ipl-fans-rejoice-as-cummins-named-srh-captain

IPL 2024; এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL 2024) নতুন মরসুম। ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী ২২ মার্চ থেকে শুরু হবে ব্যাট-বলের দ্বৈরথ। মাঠে নামার আগে বড় সিদ্ধান্ত নিলো সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। অধিনায়ক বদলে ফেললো তারা। গত মরসুমে নেতার দায়িত্ব ছিলো দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামের (Aiden Markram) কাঁধে। এবার নতুন অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স (Pat Cummins)। দিনকয়েক আগে এইডেন মার্করামের নেতৃত্বে SA20 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলো সানরাইজার্স ইস্টার্ন কেপ। টানা দুই বছর দক্ষিণ আফ্রিকার টি-২০ টুর্নামেন্টে সানরাইজার্সকে চ্যাম্পিয়ন করেছিলেন মার্করাম। তা সত্ত্বেও ভারতে নেতৃত্ব হারাতে হলো তাঁকে।

Read More: “এরপর আর কেউ…” বিরাট কোহলির সাথে সম্পর্কের ওঠাপড়া নিয়ে মুখ খুললেন নবীন উল হক !!

গত ১৯ ডিসেম্বরের নিলামে কামিন্সকে দলে নিয়ে হইচই ফেলে দিয়েছিলো সানরাইজার্স (SRH)। প্রথম ক্রিকেটার হিসেবে ২০ কোটি টাকার গণ্ডী টপকে যান তিনি। শেষমেশ জোড় দড়ি-টানাটানির পর অজি তারকাকে ‘অরেঞ্জ আর্মি’ দলে নেয় ২০ কোটি ৫০ লক্ষ টাকার বিনিময়ে। নিলামের দিনই ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশ জানিয়েছিলো যে কামিন্সকে (Pat Cummins) সম্ভবত অধিনায়ক বেছে নিতে চলেছে সানরাইজার্স। শেষমেশ সত্যি হলো সেই ভবিষ্যদ্বাণীই। এর আগে কলকাতা নাইট রাইডার্স, দিল্লী ক্যাপিটালসের মত ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল (IPL) খেলার অভিজ্ঞতা রয়েছে কামিন্সের। কলকাতার (KKR) হয়ে ২০১২ সালে ট্রফিও জিতেছেন। মূলত বোলার হলেও লোয়ার অর্ডারে ঝোড়ো ব্যাটিং করতেও সিদ্ধহস্ত তিনি। ১৪ বলে অর্ধশতক করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।

নেতা হিসেবে ক্রিকেটদুনিয়ায় যথেষ্ট সমাদৃত কামিন্স। অস্ট্রেলিয়াকে তিনি একই বছরে জিতিয়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপ। চাপের মুখে তাঁর ঠান্ডা থাকার প্রবণতাকে কুর্ণিশ জানাতে বাধ্য হন ক্রিকেট অনুরাগীরা। কমলা-কালো বাহিনীর নেতা হিসেবে কামিন্সের নাম ঘোষণা হওয়ার পরেই হইচই সমর্থকদের মধ্যে। ‘পোড় খাওয়া অধিনায়কের হাতে এবার দায়িত্ব, মুখিয়ে রয়েছি ম্যাচ দেখতে’ মন্তব্য করেছেন এক সানরাইজার্স সমর্থক। ‘বিশ্বজয়ী অধিনায়ক আমাদের আইপিএল ট্রফিও জেতাবেন’ আশায় বুক বাঁধতে দেখা গিয়েছে আরও একজনকে। ‘কামিন্সকে নেতৃত্ব দেওয়া দুর্দান্ত সিদ্ধান্ত’ কর্মকর্তাদের ধন্যবাদ দিয়ে লিখেছেন আরও একজন। ২০১৬ সালে যখন সানরাইজার্স ট্রফি জিতেছিলো তাদের অধিনায়ক ছিলেন অস্ট্রেলীয় ডেভিড ওয়ার্নার। এবার দলের রাশ তুলে দেওয়া আরেক অজির হাতে।‘অস্ট্রেলীয় কানেকশনেই ট্রফি আসবে’, মন্তব্য এক ক্রিকেটপ্রেমীর।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2024: ট্রফি জিততে দুর্ধর্ষ চাল দিল SRH, টুর্নামেন্ট শুরুর আগে এই মহাতারকাকে করলো দলের অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *