ipl-rain-to-shatter-rcb-play-off-dream

IPL 2024: এবারের আইপিএলের (IPL) দুই অর্ধে যেন দুই আলাদা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) দেখা গিয়েছে মাঠে। শুরুতে বেশ ম্রিয়মান দেখিয়েছিলো কোহলি, দু প্লেসি, সিরাজদের। হার দিয়ে মরসুম শুরু করেছিলো তারা। দ্বিতীয় ম্যাচে জিতলেও এরপর একের পর এক ম্যাচ হেরে রীতিমত ধুঁকছিলো বেঙ্গালুরু দল। ৮ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ছিলো মাত্র ২। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান ছিলো সকলের নীচে। প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে বেঙ্গালুরু, ভবিষ্যদ্বাণী করেই দিয়েছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু এরপরই যেন সকলকে অবাক করে ঘুরে দাঁড়িয়েছে তারা। অশ্বমেধের ঘোড়া ছুটিয়ে এই মুহূর্তে জায়গা করে নিয়েছে প্লে-অফের আলোচনায়।

২৫ এপ্রিলের সানরাইজার্স (SRH) ম্যাচ দিয়ে প্রত্যাবর্তনের সূচনাটা শুরু হয় রয়্যাল চ্যালেঞ্জার্সের। এরপর তারা দুইবার হারিয়েছে গুজরাত টাইটান্সকে (GT)। একবার হারিয়েছে পাঞ্জাব কিংসকে (PBKS)। আর একবার হারিয়েছে দিল্লী ক্যাপিটালসকে (DC)। টানা পাঁচ জয় তাদের আপাতত পৌঁছে দিয়েছে ১৩ ম্যাচে ১২ পয়েন্টে। বাকি আর মাত্র ১টি ম্যাচ। সমীকরণ বলছে জিতলে এখনও সম্ভব শেষ চারে পৌঁছানো। অঙ্কের হিসেবে সম্ভাবনা ৩৭.৩ শতাংশ। আইপিএলের (IPL) গোড়াতে মুখ থুবড়ে পড়ার পর যেভাবে রকেটের গতিতে এগিয়ে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স, তার তারিফ করছেন ক্রিকেটবোদ্ধারা। অনেকে চমৎকারের অপেক্ষায় প্রহর’ও গুণছেন। মঞ্চ প্রস্তুত থাকলেও কোহলিদের প্লে-অফ অভিযানে বাধা দিতে পারে প্রকৃতি।

Read More: IPL 2024: ‘গম্ভীর’ নন গৌতম, ভক্তের জন্য ‘লভ্ গুরু’ বনলেন নাইট রাইডার্স মেন্টর !!

চোখ রাঙাচ্ছে বৃষ্টি, চিন্তায় বেঙ্গালুরু শিবির-

RCB vs CSK | IPL 2024 | Image: Getty Images
RCB vs CSK | IPL 2024 | Image: Getty Images

১৮ তারিখ অর্থাৎ শনিবার মরসুমের শেষ ম্যাচ খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। এই ম্যাচকে ভার্চুয়াল নক-আউট আখ্যা দিচ্ছেন বিশেষজ্ঞদের অনেকেই। প্লে-অফে যেতে গেলে চেন্নাইকে কেবল জিতলেই হবে। আবার পরাজিত হয়েও শেষ চারে যাওয়ার রাস্তা খোলা থাকছে মহেন্দ্র সিং ধোনিদের (MS Dhoni) জন্য। কিন্তু ২ পয়েন্ট ছাড়া উপায় নেই বেঙ্গালুরুর (RCB)। ম্যাচে কেবল জয় পেলেই হবে না তাদের। জিততে হবে অন্তত ১৮ রানে। অথবা চেন্নাই (CSK) যদি আগে ব্যাটিং করে ২০০ রান তোলে, তাহলে তা তাড়া করতে হবে ১৮.১ ওভারে। এরপর যদি এর বেশী রান সুপার কিংস শিবির তোলে, বলের হিসেবও সেই অনুযায়ী পরিবর্তিত হবে। একমাত্র তাহলেই নেট রান রেটে চেন্নাইকে টপকে শেষ চারে যেতে পারবেন কোহলিরা।

টানা পাঁচ ম্যাচ জয়ের পর আত্মবিশ্বাসী রয়্যাল চ্যালেঞ্জার্স শিবির। চেন্নাইয়ের বিরুদ্ধে হেরেই আইপিএল (IPL) যাত্রা শুরু করেছিলো তারা। শেষ ম্যাচে সেই চেন্নাইকে হারিয়েই ইতিহাস তৈরি করতে চায় তারা। তবে ফর্ম সঙ্গী হলেও প্রকৃতি কোহলি-দু প্লেসিদের আদৌ সঙ্গ দেবে কিনা তা নিয়ে থাকছে বিরাট এক প্রশ্নচিহ্ন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ১৮ মে বেঙ্গালুরুতে বর্ষণের সম্ভাবনা ৭৩ শতাংশ। দিনকয়েক আগে আহমেদাবাদে গুজরাত বনাম কলকাতা (GT vs KKR) ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। যদি বেঙ্গালুরুতেও তা হয় তাহলে ১ পয়েন্ট করে পাবে দুই দল। ১৫ পয়েন্টে পৌঁছে প্লে-অফ নিশ্চিত করে ফেলবে চেন্নাই। ১৩ পয়েন্টেই আটকে থাকবে রয়্যাল চ্যালেঞ্জার্স। হতাশাই সঙ্গী হবে তাদের। সেক্ষেত্রে কলকাতা, রাজস্থান, হায়দ্রাবাদ ও চেন্নাই যাবে শেষ চারে।

Also Read: IPL 2024: “না খেললে এসো না…” বিদেশী ক্রিকেটারদের দিকে হুঙ্কার ছুঁড়লেন ইরফান পাঠান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *