিয়েছে প্লে-অফে। আজ পাঞ্জাবকে হারাতে পারলে তাদের সামনে থাকছে ১৭ পয়েন্টে পৌঁছানোর সুযোগ। সন্ধ্যের ম্যাচে যদি রাজস্থান পরাজিত হয় তাহলে দ্বিতীয় স্থানে আইপিএলের লীগ পর্ব শেষ করতে পারবেন প্যাট কামিন্সরা। যা ফাইনালের রাস্তায় একটি অতিরিক্ত সুযোগ এনে দেবে হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজিকে। সেই কথা মাথায় রেখেই আজ জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপাবে হোম টিম। ছিটকে যাওয়া পাঞ্জাব (PBKS) মাঠে নামবে মানরক্ষার জন্য। ২ পয়েন্ট লক্ষ্য তাদেরও।

Read More: IPL 2024: ধোনির জন্যই প্লে-অফে RCB, ম্যাচ শেষে ফাঁস করলেন দীনেশ কার্তিক !!

IPL ম্যাচের সময়সূচি-

সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) বনাম পাঞ্জাব কিংস (PBKS)

ম্যাচ নং- ৬৯

তারিখ- ১৯/০৫/২০২৪

ভেন্যু- রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

Hyderabad Pitch and Weather (পিচ ও আবহাওয়া রিপোর্ট)-

Rajiv Gandhi International Cricket Stadium | SRH vs PBKS | Image: Twitter
Rajiv Gandhi International Cricket Stadium | Image: Twitter

রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ মরসুমের শেষ আইপিএল (IPL)ম্যাচ। মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও পাঞ্জাব কিংস (SRH vs PBKS)। এই মাঠে চলতি মরসুমে প্রত্যেক ম্যাচেই ধুন্ধুমার সব ইনিংস দেখা গিয়েছে। আজও বড় রানের ইমারত দেখা যাবে বলেই মনে করছেন ক্রিকেটবোদ্ধারা। এখানে বাইশ গজ ব্যাটিংবান্ধব হওয়ারই সম্ভাবনা। পরিসংখ্যান বলছে উপ্পলের মাঠে আয়োজিত ৭৭টি আইপিএল ম্যাচের মধ্যে ৩৪টিতে প্রথম ব্যাটিং করে মিলেছে জয়। ৪২টিতে রান তাড়া করে এসেছে সাফল্য। ১টি ম্যাচ থেকেছে অমীমাংসিত।

দিনকয়েক আগেই সানরাইজার্স বনাম গুজরাত টাইটান্স ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে হিয়েছিলো হায়দ্রাবাদে। আজ প্যাট কামিন্সদের শেষ লীগ ম্যাচে আবহাওয়া কেমন থাকে, নজর রয়েছে সেইদিকে। হাওয়া অফিস জানাচ্ছে নিজামের শহরে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৩ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৬ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। এছাড়া বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৭ শতাংশ থাকার সম্ভাবনা। খেলা চলাকালীন বায়ুপ্রবাহের গতি থাকতে পারে ৫ কিলোমিটার প্রতি ঘন্টা। ৭১ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও। যা চিন্তা বাড়িয়েছে ক্রিকেটপ্রেমীদের।

দুই দলের প্রথম একাদশ-

SRH vs PBKS | Image: Getty Images
SRH vs PBKS | Image: Getty Images

সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)-

অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, রাহুল ত্রিপাঠী, হেনরিখ ক্লাসেন ✈(উইকেটরক্ষক),  শাহবাজ আহমেদ, আব্দুল সামাদ, সানভীর সিং, প্যাট কামিন্স ✈(অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, বিজয়কান্ত বিয়াসকান্ত, টি.নটরাজন।

বিকল্প- ওয়াশিংটন সুন্দর, উমরান মালিক, গ্লেন ফিলিপস ✈,  জয়দেব উনাদকাট, ট্র্যাভিস হেড ✈।

পাঞ্জাব কিংস (PBKS)-

প্রভসিমরণ সিং, অথর্ব তাইডে, রাইলি রুশো ✈, শশাঙ্ক সিং, জিতেশ শর্মা (অধিনায়ক/উইকেটরক্ষক), শিবম সিং, আশুতোষ শর্মা, হরপ্রীত ব্রার, ঋষি ধাওয়ান, হর্ষল প্যাটেল, রাহুল চাহার, ।

বিকল্প- তনয় ত্যাগরাজন, প্রিন্স চৌধুরী, বিদ্ব্যাৎ কাভেরাপ্পা, হরপ্রীত ভাটিয়া, আর্শদীপ সিং ।

টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

Pat Cummins and Jitesh Sharma | SRH vs PBKS | Image: Twitter
Pat Cummins and Jitesh Sharma | Image: Twitter

প্যাট কামিন্স-

এই মরসুমে সমর্থকেরা দুর্দান্ত ছিলেন। আমরা ব্যাটিং-বোলিং দুইয়ের জন্যই তৈরি। আমি উইকেট দেখে একদমই তেমন কিছু বুঝি না। তবে দেখে তো ভালোই লাগছে। বেশ শুকনো আর শক্ত মনে হচ্ছে। আমাদের দলে একটা বদল থাকছে। রাহুল ত্রিপাঠী খেলছে একজন বোলারের জায়গায়।

জিতেশ শর্মা-

আমরা প্রথমে ব্যাটিং করবো। উইকেট দেখে ভালোই লাগছে। আমরা বড় রান তুলে এসআরএইচকে চাপে ফেলতে চাই। অধিনায়কত্বের সুযোগ পেয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ। আমাদের হাতে বিশেষ বিকল্প নেই। রাইলি রুশো ছাড়া সব বিদেশীই দেশে ফিরে গিয়েছে। আমাদের দলে একঝাঁক দুর্দান্ত প্রতিভা রয়েছে। তাদের সামনে আজ নিজেদের মেলে ধরার সুযোগ থাকছে। আমাদের কিছু হারানোর নেই। ভালো ক্রিকেট খেলতে এখানে এসেছি।

SRH vs PBKS, টস রিপোর্ট-

রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নিলো পাঞ্জাব কিংস।

Also Read: IPL 2024: দল অসাধ্যসাধন করতেই আবেগে ভাসলেন বিরাট, ‘কিং’ কোহলির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *