ipl-harbhajan-sees-rcb-csk-in-play-off

IPL 2024: ধীরে ধীরে লীগ পর্বের শেষের দিকে এগোচ্ছে আইপিএল (IPL)। ইতিমধ্যে স্পষ্ট হতে শুরু করেছে কারা যাচ্ছে নক-আউট পর্বে। প্রথম দল হিসেবে গত শনিবার শেষ চারের যোগ্যতা অর্জন করেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। গোটা মরসুম জুড়েই অনবদ্য তারা। আপাতত ১৩ ম্যাচ খেলে তাদের পয়েন্ট সংখ্যা ১৯। ইতিমধ্যেই প্রথম দুইয়ের মধ্যে থাকাও নিশ্চিত করে ফেলেছে তারা। অন্যদিকে টানা তিন ম্যাচ হেরেও প্লে-অফে পা রেখেছে সঞ্জু স্যামসনের (Sanju Samson) নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস (RR)। গতকাল দিল্লী ক্যাপিটালস ঘরের মাঠে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকে হারানোই প্লে-অফ নিশ্চিত হয়েছে তাদের। ১২ ম্যাচে আপাতত ত্যাদের পয়েন্ট সংখ্যা ১৬।

প্রথম দুই দল নিশ্চিত হলেও প্লে-অফে বাকি দুটি দল কারা হবে তা নিয়ে চলছে জোর লড়াই। মুম্বই, গুজরাত, পাঞ্জাবের মত দল ছিটকে গিয়েছে। কিন্তু অঙ্কের হিসেবে এখনও আইপিএলে জীবিত রয়েছে চেন্নাই সুপার কিংস (CSK), দিল্লী ক্যাপিটালস (DC) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। শতাংশের হিসেবে হায়দ্রাবাদ’কে একটু এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা। চেন্নাই ও বেঙ্গালুরুর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা। দিল্লী খানিক পিছিয়ে পড়েছে চিন্নাস্বামীর মাঠে দিনকয়েক আগে পরাজিত হয়ে। ১৮ মে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ রয়েছে। ধোনি বনাম বিরাটের (Virat Kohli) এই দ্বৈরথে যারা জিতবে তাদের সামনেই প্লে-অফের রেড কার্পেট দেখছে ক্রিকেটজনতা। তবে এই বিশ্লেষণের সাথে সহমত নন হরভজন সিং।

Read More: IPL 2024: প্লে-অফের স্বপ্ন এখনও বেঁচে দিল্লীর, এই পথে শেষ চারে পা রাখতে পারে ঋষভ অ্যান্ড কোং !!

চেন্নাই ও বেঙ্গালুরুকে প্লে-অফে দেখছেন হরভজন-

CSK and RCB | IPL 2024 | Image: Getty Images
CSK and RCB | IPL 2024 | Image: Getty Images

সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসে চলতি আইপিএলে (IPL) ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন হরভজন সিং (Harbhajan Singh)। প্রাক্তন অফস্পিনারকে জিজ্ঞাসা করা হয়েছিলো প্লে-অফে তিনি দেখছেন কোন চার দলকে? নিজের পছন্দ জানাতে বিশেষ সময় ব্যয় করেন নি ভাজ্জি। প্রথম দুটি স্থানে তিনি রেখেছেন কলকাতা নাইট রাইডার্স (KKR) ও রাজস্থান রয়্যালসকে (RR)। তিন ও চার নম্বরে তিনি রেখেছেন যথাক্রমে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। আগামী ১৮ তারিখ মুখোমুখি হওয়ার কথা দুই দলের। এখনও অবধি যা পরিস্থিতি তাতে বলা যায় শনিবারের ম্যাচই হতে চলেছে ভার্চুয়াল নক-আউট। তবে ভাজ্জির ধারণা এই ম্যাচের ফলাফল বিশেষ প্রভাব ফেলবে না। শেষ চারে যাবে দুই দলই।

নিজের তালিকায় সানরাইজার্স হায়দ্রাবাদকে (SRH) রাখেন নি হরভজন (Harbhajan Singh)। কিন্তু বাস্তবে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আপাতত চতুর্থ স্থানে রয়েছে তারা। চেন্নাই ও রয়্যাল চ্যালেঞ্জার্স, উভয়ের বাকি রয়েছে একটি করে ম্যাচ। সেখানে দুটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে সানরাইজার্স (SRH)। অনেকের মতেই পাল্লা ভারী ‘অরেঞ্জ আর্মি’র। তবে অঙ্কের হিসেবে বিচার করলে অবশ্য ভাজ্জি যা বলছেন তা অসম্ভব নয়। যদি শনিবারের ম্যাচে চেন্নাই, বেঙ্গালুরুর কাছে ১৮ রানের কম ব্যবধানে হারে তাহলে তাদের নেট রান রেট বেঙ্গালুরুর (RCB) উপরেই থাকবে। ফলে প্লে-অফ নিশ্চিত হবে তাদের। যদি তা না হয়, তাহলে চেন্নাইকে আশা করতে হবে যে দুই ম্যাচের দুটিতেই যেন হারে হায়দ্রাবাদ। একমাত্র তখনই নেট রান রেটের হিসেবে চেন্নাই ও বেঙ্গালুরু-দুই দলই পেরোবে প্লে-অফের গণ্ডী।

দেখে নিন IPL-এর বর্তমান পয়েন্ট তালিকা-

IPL Points Table | Image: Twitter

Also Read: IPL 2024: ফাইনালের আগেই KKR ছাড়ছেন সল্ট-গুরবাজ, খেতাবী যুদ্ধে এই ক্রিকেটারই হতে পারেন ‘অন্ধের যষ্টি’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *