ipl-kavya-maran-in-awe-of-srh-star

IPL 2024: গতকাল উপ্পলের বাইশ গজে ইতিহাস গড়লো সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। আইপিএলের (IPL) আসরে রীতিমত গুঁড়িয়ে দিলো প্রতিপক্ষ লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকে। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো লক্ষ্ণৌ। পাওয়ার প্লে’তে আঁটোসাঁটো বোলিং করে প্রতিপক্ষকে আটকে দেন সানরাইজার্স বোলাররা। কোনোক্রমে আয়ুষ বাদোনি ও নিকোলাস পুরানের ৯৯ রানের জুটির সুবাদে তারা তোলে ১৬৫ রান। তাড়া করতে নেমে আগাগোড়া ফিফথ গিয়ারে ব্যাটিং করে গেলেন ট্র্যাভিস হেড (Travis Head) ও অভিষেক শর্মা। নয়া রেকর্ড গড়ে ৯.৪ ওভারেই ১৬৭ তুলে ফেলেন তাঁরা। ৬২ বল বাকি থাকতে ২ পয়েন্ট ঝুলিতে যায় সানরাইজার্সের। গতকালের ম্যাচ চলাকালীন হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার ট্র্যাভিস হেডের জন্য গলা ফাটাতে দেখা গেলো মালকিন কাব্য মারানকে (Kavya Maran)।

Read More: আগামী IPL-এ নাইট রাইডার্স শিবিরে নাম লেখাচ্ছেন রোহিত শর্মা,ফাঁস করলেন প্রাক্তন কোচ!!

ট্র্যাভিস হেডের জন্য উদ্বেল কাব্য মারান-

Travis Head | IPL 2024 | Image: Getty Images
Travis Head | IPL 2024 | Image: Getty Images

গত ১৯ ডিসেম্বরের আইপিএল (IPL) মিনি অকশন থেকে অস্ট্রেলীয় ওপেনার ট্র্যাভিস হেড’কে (Travis Head) ৬.৮০ কোটি টাকার বিনিময়ে দলে সামিল করেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের কর্ণধার কাব্য মারান। বিশ্বকাপ ফাইনালে শতরান করা হেড’কে (Travis Head) নিয়ে টুর্নামেন্টের শুরু থেকেই প্রত্যাশার পারদ চড়েছিলো। অনুরাগীদের হতাশ করেন নি হেড’ও। একের পর এক বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে শতরান করেছিলেন এর আগেই। গতকাল লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) বিপক্ষে তাঁর ব্যাট থেকে এলো ৩০ বলে অপরাজিত ৮৯ রানের ইনিংস। মরসুমে এখনও অবধি ১১ ম্যাচে ৫৩.৩০ গড়ে করেছেন ৫৩৩ রান। স্ট্রাইক রেট ২০১.৮৯।

হেডের (Travis Head) ব্যাটিং বিক্রমে অন্যান্য সানরাইজার্স সমর্থকদের মতই উদ্বেল কর্ণধার কাব্য মারান’ও। খেলা চলাকালীন গ্যালারিতে প্রায়শই সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরার ফ্রেমবন্দী হন তিনি। গতকাল সানরাইজার্স বনাম লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ম্যাচ চলাকালীন ট্র্যাভিস হেড যখন একের পর এক চার-ছক্কা হাঁকাচ্ছিলেন, তখন গ্যালারিতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে কাব্য’কে (Kavya Maran)। অজি ক্রিকেট তারকাকে কি তাহলে মন দিলেন সানরাইজার্স মালকিন? এহেন জল্পনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করেছিলো অনুরাগীদের মধ্যে। কিন্তু এহেন ধারণা দ্রুত নস্যাৎ করেছেন নেটিজেনদের একাংশ। ব্যক্তিগত জীবনে স্ত্রী জেসিকা ও সন্তান মিলা’কে নিয়ে সুখে আছেন ট্র্যাভিস, মনে করিয়ে দিয়েছেন তাঁরা।

IPL প্লে-অফের দিকে এগোচ্ছে সানরাইজার্স-

Sunrisers Hyderabad | IPL 2024 | Image: Getty Images
Sunrisers Hyderabad | IPL 2024 | Image: Getty Images

গত দুই বছরে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) পারফর্ম্যান্স মোটেও মন ভরায় নি সমর্থকদের। তাই এইবারের নিলামে অল-আউট ঝাঁপিয়েছিলেন কাব্য মারান’রা (kavya Maran)। ২০.৫০ কোটি টাকার বিনিময়ে ‘অরেঞ্জ আর্মি’ দলে সামিল করে প্যাট কামিন্সকে। অস্ট্রেলীয় ফাস্ট বোলারের হাতেই তুলে দেওয়া হয় অধিনায়কত্বের ব্যাটন। কেন উইলিয়ামসন, এইডেন মার্করাম’রা গত দুই মরসুমে যা পারেন নি, সেটাই সম্ভব করেছেন কামিন্স (Pat Cummins)। তাঁর অধিনায়কত্বে অনবদ্য পারফর্ম করেছে দল। ইতিমধ্যেই একাধিক ম্যাচে রানের পাহাড় গড়েছেন ব্যাটাররা। বেঙ্গালুরুর রেকর্ড ভেঙে আইপিএলের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রানের নজির গড়েছে তারা। পরে নিজেদের রেকর্ডকেই করেছে আরও উন্নত।

মাঝে খানিক হোঁচট খেতে হলেও আপাতত লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) বিরুদ্ধে ১০ উইকেটের ব্যবধানে দুর্দান্ত জয়ের পর আবারও প্লে-অফের রেসে ভালোভাবেই সামিল হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ১২ ম্যাচ খেলে তাদের পয়েন্ট সংখ্যা ১৪। লীগ তালিকায় কলকাতা নাইট রাইডার্স (KKR) ও রাজস্থান রয়্যালসের (RR) পরেই রয়েছে তারা। এখনও মরসুমের দুটি ম্যাচ বাকি রয়েছে সানরাইজার্সের। অন্তত একটিতে জিতলেই প্লে-অফের ছাড়পত্র সম্ভবত পেয়ে যেতে পারে তারা। অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওডিআই বিশ্বকাপ জিতিয়েছেন প্যাট কামিন্স (Pat Cummins)। এবার আইপিএল’ও ঝুলিতে ভরতে পারেন কিনা, নজর থাকবে সেইদিকে।

Also Read: IPL 2024: “সময় বদলাতে সময় লাগে না…” মুম্বই ছিটকে যাওয়ায় ‘ক্যাপ্টেন’ হার্দিককে নিয়ে চর্চা ক্রিকেটমহলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *