IPL 2024: ঘরের মাঠে জয় দিয়েই আইপিএলের (IPL) গ্রুপ পর্ব শেষ করলো দিল্লী ক্যাপিটালস (DC)। গতকাল অরুণ জেটলি স্টেডিয়ামে তারা মুখোমুখি হয়েছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের। নাইট রাইডার্স (KKR) ও সানরাইজার্সের (SRH) বিরুদ্ধে পর্যুদস্ত হওয়া লক্ষ্ণৌ’র (LSG) বিরুদ্ধে জ্বলে উঠলো দিল্লী। টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন সুপারজায়ান্টস অধিনায়ক কে এল রাহুল। মারমুখী জেক ফ্রেজার ম্যাকগার্ক দ্রুত ফিরলেও পাওয়ার প্লে’তে দলকে সুবিধাজনক জায়গায় রাখেন অভিষেক পোড়েল (Abishek Porel)। বাংলার তরুণ মরসুমের দ্বিতীয় অর্ধশতরান করলেন গতকাল। ট্রিস্টান স্টাবস’ও ঝোড়ো অর্ধশতক করেন। ঋষভ পন্থ (Rishabh Pant), শে হোপদের কার্যকরী ইনিংসের সুবাধে ২০৮ তোলে দিল্লী।
রান তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়েছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। ৪৪ রানের মধ্যে একটা সময় ৪ উইকেট হারিয়েছিলো তারা। প্রত্যাঘাত শুরু করেন নিকোলাস পুরান (Nicholas Pooran)। দুর্দান্ত অর্ধশতক করেন তিনি। লোয়ার অর্ডারে ঝড় তুলেছিলেন আর্শাদ খান (Arshad Khan)। দারুণ অর্ধশতরান করে অপরাজিত থাকেন তিনিও। কিন্তু যথেষ্ট হয় নি তা। হারতে হয় ১৯ রানে। লক্ষ্ণৌর প্লে-অফের আশা প্রায় শেষ। ২ পয়েন্ট পেয়েও আক্ষেপ দিল্লী (DC) শিবিরে। দিনকয়েক আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে হারটাই হয়ত প্লে-অফ থেকে দূরে সরিয়ে দিলো তাদের। অঙ্কের হিসেবে যদিও এখনও সম্ভবত শেষ চারে যাওয়া। এখন অসম্ভরের সম্ভব হয়ে ওঠার প্রত্যাশায় দিল্লী সমর্থকেরা।
Read More: RR vs PBKS, Match-65, Dream 11 Prediction in Bengali: চাপমুক্ত রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামছে পাঞ্জাব, ফ্যান্টাসি ক্রিকেট সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর পান এক ক্লিকে!!
প্লে-অফের জন্য দিল্লীর প্রয়োজন ‘মিরাকল’-
১৪ ম্যাচ খেলে মরসুম শেষে ৭ জয় ও ৭ পরাজয়ের ফলে ১৪ পয়েন্ট রয়েছে দিল্লী ক্যাপিটালসের (DC) ঝুলিতে। তাদের নেট রান রেট -০.৩৭৭। এই মুহূর্তে ঋষভ পন্থরা (Rishabh Pant) রয়েছেন পঞ্চম স্থানে। লীগ তালিকায় প্রথম দুই স্থানে থাকা কলকাতা নাইট রাইডার্স (KKR) ও রাজস্থান রয়্যালস (RR) ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে প্লে-অফে। তিনে থাকা চেন্নাইয়ের অগ্নিপরীক্ষা আগামী শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে। জিতলে তাদের শেষ চার নিশ্চিত। হারলে কঠিন হবে নক-আউটে পা দেওয়া। তখন চেন্নাইকে (CSK) টপকে এগিয়ে আসবে বেঙ্গালুরু। আপাতত ছয়ে থাকলেও নেট রান রেট ভালো থাকায় অনেকটা লাফ মারতে সক্ষম হবেন বিরাট’রা।
প্লে-অফের লড়াইতে দিল্লীর প্রধান প্রতিপক্ষ হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। প্যাট কামিন্সের দল আপাতত রয়েছে ১৪ পয়েন্টে। কিন্তু দুই ম্যাচ বাকি তাদের। খেলতে হবে গুজরাত টাইটান্স ও পাঞ্জাব কিংসের (PBKS) মধ্যে। দুই ম্যাচের একটিও বৃষ্টিতে ভেস্তে গেলে বিদায় নিতে হবে দিল্লীকে। গুজরাত (GT) ও পাঞ্জাবের বিরুদ্ধে হায়দ্রাবাদ হারলেই শিকে ছিঁড়তে পারে ঋষভ পন্থদের ভাগ্যে। কেবল হারলেই অবশ্য হবে না। সঙ্গে রয়েছে আরও সব জটিল সমীকরণ। অঙ্কের হিসেব বলছে গুজরাত ও পাঞ্জাব দুই দলকেই প্রথমে ব্যাটিং করতে হবে। অন্তত ২০০ রান করতে হবে তাদের। একই সাথে সানরাইজার্সকে দুই ম্যাচই হারতে হবে অন্তত ১০০ রানের ব্যবধানে। ‘মিরাকল’ ছাড়া এমনটা সম্ভব না জেনেও আশা ছাড়ছে না দিল্লী শিবির।