IPL 2024: ডু অর ডাই- চুম্বকে আজকের পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (PBKS vs RCB) ম্যাচের নির্যাস এমনটাই। যে পক্ষ জিতবে তাদের আইপিএলের (IPL) প্লে-অফে অংশ নেওয়ার ক্ষীণ আশা বেঁচে থাকবে। আর যারা হারবে তাদের বিদায় নিশ্চিত। টুর্নামেন্টের শুরু থেকে লাগাতার ম্যাচ হারলেও পাঞ্জাবকে চিন্নাস্বামী স্টেডিয়ামে হারিয়েছিলো বেঙ্গালুরু (RCB)। আজকের ম্যাচেও কি তারাই জিতবে নাকি বদলে যাবে ফলাফল? উত্তরের অপেক্ষায় ক্রিকেটজনতা। ফর্ম নিঃসন্দেহে সঙ্গী কোহলিদের। একটা সময় লীগ টেবিলের দশ নম্বরে ছিলো তারা। কিন্তু জয়ের হ্যাট্রিক করে আপাতত উঠে এসেছে সাতে। আজ জিতলে ১০ পয়েন্টে পৌঁছবে তারা। আটে থাকা পাঞ্জাবের (PBKS) সামনে সুযোগ থাকছে ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় এক ধাপ উপরে উঠে আসার।
Read More: আগামী IPL-এ নাইট রাইডার্স শিবিরে নাম লেখাচ্ছেন রোহিত শর্মা,ফাঁস করলেন প্রাক্তন কোচ!!
IPL ম্যাচের সময়সূচি-
পাঞ্জাব কিংস (PBKS) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)
ম্যাচ নং- ৫৮
তারিখ- ০৯/০৫/২০২৪
ভেন্যু- এইচপিসিএ স্টেডিয়াম, ধর্মশালা, হিমাচল প্রদেশ
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Dharamshala Pitch and Weather (পিচ ও আবহাওয়া রিপোর্ট)-
ধর্মশালায় আজ মাঠে নামছে পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (PBKS vs RCB)। পাহাড়ঘেরা মাঠে প্রথমের কয়েক ওভার পিচ থেকে স্যুইং আদায় করে নিতে পারেন পেসাররা। ফলে সমস্যায় পড়তে পারে ব্যাটিং ব্রিগেড। তবে ম্যাচ যত গড়ায় ততই রান তোলা সহজ হয়ে পড়ে। এই মাঠে বড় রান প্রায়শই দেখা গিয়েছে। পরিসংখ্যান বলছে ধর্মশালায় এখনও অবধি খেলা হয়েছে ১২ টি আইপিএল ম্যাচ। তার মধ্যে প্রথমে ব্যাটিং করে জয়ের সংখ্যা ৭। রান তাড়া করে জয় এসেছে ৫টি ম্যাচে। যেহেতু সন্ধ্যের ম্যাচ সেহেতু শিশিরের কথা মাথায় রেখে কথা মাথায় রেখে টসজয়ী দল প্রথমে বোলিং করতে পারে।
হিমাচল প্রদেশের শৈলশহরে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রী সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৯ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৫ শতাংশের কাছাকাছি থাকতে পারে আজ। পাঞ্জাব বনাম বেঙ্গালুরু ম্যাচের সময় হাওয়ার গতিবেগ থাকতে পারে ১১ কিলোমিটার প্রতি ঘন্টা। আজকের ম্যাচে থাকছে বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে ধর্মশালায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা ৪০ শতাংশ।
দুই দলের প্রথম একাদশ-
পাঞ্জাব কিংস (PBKS)-
জনি বেয়ারেস্টো ✈ (উইকেটরক্ষক), প্রভসিমরণ সিং, স্যাম কারান (অধিনায়ক) ✈, রাইলি রুশো ✈, লিয়াম লিভিংস্টোন ✈, শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা,হর্ষল প্যাটেল, রাহুল চাহার, আর্শদীপ সিং, বিদ্ব্যাৎ কাভেরাপ্পা।
বিকল্প- হরপ্রীত ব্রার, তনয় ত্যাগরাজন, ঋষি ধাওয়ান, জিতেশ শর্মা, নাথান এলিস ✈।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-
ফাফ দু প্লেসি (অধিনায়ক) ✈, বিরাট কোহলি, উইল জ্যাকস ✈, রজত পতিদার, ক্যামেরন গ্রিন ✈, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), মহীপাল লোমরোর, স্বপ্নীল সিং, কর্ণ শর্মা, মহম্মদ সিরাজ, লকি ফার্গুসন ✈।
বিকল্প- বিজয়কুমার বৈশাখ, যশ দয়াল, মায়াঙ্ক ডাগর, সুয়শ প্রভুদেশাই, অনুজ রাওয়াত।
টসের পর দুই অধিনায়কের মন্তব্য-
স্যাম কারান-
আমরা প্রথমে বোলিং করবো। মনে হচ্ছে উইকেটে জল দেওয়া হয়েছে খানিক। শুরুতে সাহায্য থাকতে পারে (বোলারদের জন্য)। আমরা শুরুতে আরসিবি’এ চাপে ফেলতে চাই। দলও তেমন ভাবেই বাছা হয়েছে। নতুন বলের সাহায্যে উইকেট তুলতে চাই। আমাদের জন্য সমীকরণ সহজ-নিজেদের সবক’টা ম্যাচ জিততে হবে। অন্যান্য কিছু ফলাফল আমাদের পক্ষে যেতে হবে। (লিয়াম) লিভিংস্টোন খেলছে (কাগিসো) রাবাডার বদলে। আমাদের ব্যাটিং-ই আমাদের শক্তি।
ফাফ দু প্লেসি-
আমরাও প্রথমে বোলিং-ই করতাম টসে জিতলে। আমরা দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছি। শেষ কয়েকটা ম্যাচে আমরা নিখুঁত থাকতে পেরেছি। ফোকাস একই রয়েছে। যেমনটা চাই তেমন পারফর্ম যেন করতে পারি। (গ্লেন) ম্যাক্সওয়েলের বদলে (লকি) ফার্গুসন খেলছে।
PBKS vs RCB, টস রিপোর্ট-
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে টসে জিতে প্রথমে বোলিং বেছে নিলো পাঞ্জাব কিংস।