ipl-kavya-maran-upset-as-srh-struggle

IPL 2024: আইপিএলের (IPL) ফাইনালে আজ মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স (KKR) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। লীগ পর্বে এই দুই দল ধারাবাহিকতায় টেক্কা দিয়েছিলো বাকিদের। আজ খেতাবী যুদ্ধেও মুখোমুখি তারাই। এর আগে প্রথম কোয়ালিফায়ারেও দেখা হয়েছিলো দুই শিবিরের। ৮ উইকেটের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিয়েছিলো নাইট রাইডার্স। আজ সেই ধারাবাহিকতা বজায় রাখার লড়াই শাহরুখ খানের দলের সামনে। ২০১২, ২০১৪-এর পর তৃতীয় খেতাবের অন্বেষণে মাঠে নেমেছে বেগুনি-সোনালী বাহিনী। সানরাইজার্স (SRH) ২০১৬ সালে আইপিএল (IPL) জিতেছিলো। আজ দ্বিতীয় ট্রফিই লক্ষ্য তাদের। পাশাপাশি প্রথম কোয়ালিফায়ারে নাইটদের বিরুদ্ধে হারের বদলাও চান প্যাট কামিন্সরা।

Read More: “ট্রফি আসছে ঘরে…” সানরাইজার্সকে ১১৩ রানে অলআউট করেই সমাজ মাধ্যমে ট্রেন্ডিং KKR !!

আপাতত ম্যাচের গতিপ্রকৃতি যা তাতে আইপিএল (IPL) ফাইনালকে আর ৫০-৫০ যুদ্ধ বলা চলে না। বরং তা কলকাতার (KKR) দিকেই ঝুঁকে পড়েছে। টসে জিতে ব্যাটিং সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে ফিরেছে সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য। মিচেল স্টার্কের স্বপ্নের ডেলিভারিতে অভিষেক শর্মার সাজঘরে ফেরা থেকে ‘অরেঞ্জ আর্মি’র ভাঙন শুরু, এরপর আর ঘুরে দাঁড়াতে পারে নি তারা। ট্র্যাভিস হেড, এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, হেনরিখ ক্লাসেন- তারকার অভাব ছিলো না ব্যাটিং অর্ডারে। কিন্তু স্টার্ক, রাসেল, হর্ষিত রাণা, বৈভব আরোরাদের সামনে নতজানু হতে হয়েছে সকলকে। উইকেট পেয়েছেন কেকেআরের দুই স্পিনার সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীও। দক্ষিণ ভারতে খেলা হওয়ায় আজ গ্যালারিতে নাইটদের তুলনায় সানরাইজার্স সমর্থকই বেশী। কিন্তু মলিন মুখে দলের আত্মসমর্পণ দেখতে হয়েছে অনুরাগীদের।

সাধারণত সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ থাকলে গ্যালারিতে হাসিখুশি মেজাজেই পাওয়া যায় দলের কর্ণধার কাব্য মারানকে (Kavya Maran)। আবেগের বশবর্তী হয়ে মাঝেমধ্যে শূন্যে মুষ্ঠিবদ্ধ হাত ছুঁড়ে দিয়ে সেলিব্রেট করতে আবার কখনো নেচে উঠতেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু চেন্নাইয়ের চিপকে আজ চেনা প্রতিক্রিয়া পাওয়া গেলো না তাঁর থেকে। কারণ ব্যাট হাতে আগাগোড়াই ম্রিয়মান রইলেন সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাটার’রা। গোটা ইনিংস জুড়ে কেবল ৮টি চার ও ৩টি ছক্কা মেরেছেন তাঁরা। তাই সেলিব্রেট করার বিশেষ সুযোগ ছিলো না কাব্য’র কাছে। নাইট রাইডার্সের বোলিং বিক্রমে শাহরুখ খান, জুহি চাওলা, জাহ্নবী কাপুররা যখন খুশিতে ডগমগ, তখন কাব্য মারানকে দেখা গেলো চুপচাপ বসে থাকতে। তাঁর ম্লান মুখ থেকেই পরিষ্কার যে আজকের ম্যাচে এখনও অবধি ব্যাকফুটেই রয়েছে হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি।

দেখে নিন ভিডিও-

Also Read:IPL 2024: গতির ঝড়ে সানরাইজার্সকে দুমড়ে দিলো নাইটরা, কলকাতা আর তৃতীয় ট্রফির মাঝে ব্যবধান ১১৩ রানের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *