IPL 2024: গতকাল এক অবিশ্বাস্য ম্যাচের সাক্ষী থাকলো বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম। আইপিএলের (IPL) শুরুটা হতশ্রী করেও যেভাবে ঘুরে দাঁড়িয়ে প্লে-অফের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), তাতে অনেকেই ভেবেছিলেন ইতিহাস গড়ে শেষ চারে পা রাখবেন বিরাট কোহলিরা। কিন্তু প্লে-অফ ও বেঙ্গালুরুর মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিলো চেন্নাই সুপার কিংস। শেষ চারের দৌড়ে ছিলো গতবারের চ্যাম্পিয়নরাই। জয়, পরাজয় বা নো রেজাল্ট-তিন ফলাফলের পরেও পরবর্তী পর্বে যাওয়ার সুযোগ ছিলো তাদের সামনে। পক্ষান্তরে জটিল গাণিতিক সমীকরণের মুখোমুখি ছিলো বেঙ্গালুরু। টসে জিতে ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) প্রথমে বোলিং বেছে নেওয়ার পরেই নিশ্চিত হয়ে গিয়েছিলো যে অন্তত ১৮ রানে জিততে হবে রয়্যাল চ্যালেঞ্জার্সকে।
বেঙ্গালুরু বনাম চেন্নাই (RCB vs CSK) ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স শিবির যে জয় পাবে তা ঠিক হয়ে গিয়েছিলো রচিন রবীন্দ্র আউট (Rachin Ravindra) হওয়ার পরেই। কিন্তু কোন দল শেষমেশ পা রাখবে প্লে-অফে তা নির্ভর করছিলো বেঙ্গালুরুর জয়ের ব্যবধানের উপর। কোহলিদের (Virat Kohli) তোলা ২১৮ রানের জবাবে ২০১ তুলতে পারলেই নেট রান রেটের হিসেবে শেষ চারে চলে যেত চেন্নাই। অন্যদিকে বেঙ্গালুরুর সামনে চ্যালেঞ্জ ছিলো ধোনি (MS Dhoni), জাদেজাদের ২০১ তোলার আগেই থামিয়ে দেওয়া। মহম্মদ সিরাজ ও লকি ফার্গুসনের ওভারে বেশ কিছু চার-ছক্কা হাঁকিয়ে চেন্নাইকে এগিয়ে দিয়েছিলেন দুই অভিজ্ঞ তারকা। শেষ ওভারে বাম হাতি পেসার যশ দয়াল (Yash Dayal) যখন দৌড় শুরু করছেন বল হাতে তখন যোগ্যতা নির্ণয়ের জন্য চেন্নাই সুপার কিংসের প্রয়োজন ১৭ রান।
Read More: IPL 2024: দল অসাধ্যসাধন করতেই আবেগে ভাসলেন বিরাট, ‘কিং’ কোহলির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !!
প্লে-অফে যাওয়ার কৃতিত্ব ধোনি’র, বলছেন কার্তিক-
আধুনিক টি-২০’র যুগে ৬ বলে ১৭ রান ওঠে অহরহ। গতকাল’ও যশ দয়ালের (Yash Dayal) ওভারের প্রথম বলটিকে ফাইন লেগের উপর দিয়ে উড়িয়ে দেন ধোনি। ১১০ মিটারের ছক্কাটি চিন্নাস্বামী টপকে গিয়ে পড়ে প্বার্শবর্তী কাব্বন পার্কে। ৫ বলে বাকি ছিলো ১১। সেই সময় চেন্নাইকেই (CSK) এগিয়ে রেখেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু এরপরেই দারুণ কামব্যাক করেন যশ। দ্বিতীয় বলে ফেরান ধোনিকে। স্বপ্নীল সিং ক্যাচ ধরেন তাঁর। এরপর শার্দুল ঠাকুর ও রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) পক্ষে ৪ বলে ১১ তোলা সম্ভব হয় নি। অবিশ্বাস্য লড়াই করে প্লে-অফের যোগ্যতা অর্জন করার পর সাজঘরে বক্তব্য রাখার সময় চমকে দিলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। বছর ৩৮-এর উইকেটরক্ষক বেঙ্গালুরুর সাফল্যের কৃতিত্ব দিলেন মহেন্দ্র সিং ধোনি’কে।
যশ দয়ালের ওভারের প্রথম বলে যে ছক্কাটি হাঁকিয়েছিলেন ধোনি (MS Dhoni), তাই নাকি রয়্যাল চ্যালেঞ্জার্সের জন্য পথটা মসৃণ করে দিয়েছে। এমনটাই বলতে শোনা গিয়েছে দীনেশ কার্তিককে। তিনি বলেন, “ধোনির ১১০ মিটারের ছক্কাটা আমাদের একটা নতুন বল দিয়েছিলো, যা আমাদের কাজে এসেছে।” আদতে ২০তম ওভার যখন শুরু হয়, তখন রাতের শিশির ভেজা বলে বোলিং করা কঠিন হচ্ছিলো বেঙ্গালুরু শিবিরের পক্ষে। তার আগের ওভারেই লকি ফার্গুসনের (Lockie Ferguson) হাত থেকে পিছলে যেতে দেখা গিয়েছিলো বল। ফ্রি হিট পায় চেন্নাই। সমস্যা হচ্ছিলো যশেরও। সঠিক নিশানায় রাখতে পারেন নি ইয়র্কার। কিন্তু ধোনির ছক্কায় বল হারিয়ে যাওয়ায় বাধ্য হয়েই নতুন বল আনাতে হয় আম্পায়ারদের। শুকনো বল গ্রিপ করতে সুবিধা হয়েছিলো যশের। যা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করেছিলো তাঁকে।
এখানে দেখুন ভিডিও
https://x.com/RCBTweets/status/1792042370181022097