IPL 2024: রবিবার দিন রয়েছে আইপিএলের (IPL) দুটি ম্যাচ। দিনের প্রথম খেলায় চেন্নাই সুপার কিংস নামছে পাঞ্জাব কিংসের ঘরের মাঠে। দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্স (LSG vs KKR)। ইডেনে লক্ষ্ণৌকে হারিয়েছে কলকাতা। আজ একানাতে ফিরতি পর্বের খেলায় কি হবে, নজর এখন সেদিকেই। দুই দলই রয়েছে প্লে-অফের দৌড়ে। আজ জিততে পারলে রাজস্থানকে (RR) সরিয়ে লীগ তালিকায় এক নম্বরে চলে যাবে নাইটরা (KKR)। তাই দুই পয়েন্টই পাখির চোখ শ্রেয়স আইয়ারদের। অন্যদিকে আজ জয় পেলে ১৪ পয়েন্টে পৌঁছে যাবে লক্ষ্ণৌও (LSG)। তিন নম্বরে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবে তারা। হাড্ডাহাড্ডি লড়াই যে হবেই তা মানছেন বিশেষজ্ঞরা।
ঘরের মাঠে লক্ষ্ণৌর ইনিংসের সূচনা করবেন অধিনায়ক কে এল রাহুল (KL Rahul) ও ক্যুইন্টন ডি কক। ফর্ম হারানো ডি ককের ছন্দে ফেরার আশায় দল। তিন নম্বরে তাদের বাজি হতে পারেন দীপক হুডা। চারে অস্ট্রেলীয় অলরাউন্ডার মার্কাস স্টয়নিস (Marcus Stoinis)। এই বছর একাধিক ম্যাচে ভালো খেলেছেন তিনি। এরপর খেলার সম্ভাবনা নিকোলাস পুরানের। ক্যারিবিয়ান তারকার পর ফিনিশার হিসেবে থাকতে পারেন আয়ুষ বাদোনি। রয়েছেন ক্রুণাল পাণ্ডিয়াও (Krunal Pandya)। ব্যাটিং-এর পাশাপাশি নিয়ন্ত্রিত বোলিং-এর লক্ষ্য থাকবে তাঁর। স্পিন বিভাগ সামলাতে দেখা যাবে রবি বিষ্ণোইকে। মায়াঙ্ক যাদব আগের দিন চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছেন। লক্ষ্ণৌর হয়ে খেলতে দেখা যাবে মহসীন (Mohsin Khan), নবীন ও যশ ঠাকুরের পেস ত্রয়ীকে।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করবেন ফিল সল্ট (Phil Salt) ও সুনীল নারাইনের (Sunil Narine) পরীক্ষিত জুটি। ঝড়ের গতিতে পাওয়ার প্লে-তে রান তুলতে চাইবেন তাঁরা। তরুণ অঙ্গকৃষ রঘুবংশীকে নাইটরা খেলাতে পারে তিন নম্বরে। এছাড়া চারে থাকতে পারেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। মুম্বইয়ের বিরুদ্ধে রান পাওয়ার পর আত্মবিশ্বাসী তিনি। এরপর থাকছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। পাঁচ নম্বরে রিঙ্কু সিং-কে (Rinku Singh) রেখে স্কোয়াড সাজাচ্ছেন নাইটরা। ছয়ে খেলতে পারেন রমনদীপ সিং। সাতে ফিনিশার হিসেবে আন্দ্রে রাসেল (Andre Russell)। গত ম্যাচে অনবদ্য বোলিং-এর পর নজর থাকবে মিচেল স্টার্কের দিকে। পেস বিভাগে তাঁর সঙ্গে থাকতে পারেন হর্ষিত রাণা। যুক্ত হতে পারেন বৈভব আরোরাও। নারাইনের সাথে স্পিন সামলাবেন বরুণ চক্রবর্তী।
Read More: “চোকারদের সাথেও জিততে পারে না…” RCB’র কাছে ম্যাচ হারতেই সমাজ মাধ্যমে ট্রোলের মুখে GT !!
IPL ম্যাচের সময়সূচি-
লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) বনাম কলকাতা নাইট রাইডার্স (KKR)
ম্যাচ নং- ৫৪
তারিখ- ০৫/০৫/২০২৪
ভেন্যু- ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়াম, লক্ষ্ণৌ
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Lucknow Pitch and Weather (পিচ ও আবহাওয়া রিপোর্ট)-
একানা স্টেডিয়ামে আজ মুখোমুখি দ্বৈরথে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্স (LSG vs KKR)। এই মরসুমে আইপিএলের অন্যান্য ভেন্যুগুলিতে বিশাল রান উঠলেও ব্যতিক্রমী বলা চলে লক্ষ্ণৌকে। এখানে ২০০ রানের বেশী এক ইনিংসে উঠতে দেখা যায় নি একবারও। উইকেট খানিক মন্থর। বল পিচে পড়ার পর খানিক থমকে ব্যাটে আসে। ফলে গতির তারতম্য সাফল্য এনে দিতে পারে বোলারদের। একই সাথে এখানে স্পিনারদেরও সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। একানা স্টেডিয়ামে এখনও অবধি খেলা হয়েছে ১৩টি আইপিএল ম্যাচ। তার মধ্যে প্রথমে ব্যাটিং করে জয় ৬টি, রান তাড়া করে জয় ৬টি। একটি ম্যাচ অমীমাংসিত থেকেছে।
নবাবের শহর লক্ষ্ণৌতে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪২ ডিগ্রী সেলসিয়াস। উষ্ণ দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রী সেলসিয়াস। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ১৭ শতাংশ। জানা গিয়েছে ম্যাচের সময় ১৬ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ু প্রবাহিত হতে পারে। আজকে ক্রিকেটপ্রেমীদের আশ্বস্ত করেছে হাওয়া অফিস। জানা গিয়েছে যে রবিবার লক্ষ্ণৌ শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ-
লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)-
কে এল রাহুল (অধিনায়ক/উইকেটরক্ষক), ক্যুইন্টন ডি কক ✈, দীপক হুডা, মার্কাস স্টয়নিস ✈, নিকোলাস পুরান ✈, আয়ুষ বাদোনি, ক্রুণাল পাণ্ডিয়া, রবি বিষ্ণোই, মহসীন খান, নবীন উল হক ✈, যশ ঠাকুর.
বিকল্প- সিদ্ধার্থ মণিমরণ, দেবদত্ত পাডিক্কাল, শামার জোসেফ ✈, যুধবীর সিং চরক, অমিত মিশ্র।
কলকাতা নাইট রাইডার্স (KKR)-
ফিল সল্ট (উইকেটরক্ষক) ✈, সুনীল নারাইন ✈, অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল ✈, মিচেল স্টার্ক ✈, হর্ষিত রাণা, বরুণ চক্রবর্তী।
বিকল্প- সুয়শ শর্মা, মনীশ পাণ্ডে, অনুকূল রয়, বৈভব আরোরা, শাকিব হুসেন।
*✈-বিদেশী ক্রিকেটার
LSG vs KKR, Dream 11 Prediction, Fantasy Tips-
ব্যাটার- ভেঙ্কটেশ আইয়ার, মার্কাস স্টয়নিস, রিঙ্কু সিং
উইকেটরক্ষক- কে এল রাহুল, ফিল সল্ট
অলরাউন্ডার- সুনীল নারাইন, ক্রুণাল পাণ্ডিয়া
বোলার- মিচেল স্টার্ক, যশ ঠাকুর, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী
অধিনায়ক- মার্কাস স্টয়নিস
সহ-অধিনায়ক- সুনীল নারাইন
বিধিসম্মত সতর্কীকরণ-
পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।