ipl-sanju-riyan-propel-rr-to-big-total

IPL 2024: চলতি আইপিএলে (IPL) একমাত্র অপরাজিত দল এখন রাজস্থান রয়্যালস। চার ম্যাচ খেলে চারটিতেই জিতেছে তারা। আট পয়েন্ট নিয়ে রয়েছে লীগ তালিকার শীর্ষস্থানে। আজ টানা পঞ্চম ম্যাচে জয়ের ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জ তাদের সামনে। ঘরের মাঠে দুই পয়েন্ট-এর লক্ষ্যে মাঠে নেমেছেন সঞ্জু স্যামসন’রা। প্রতিপক্ষ গুজরাত টাইটান্স। টানা দুই ম্যাচে হেরে বেশ বেকায়দায় ২০২২-এর চ্যাম্পিয়নরা। পাঁচ ম্যাচ খেলে শুভমান গিলদের পয়েন্ট সংখ্যা এখন চার। তারা রয়েছে সাত নম্বরে। প্লে-অফের লড়াইতে টিকে থাকতে হলে আজ রাজস্থানের বিরুদ্ধে জয় পাওয়া অত্যন্ত প্রয়োজনীয় গুজরাতের জন্য।

টসে জিতে প্রথমে বোলিং বেছে নেন গুজরাত টাইটান্স অধিনায়ক শুভমান গিল। আজও রান পান নি যশস্বী জয়সওয়াল। গত ম্যাচে শতরান করে বেঙ্গালুরুর বিরুদ্ধে রাজস্থানকে জয় এনে দিয়েছিলেন জস বাটলার। ইংল্যান্ড তারকার ভাগ্যে আজ ফের জুটলো ব্যর্থতাই। পাওয়ার প্লে’তে জোড়া উইকেট তুলে নিয়ে চাপ বাড়ানোর চেষ্টা করেছিলেন গুজরাত বোলাররা। কিন্তু উমেশ, মোহিত, স্পেন্সার জনসনদের বিরুদ্ধে রুখে দাঁড়ান রিয়ান পরাগ ও সঞ্জু স্যামসন। অসমের রিয়ান এবার চমকপ্রদ ফর্মে রয়েছেন। ধারাবাহিকতা বজায় রাখলেন আজও। করলেন অর্ধশতক। মরসুমে তৃতীয়বার পঞ্চাশের গণ্ডী পেরোলেন সঞ্জু স্যামসন’ও। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৯৬ রানে থামে রাজস্থানের ইনিংস।

Read More: IPL 2024: দল রয়েছে সঙ্কটে, অনুশীলনে ফুরফুরে মেজাজেই পাওয়া গেলো বিরাট কোহলিকে !!

যশস্বীর খারাপ সময় চলছেই, ব্যর্থ বাটলার’ও-

Jos Buttler | IPL 2024 | Image: Getty Images
Jos Buttler | IPL 2024 | Image: Getty Images

ভারত বনাম ইংল্যান্ড সিরিজে ব্যাট হাতে অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছেছিলেন যশস্বী জয়সওয়াল। এক টেস্ট সিরিজে সর্বোচ্চ রান করা ভারতীয় হিসেবে নতুন রেকর্ড গড়েছিলেন। পিছনে ফেলেছিলেন বিরাট কোহলির মত মহাতারকাকে। কিন্তু টেস্টের সেই ফর্ম আইপিএলে ধরে রাখতে পারেন নি তিনি। মুম্বইয়ের তরুণ বাম হাতি ওপেনার চলতি টুর্নামেন্টে এখনও অবধি খেলেছেন পাঁচটি ম্যাচ। একটিতেও উল্লেখযোগ্য রান পান নি তিনি। আজ সময় নিয়ে ইনিংসকে গড়তে চেয়েছিলেন। কিন্তু তাও ছন্দ খুঁজে পেলেন না। ১৮ বল খেলে ২৪ রান করে ফিরতেই হলো সাজঘরে। উমেশ যাদবের বলে উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের দস্তানায় ধরা পড়েন তিনি। টি-২০ বিশ্বকাপের আগে চাপ বাড়লো তাঁর উপর।

প্রথম কয়েকটি ম্যাচে শান্ত থাকার পর বেঙ্গালুরুর বিরুদ্ধে জ্বলে উঠেছিলো জস বাটলারের ব্যাট। ইংল্যান্ড তারকা মহম্মদ সিরাজ, যশ দয়ালদের বিরুদ্ধে ৫৮ বলে ১০০* করে সহজ জয় এনে দিয়েছিলেন রাজস্থান রয়্যালসকে। অফ অর্মের গেরো বুঝি কাটলো, মনে করেছিলেন অনুরাগীরা। কিন্তু আজ ফের জড়তা দেখা গেলো তাঁর ব্যাটিং-এ। তাঁকে চাপে ফেলতে পাওয়ার প্লে’তেই রশিদ খানের হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক শুভমান। আফগান স্পিন তারকার ঘূর্ণির মোকাবিলা করতে পারলেন না বাটলার। রাহুল তেওয়াটিয়ার হাতে ক্যাচ তুলে দেন। আজ তাঁর সংগ্রহ ১০ বলে কেবল ৮ রান। ৪২ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসেছিলো রয়্যালসরা।

সঞ্জু-রিয়ান যুগলবন্দী জয়পুরের মাঠে-

Riyan Parag | IPL 2024 | Image: Getty Images
Riyan Parag | IPL 2024 | Image: Getty Images

খুব সম্ভবত এপ্রিল মাসের শেষ সপ্তাহে বা মে মাসের শুরুর দিকে টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষিত হবে। উইকেটরক্ষক হিসেবে কে সুযোগ পেতে পারেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। দৌড়ে রয়েছেন অনেকে। তাঁদের মধ্যে আলাদা করে নিজের জায়গা করে নিচ্ছেন কেরলের সঞ্জু স্যামসন। দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। প্রথম ম্যাচে লক্ষ্ণৌর বিরুদ্ধে করেছিলেন অপরাজিত ৮২ রান। গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও তাঁর ব্যাট থেকে এসেছিলো ৬৯ রানের ইনিংস। আজ মরসুমের তৃতীয় অর্ধশতক করলেন তিনি। ৭ চার ও ২ ছক্কার সাহায্যে করলেন ৩৮ বলে ৬৮* রান। দুর্দান্ত জুটি গড়ে দলকে দাঁড় করালেন শক্ত ভিতের উপরে। কমলা টুপির তালিকায় উঠে এলেন তৃতীয় স্থানে।

এই আইপিএলে যেন বদলে গিয়েছেন অসমের রিয়ান পরাগ। গত বছর ৭ ম্যাচ খেলে ১৩.০০ গড়ে করেছিলেন ৭৮ রান। এবার তাঁর ব্যাটেই রানের বন্যা। এর আগেও দিল্লী ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চমৎকার ইনিংস খেলেছিলেন। আজও গুজরাত বোলিং-এর ধার ভোঁতা করতে বড় ভূমিকা নিলেন ২২ বছরের তরুণ। আগ্রাসী ভঙ্গিমায় ব্যাটিং করতে দেখা গেলো তাঁকে। স্পিন হোক বা পেস-গুজরাতের যাবতীয় বোলিং পরিকল্পনার বিরুদ্ধেই সফল রিয়ান। ৩ চার ও ৫ ছক্কার সাহয্যে করলেন ৭৬ রান। স্ট্রাইক রেট ১৫৮.৫৩। সঞ্জুর সাথে গড়েন ১৩০ রানের পার্টনারশিপ। আউট হন মোহিত শর্মা’র বলে। ফিনিশার হিসেবে নেমে শিমরন হেটমায়ার অপরাজিত রইলেন ১৩ রানে।

Also Read: IPL 2024: লখনউ ম্যাচের আগে শক্তি বাড়লো KKR-এর, টিমে এন্ট্রি নিলেন এই তুখোড় ম্যাচ উইনার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *