ipl-nita-ambani-had-a-chat-with-rohit

IPL 2024: অধিনায়কত্ব নিয়ে এক্সপেরিমেন্ট বিশেষ সফল হলো না মুম্বই ইন্ডিয়ান্সের (MI)। IPL মরসুম শুরুর আগে দীর্ঘদিনের অধিনায়ক রোহিত শর্মা’কে (Rohit Sharma) সরিয়ে দেওয়ার পথে হেঁটেছিলেন নীতা আম্বানি, মুকেশ আম্বানিরা। বছর ৩৭-এর রোহিতের বদলে নতুন নেতা হিসেবে তাঁরা বেছে নিয়েছিলেন হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। ২০১৫ থেকে ২০২১ অবধি মুম্বই জার্সি গায়ে চাপানো হার্দিক দল ছেড়েছিলেন দুই মরসুম আগে। গিয়েছিলেন গুজরাত টাইটান্সে। সেখানে একবার অধিনায়ক হিসেবে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন, একবার করেছিলেন রানার্স-আপ। পাঁচ বারের চ্যাম্পিয়নরা চেয়েছিলেন হার্দিকের হাত ধরেই নতুন উদ্যমে সাফল্যের সিঁড়ি চড়তে। কিন্তু মরসুম শেষে তাদের সঙ্গী একরাশ হতাশাই। লীগ তালিকায় দশম স্থানে শেষ করেছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা।

মাঠের পারফর্ম্যান্সের চেয়ে মাঠের বাইরের নানাবিধ কারণে এবার সংবাদমাধ্যমের হেডলাইনে জায়গা করে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। যেভাবে তড়িঘড়ি হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) ফেরানোর পর তাঁর হাতে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিলো তা মোটেই ভালো চোখে দেখেন নি সমর্থকদের একটা বড় অংশ। বিশেষ করে রোহিত শর্মার (Rohit Sharma) মত পাঁচ ট্রফি জয়ী অধিনায়ককে অপসারণের পদ্ধতি নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয়েছিলো মুম্বই ফ্র্যাঞ্চাইজিকে। গোটা মরসুম জুড়ে মাঠে দর্শকদের তরফ থেকে কটাক্ষ, কটূক্তি উড়ে এসেছে হার্দিকের প্রতি। ফ্র্যাঞ্চাইজির কার্যকলাপে রোহিত যে হতাশ, তা স্পষ্ট হয়েছে তাঁর শরীরী ভাষা থেকে। প্রায় দেড় দশকের সম্পর্কে এবার কি বিচ্ছেদ আসন্ন? এবার সেই জল্পনাই শুরু হয়েছে ক্রিকেটমহলে।

Read More: “এখন আমরা এক দলে…” IPL মিটতেই ‘সন্ধি’ শ্বশুর-জামাইয়ের, জানালেন কে এল রাহুল !!

রোহিতের সাথে গভীর আলোচনায় নীতা ও আকাশ-

Rohit Sharma | IPL 2024 | Image: Getty Images
Rohit Sharma | IPL 2024 | Image: Getty Images

আইপিএলের ইতিহাসে যুগ্ম সফলতম ক্রিকেটার রোহিত শর্মা (Rohit Sharma)। ২০০৯ সালে ডেকান চার্জার্স জার্সিতে জিতেছিলেন প্রথম খেতাব। এরপর ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ট্রফি জিতেছেন অধিনায়ক হিসেবে। কিন্তু এই বছর যে ব্যবহার তিনি পেয়েছেন ফ্র্যাঞ্চাইজি থিঙ্ক ট্যাঙ্কের থেকে তারপর ভবিষ্যতে তিনি আর মুম্বইতে (MI) থাকবেন কিনা তা এখন প্রশ্নের মুখে। বিশেষ করে হার্দিক (Hardik Pandya) অধিনায়ক হওয়ার পর সাজঘরে ফাটল ধরার খবর বাইরে এসেছে। রোহিত ও হার্দিককে সামনে রেখে স্কোয়াড নাকি দুই শিবিরে ভাগ হয়ে গিয়েছে। এই জটিল পরিবেশে আগামী বছর নাও থাকতে পারেন হিটম্যান। ২০২৫-এ রয়েছে মেগা অকশনে। সেখানে নাম লেখাতে পারেন তিনি। ইতিমধ্যে দিল্লী, কলকাতা, পাঞ্জাবের মত শিবির নাকি আগ্রহ’ও প্রকাশ করেছে তাঁর জন্য।

চেন্নাই বললেই যেমন মনে পড়ে মহেন্দ্র সিং ধোনির কথা, বেঙ্গালুরুর সাথে জড়িয়ে রয়েছেন বিরাট কোহলি-তেমনই মুম্বই ইন্ডিয়ান্স আর রোহিত শর্মা’ও গত দেড় দশকে প্রায় সমার্থক হয়ে উঠেছেন। সেই কারণেই হিটম্যানের মুম্বই (MI) ছাড়ার সম্ভাবনা তৈরি হতেই নড়েচড়ে বসেছে ক্রিকেটমহল। দলের সুপারস্টার ক্রিকেটারকে নেতৃত্ব থেকে সরালেও, দল থেকে সরাতে আম্বানিরা আদৌ চাইছেন কিনা তা স্পষ্ট নয় এখনও। গত ১৭ তারিখ মুম্বইয়ের শেষ লীগ ম্যাচ ছিলো লক্ষ্ণৌর বিরুদ্ধে। ওয়াংখেড়েতে রোহিত ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেললেও হারে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচ শেষে নীতা আম্বানি ও আকাশ আম্বানিকে অনেকক্ষণ রোহিতের সাথে আলাদা করে কথা বলতে দেখা যায়। দল ছাড়া রুখতেই কি শেষবেলায় তৎপরতা? প্রশ্নের জবাব খুঁজছেন সকলে।

দেখে নিন ভিডিও-

Also Read: IPL 2024: “উচিৎ ছিলো আরও নম্র হওয়া…” ধোনিকে অসম্মান RCB ক্রিকেটারদের, ক্ষোভে ফুঁসে উঠলেন মাইকেল ভন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *