মিটলো না সৌরভ-শাহরুখের মনোমালিন্য, ঘরের দল 'KKR' চ্যাম্পিয়ন হলেও দিলেন না শুভেচ্ছাবার্তা !! 1

আইপিএলের (IPL) রঙ রেগুনি ও সোনালী। দীর্ঘ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদকে (SRH) হারিয়ে ট্রফি হাতে তিলে নিলো কলকাতা (KKR) ফ্র্যাঞ্চাইজি। এর আগে ফাইনালে দুর্দান্ত রেকর্ড ছিলো প্যাট কামিন্সের (Pat Cummins)। অধিনায়ক হিসেবে তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপ জিতেছিলেন। কিন্তু জাতীয় দলের সাফল্য ধরে রাখতে পারলেন না ফ্র্যাঞ্চাইজির জার্সিতে। গোটা মরসুম ভালো ক্রিকেট খেলে এসেছিলো হায়দ্রাবাদ। কিন্তু নাইটদের বিক্রমের সামনে হতে হলো ধরাশায়ী। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৮ উইকেটে হারিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করেছিলো কলকাতা। খেতাবী যুদ্ধেও ব্যবধান বদলাতে দিলেন না শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer)। সেই ৮ উইকেটে জিতেই হাতে তুললেন ট্রফি।

স্টার্ক, বৈভব আরোরা, হর্ষিত রাণা, আন্দ্রে রাসেলদের দাপটে ১৮.৩ ওভারে ১১৩ রানে গুটিয়ে গিয়েছিলো হায়দ্রাবাদের (SRH) ইনিংস। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়ে বেকায়দায় পড়েছিলো তারা। এরপর রান তাড়া করতে নেমে মাত্র ১০.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। অপরাজিত অর্ধশতক করেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। আহমেদাবাদে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন নাইট রাইডার্স মালিক শাহরুখ খান (Shah Rukh Khan)। কিন্তু শারীরিক অসুস্থতার পরোয়া না করেই রবিবার তিনি হাজির ছিলেন চেন্নাইয়ের মাঠে। দল জিততেই উচ্ছ্বাসে ভাসতে দেখা গেলো তাঁকে। মাঠে নেমে ক্রিকেটারদের জড়িয়ে ধরেন তিনি। কপালে এঁকে দেন স্নেহচুম্বন। কেকেআরের জয়ে আনন্দে মাততে দেখা যায় বলিউড ও ক্রিকেটজগতের আরও অনেককে। এই আবহের মাঝে তাল কেটেছে কেবল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) শুভেচ্ছা বার্তা না আসায়।

Read More: IPL শেষ হতেই গ্রাউন্ড ম্যানদের মালামাল করলেন জয় শাহ, দিলেন লাখ লাখ টাকা উপহার !!

KKR-সৌরভ সম্পর্কের শৈত্য অব্যাহত-

Shah Rukh Khan and Sourav Ganguly | IPL | Image: Getty Images
Shah Rukh Khan and Sourav Ganguly | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স আইপিএল (IPL) জেতার পর উৎসবের আমেজ দেশের ক্রিকেটমহলে। যেভাবে আগাগোড়া দাপট ধরে রেখে টুর্নামেন্টে সেরার শিরোপা জিতেছে বেগুনি-সোনালী বাহিনী, তাকে আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা পারফর্ম্যান্সের তকমা দিতে বিন্দুমাত্র দ্বিধা করছেন না বিশেষজ্ঞরা। রবিবারের জয়ের পর ইরফান পাঠান (Irfan Pathan) ট্যুইটবার্তায় লেখেন, “এটা আইপিএল ফাইনালের ইতিহাসে রান তাড়া করে সবচেয়ে বড় জয়। শুভেচ্ছা কেকেআর।” চুপ থাকেন নি শচীন তেন্ডুলকর’ও (Sachin Tendulkar)। দীর্ঘ ট্যুইটার পোস্টে তিনি লেখেন, “কি দুর্দান্ত ধারাবাহিক পারফর্ম্যান্স কেকেআর। ওদের ব্যাটাররা দুর্দান্তভাবে শুরু করেছিলো টুর্নামেন্ট’টা। আর শেষলগ্নে মঞ্চ মাতালো বোলাররা। পরপর উইকেট নিয়ে রান তাড়া করা সহজ করে দিলো।” এই শুভেচ্ছার ভীড়ে ব্যতিক্রম কেবল ‘প্রিন্স অফ ক্যালকাটা।’ নিজের শহরের জয়ে চুপ তিনি।

নাইটদের জয়ের পর কেটে গিয়েছে দুই দিন। এখনও পর্যন্ত বেগুনি-সোনালী বাহিনীকে শুভেচ্ছা জানিয়ে একটিও সোশ্যাল মিডিয়া পোস্ট করেন নি তিনি। সৌরভের (Sourav Ganguly) মৌনতার পিছনে কেকেআর ফ্র্যাঞ্চাইজির সাথে তাঁর মানসিক দূরত্বকেই কারণ ঠাওরাচ্ছেন অনেকে। ২০০৯ সালে তাঁকে সরানো হয়েছিলো অধিনায়কত্ব থেকে। ২০১১ মরসুমে নাইট রাইডার্স রিলিজ করে দিয়েছিলো তাঁকে। পরেও সৌরভ-শাহরুখের সাক্ষাতে শৈত্য অনুভব করেছে ক্রিকেটমহল। সেই অভিমান থেকেই চুপ রয়েছেন তিনি। মত অনেকের। বর্তমানে দিল্লী ক্যাপিটালসের ক্রিকেট অপারেশনস-এর ডায়রেক্টর তিনি। সেই পেশাদার বাধ্যবাধকতা থেকেও সৌরভের পক্ষে নাইটদের শুভেচ্ছা জানানো কঠিন বলে মনে করছেন অনেকে। তবে দিল্লী দলের পক্ষে সোশ্যাল মিডিয়া পোস্ট করে শুভেচ্ছা জানানো হয়েছে কেকেআর-কে। তাই সেই যুক্তি ধোপে টিকছে না বিশেষ।

Also Read: গৌতম গম্ভীর নয় বরং KKR’এর তৃতীয় ট্রফি জয়ের নেপথ্যে রয়েছেন এই কিংবদন্তির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *