ipl-kkr-fans-ecstatic-after-title-win

IPL 2024: ২০১২ ও ২০১৪ সালে খেতাব জয়ের পর আইপিএলে (IPL) সাফল্য কিছুতেই হাতের মুঠোয় আসছিলো না কলকাতা নাইট রাইডার্সের (KKR)। বহু চেষ্টার পর ২০২১ সালে ফাইনালে পা রাখতে পারলেও শেষমেশ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিলো ‘সিটি অফ জয়’-এর। এরপর টানা দুই মরসুম জুটেছিলো হতাশা। সপ্তম স্থানের উপরে উঠতেই পারে নি তারা। অবশেষে অন্ধকার কেটে আলোর দিশা পাওয়া গেলো ২০২৪ সালে। মরসুমের শুরু থেকেই একটাই লক্ষ্য ছিলো দলের-ট্রফি। সেদিকে ফোকাস রেখেই এগিয়েছিলো দল। ফল’ও মিললো হাতেনাতে। আজ চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে (SRH) খড়কুটোর মত উড়িয়ে দিয়ে তৃতীয় বারের জন্য ট্রফি জিতলো বেগুনি-সোনালী বাহিনী।

Read More: IPL 2024 Final: কলকাতার বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় সানরাইজার্সের, গ্যালারিতে মনমরা কাব্য মারান !!

টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলো হায়দ্রাবাদ। এই সিদ্ধান্ত একেবারেই বিপক্ষে গেলো তাদের। শুরুতেই অভিষেক শর্মার স্টাম্প উড়িয়ে দিয়ে স্বপ্নের সূচনা দলকে উপহার দিয়েছিলেন মিচেল স্টার্ক। ২৪.৭৫ কোটির তারকাকে নিয়ে মরসুমের শুরুতে বিস্তর সমালোচনা হয়েছিলো, কিন্তু প্লে-অফের দুই ম্যাচেই দুরন্ত পারফর্ম্যান্স করে নিন্দুকদের চুপ করালেন তিনি। ‘আর কেউ সমালোচনা করার সাহস পাবে?’ লিখেছেন একজন। ‘বড় ক্রিকেটাররা বড় ম্যাচেই খেলে’ লিখেছেন আরও একজন। বল হাতে জ্বলে ওঠেন বৈভব আরোরা, হর্ষিত রাণারাও। ‘আইপিএলে কলকাতার সবচেয়ে বড় সাফল্য এই তরুণদের তৈরি করে নেওয়া’ লিখেছেন আরও একজন। ৩ উইকেট নেন আন্দ্রে রাসেল। ‘আমাদের এক্স-ফ্যাক্টর’ নারাইনকেও প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা।

মাত্র ১১৩ রানে থেমে গিয়েছিলো সানরাইজার্স হায়দ্রাবাদের ইনিংস। দ্বিতীয় ইনিংস শুরুর আগেই ট্রফির গায়ে কলকাতার নাম সম্ভবত দেখতে পাচ্ছিলেন ক্রিকেটজনতা। ইনিংসের শুরুতে সুনীল নারাইন আউট হওয়ায় কিছুক্ষণের জন্য চিন্তার ভাঁজ দেখা গিয়েছিলো নাইট সমর্থকদের কপালে। কিন্তু কিছুক্ষণের মধ্যে তা দূর হয় ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটে। চার-ছক্কার ফুলঝুড়ি ছোটালেন মধ্যপ্রদেশের বাম হাতি। অসামান্য অর্ধশতক করেন তিনি। কার্যকরী ইনিংস খেললেন রহমানুল্লাহ গুরবাজও। মাত্র ১০.৩ ওভারেই জয় ছিনিয়ে নিলো কলকাতা। উচ্ছ্বাসের মাঝেও কলকাতা সমর্থকেরা কুর্নিশ করছেন গৌতম গম্ভীরকে। অধিনায়ক হিসেবে দুইবার দলকে ট্রফি দিয়েছিলেন তিনি। মেন্টর হিসেবে প্রথম সুযোগেই জেতালেন খেতাব। ‘করবো, লড়বো, জিতবো’র হুঙ্কারের মাঝে গম্ভীরের জন্য নাইট সমর্থকদের বার্তা, ‘জাঁহাপনা তুসি গ্রেট হো।’

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2024: গতির ঝড়ে সানরাইজার্সকে দুমড়ে দিলো নাইটরা, কলকাতা আর তৃতীয় ট্রফির মাঝে ব্যবধান ১১৩ রানের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *