IPL 2024: গতকাল একানা স্টেডিয়ামে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) মুখোমুখি হয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স (MI)। নিজেদের ফর্মের হতশ্রী দশা কাটিয়ে ওঠা সম্ভব হলো না মুম্বইয়ের পক্ষে। ৪ উইকেটে হেরে এবারের মত সম্ভবত আইপিএল (IPL) প্লে-অফের দৌড় থেকে ছিটকেই যেতে হলো তাদের। টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন লক্ষ্ণৌ অধিনায়ক কে এল রাহুল (KL Rahul)। পাওয়ার প্লে-তেই ব্যাট হাতে বেকায়দায় পড়ে মুম্বই। পরবর্তীতে নেহাল ওয়াধেরা ও ঈশান কিষণের সৌজন্যে তারা পৌঁছায় ১৪৪ রানে। মার্কাস স্টয়নিসের (Marcus Stoinis) অর্ধশতকে ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লক্ষ্ণৌ। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা আপাতত রয়েছে লীগ টেবিলের তৃতীয় স্থানে।
Read More: “কঠিন সময়ে শক্ত…”, আইপিএলে ট্রোলড হওয়া হার্দিকের পাশে দাঁড়ালেন ওয়াসিম জাফর, বাড়ালেন সাহায্যের হাত !!
গতকাল জন্মদিন ছিলো রোহিত শর্মা’র (Rohit Sharma)। মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেন নি। মাত্র ৫ বল খেলে ৪ রান করেই মহসীন খানের বলে ধরা পড়েন অস্ট্রেলীয় অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। এই নিয়ে নিজের জন্মদিনে চার নম্বর বার পাঁচ বল খেলে আউট হলেন তিনি। রান না পেলেও খেলা শেষে জাতীয় দলের প্রাক্তন সতীর্থ অমিত মিশ্রের (Amit Mishra) সাথে খুনসুটি করতে দেখা যায় রোহিতকে (Rohit Sharma)। বরাবরই হাসিমুখি হিটম্যান। জন্মদিনের দিন অমিত মিশ্রের সাথে বয়স নিয়ে আলোচনা করার সময়ও রোহিতকে পাওয়া গেলো ফুরফুরে মুডেই। তাঁদের আলাপচারিতার মাঝে যোগ দেন চলতি আইপিএলের (IPL) ধারাভাষ্য ও সঞ্চালনার দায়িত্বে থাকা মুরলী কার্তিক।
গতকাল ৩৭ বছরে পা দিলেন রোহিত শর্মা। লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের ৪১ বর্ষীয় স্পিনার অমিত মিশ্র সম্ভবত বয়স নিয়ে কথা বলছিলেন মুরলী কার্তিকের সাথে। পাশেই দাঁড়িয়েছিলেন রোহিত। মজার ছলে তিনি বলেন, “কিসের ৪০, কি যাতা বলছ ! তুমি আমার থেকে মাত্র ৩ বছরের বড়?” উত্তরে অমিত মিশ্র বলেন, “আরে ৪১।” তাও যেন বিশ্বাস হচ্ছিলো না রোহিতের। সেখান থেকে চলেই যেতে উদ্যত হন তিনি। ততক্ষণে হেসে ফেলেছেন তারকা লেগস্পিনার। রোহিত পরে বলেন, “আপনি যখন অভিষেক করেন, আমরা তো তখন ন্যাপি পরতাম।” হাসিমুখে অমিত মিশ্রের সরস জিজ্ঞাসা, “এটাও কি আমার দোষ?” শেষ প্রশ্নবাণ ছোঁড়েন রোহিত, “তুমি কি ২০ বছর বয়সে অভিষেক করেছিলে নাকি?’’ সম্মতিসূচক মাথা নাড়েন অমিত মিশ্র। এই ভিডিও সমর্থকদের সাথে ভাগ করে নিয়েছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ফ্র্যাঞ্চাইজি।
দেখে নিন সেই ভিডিওটি-
— Out Of Context Cricket (@GemsOfCricket) May 1, 2024