IPL 2024: ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে আইপিএল (IPL) যাত্রা শুরু করেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। দুই মাসের যুদ্ধ শেষে চিপক স্টেডিয়ামে সেই সানরাইজার্সকে ফাইনালে পরাজিত করেই মরসুমে ইতি টানলো তারা। গোটা টুর্নামেন্টে ধারাবাহিকতার অন্য নাম হয়ে উঠতে দেখা গিয়েছিলো কলকাতা (KKR) ফ্র্যাঞ্চাইজিকে। ফাইনালেও নিজেদের ফর্ম ধরে রাখলো তারা। দিনকয়েক আগে প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্সকে হারিয়েছিলো ৮ উইকেটে। আজকের ফাইনালেও বদলালো না ম্যাচের ফলাফল। ‘অরেঞ্জ আর্মি’র ছুঁড়ে দেওয়া ১১৪ রানের লক্ষ্য ১০.৩ ওভারে স্পর্শ করে উৎসবে মাততে দেখা গেলো শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং-দের। নাইটদের তৃতীয় খেতাব জয়ের পর ফুরফুরে মেজাজে পাওয়া গেলো সুনীল নারাইন (Sunil Narine) ও গৌতম গম্ভীরকেও (Gautam Gambhir)।
২০১২ ও ২০১৪ সালে নিজেদের প্রথম দুটি আইপিএল (IPL) ট্রফি জিতেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। সেই সাফল্যের মূল স্থপতিদের মধ্যে সামনের সারিতেই ছিলেন গৌতম গম্ভীর ও সুনীল নারাইন। অধিনায়ক গম্ভীরের (Gautam Gambhir) আগ্রাসী নেতৃত্ব খেতাব জয়ের কাজটা সহক করেছিলো কলকাতার। আর রহস্য স্পিনার নারাইনের (Sunil Narine) ঘূর্ণি জয়ের পথ মসৃণ করেছিলো বেগুনি-সোনালী শিবিরের জন্য। এরপর কেটে গিয়েছে দীর্ঘ সময়। ২০২৪-এ এসে নাইটদের তৃতীয় ট্রফি জয়ের পিছনেও মুখ্য ভূমিকা রাখলেন এই দুজনই। সেদিনের অধিনায়ক গম্ভীর অবসরের পর এখন নাইট রাইডার্সেই যোগ দিয়েছেন মেন্টর হিসেবে। আর এই নিয়ে কলকাতার (KKR) জার্সিতে ১৩তম আইপিএল মরসুম খেললেন নারাইন। দুই কিংবদন্তিকে সাফল্যের শৃঙ্গ ছুঁয়ে আবেগবিহ্বল হতে দেখলো আজকের চিপক।
Read More: IPL 2024: ব্যাট হাতে আইপিএলের বাইশ গজে রাজত্ব ‘কিং’ কোহলির, প্রত্যাবর্তন ‘পার্পল’ প্যাটেলের !!
গম্ভীরের সাথে উদ্যাপনে সামিল নারাইন-
ট্রফিকে পাখির চোখ করেই গম্ভীরকে (Gautam Gambhir) ডাগ-আউটে ফিরিয়েছিলো নাইট রাইডার্স (KKR)। প্রথম সুযোগেই দলমালিক শাহরুখ খানের আস্থার দাম দিলেন তিনি। মরসুমের শুরু থেকেই গম্ভীরের মগজাস্ত্রের জোর দেখা গিয়েছিলো কলকাতার (KKR) খেলায়। হর্ষিত রাণা, বৈভব আরোরাদের মত নতুন মুখদের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করে তাক লাগিয়ে দিয়েছিলেন গম্ভীর। কিন্তু তিনি সবচেয়ে বড় বদল আনেন সুনীল নারাইনকে (Sunil Narine) ওপেনার হিসেবে ব্যবহার করে। নতুন ভূমিকায় ঝড় তোলেন ক্যারিবিয়ান তারকা। শতরান, অর্ধশতকের সুবাদে ১৪ ইনিংসে করেন ৪৮৮ রান। নেন ১৭ উইকেট। গত দুই মরসুম ভালো কাটে নি তাঁর। অনেকেই চেয়েছিলেন এবার যেন রিটেন না করা হয় তাঁকে। কিন্তু গম্ভীরের হাত ধরে নারাইনের (Sunil Narine) নবজন্ম যেন প্রত্যক্ষ করলো এবারের আইপিএল।
গম্ভীর ও নারাইন-দুজনকেই সাধারণত মাঠে বিশেষ প্রতিক্রিয়া দিতে দেখা যায় না। হার-জিত, কষ্ট, আনন্দ সবেতেই আবেগকে দমিয়ে রাখেন তাঁরা। এই নিয়ে সোশ্যাল মিডিয়া ছয়লাপ হয় মিম, ব্যঙ্গচিত্রেও। কিন্তু আজ তৃতীয় আইপিএল (IPL) জয়ের পর যেন ভাঙলো সব বাঁধন। আবেগের বহিঃপ্রকাশ দেখা গেলো তাঁদের তরফেও। প্রাক্তন সতীর্থ ও বর্তমান ছাত্র নারাইনকে প্রথমে আলিঙ্গন করেন গম্ভীর। পরে কোলে তুলে নেন। পরে গম্ভীরকে (Gautam Gambhir) কোলে তুলে নিতে দেখা যায় নারাইনকেও (Sunil Narine)। এই মুহূর্তটিকে সোনালী ফ্রেমে বাঁধিয়ে রাখার কথা সম্প্রচারকারী সংস্থা জিও সিনেমার স্টুড়িওতে দাঁড়িয়ে জানালেন প্রাক্তন নাইট রবিন উথাপ্পা। নীতিশ রাণা বলেন, “যেদিন জিজি স্যারের ফেরার খবর পেয়েছিলেম, আমি ওনাকে শুভেচ্ছা জানিয়েছিলাম। উনি উত্তরে জানিয়েছিলেন দলকে পোডিয়ামে দেখতে চাই। আজ সেইদিন।”