ipl-final-shreyas-iyer-imitates-narine

IPL 2024: সপ্তদশ আইপিএলে (IPL) বিজয়ীর মুকুট উঠবে কার মাথায়? জানা যাবে আজ। ফাইনাল ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে শেষ করার পর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্সকে হারিয়েই ফাইনালে পৌঁছেছে নাইট শিবির। মরসুমে দুইবার ‘অরেঞ্জ আর্মি’কে হারানোর আত্মবিশ্বাস আজ সঙ্গী হবে তাদের। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারে হেরেও ফাইনালে সানরাইজার্স। তারা এই চিপকেই রাজস্থান রয়্যালসকে (RR) হারিয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ারে। এখনও অবধি অধিনায়ক হিসেবে ফাইনালে অপরাজিত প্যাট কামিন্স (Pat Cummins)। সেই রেকর্ড টিকিয়ে রাখার লড়াই আজ তাঁর সামনে।

ফাইনালের অন্যতম ফেভারিট দল নিঃসন্দেহে কলকাতা। ব্যাটিং-বোলিং হোক বা ফিল্ডিং-তিন বিভাগেই বেশ জমাট দেখিয়েছে তাদের গোটা আইপিএল জুড়ে। ফিল সল্ট দেশে ফিরে যাওয়ার পরে গুরু দায়িত্ব কাঁধে নিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার (Vekatesh Iyer), শ্রেয়স আইয়াররা। টি-২০ ক্রিকেটে যে কোনো দিন বিধ্বংসী হয়ে উঠতে পারেন আন্দ্রে রাসেল। থাকছেন রিঙ্কু সিং (Rinku Singh), রমনদীপ সিং-এর মত ভারতীয় প্রতিভা। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী বরুণ চক্রবর্তী রয়েছেন স্কোয়াডে। রয়েছেন সুনীল নারাইনের মত পরীক্ষিত ম্যাচ উইনার। চিন্তা ছিলো মিচেল স্টার্কের ফর্ম নিয়ে, কিন্তু প্রথম কোয়ালিফায়ারে তাঁর বোলিং ভরসা যুগিয়েছে। এর পাশাপাশি ফাইনাল জিততে এক্স-ফ্যাক্টরকে সঙ্গী করছে নাইটরা। ব্যাটিং-এর পাশাপাশি বোলিং-এ দলকে নেতৃত্ব দেওয়া সংকল্প নিচ্ছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।

Read More: T20 বিশ্বকাপে ভারতের চমক অভিষেক শর্মা, এই ‘ফ্লপ’ তারকার বদলে সামিল হচ্ছেন স্কোয়াডে !!

দ্বিতীয় নারাইন হবেন শ্রেয়স?

Shreyas Iyer | IPL | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

এই বছরের আইপিএলের (IPL) অন্যতম সেরা বোলিং আক্রমণ কলকাতা নাইট রাইডার্সের (KKR)। তাদের পাঁচজন বোলার ১৫ বা তার বেশী উইকেট পেয়েছেন। পেস বিভাগে স্টার্ক, হর্ষিত রাণা, বৈভব আরোরা’রা নজর কেড়েছেন। একইসাথে স্পিন বিভাগের ভার সামলেছেন বরুণ চক্রবর্তী, সাথে রয়েছেন বহু যুদ্ধের ঘোড়া সুনীল নারাইন। গৌতম গম্ভীর (Gautam Gambhir) মেন্টর হয়ে ফিরে আসার পর যেন সম্পূর্ণ বদলে গিয়েছেন নারাইন। ব্যাট হাতে ওপেন করতে নেমে ঝড় তুলতে দেখা গিয়েছে তাঁকে। করেছেন শতরান। ১৩ ইনিংসে তিনি করেছেন ৪৮২ রান। নাইট রাইডার্সের সর্বোচ্চ রান সংগ্রাহক’ও তিনিই। এছাড়া বল হাতে ১৪ ম্যাচে তিনি নিয়েছেন ১৬ উইকেট। ফাইনালেও কলকাতার বড় বাজি হবেন ক্যারিবিয়ান কিংবদন্তি।

ফাইনালে নারাইন অস্ত্রে প্রতিপক্ষকে বধ করার পরিকল্পনা নিঃসন্দেহে রয়েছে নাইটদের। সাথে সাথে তাঁর বিকল্প’ও তৈরি রাখছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর গৌতম গম্ভীর। নারাইন, বরুণের পাশাপাশি নাইটদের বিস্ময় স্পিনারের তালিকায় সম্ভবত যুক্ত হতে চলেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।  চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামের মন্থর, স্পিন সহায়ক পিচকে মাথায় রেখেই সম্ভবত বোলিং অনুশীলন সেরে রাখলেন কলকাতা নাইট রাইডার্স (KKR) অধিনায়ক। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে পার্ট টাইমার অভিষেক শর্মাকে ব্যবহার করে বাজিমাত করেছিলো সানরাইজার্স। প্রয়োজনে আজকের ম্যাচে তিনি যে বোলিং করবেন তা বুঝিয়ে দিলেন শ্রেয়স (Shreyas Iyer)। চিপকের নেটে একেবারে সুনীল নারাইনের বোলিং অ্যাকশন নকল করতে দেখা গেলো তাঁকে। ভিডিও সামনে আসতেই অনেকে দ্বিতীয় নারাইন বলছেন তাঁকে।

দেখে নিন ভিডিও-

Also Read: IPL Final 2024: কলকাতার বিরুদ্ধে মাস্টারপ্ল্যান প্যাট কামিন্সের, এই খেলোয়াড় হবেন ‘তুরুপের তাস’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *