naveen-on-hugging-kohli-during-wc-2023

গত বছরের আইপিএলে (IPL) অন্যতম চর্চার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছিলো ভারতীয় সুপারস্টার বিরাট কোহলি (Virat Kohli) ও আফগানিস্তানের পেসার নবীন উল হকের (Naveen ul Haq) ঝামেলা। ১ মে লক্ষ্ণৌর ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। মাঠেই লক্ষ্ণৌর নবীন উল হকের সাথে একপ্রস্থ কথা কাটাকাটি হয় বিরাটের। ঝামেলার রেশ গড়ায় খেলা শেষের পরেও। দুই দলের ক্রিকেটাররা যখন মাঠ ছাড়ার আগে হাত মেলাচ্ছিলেন, তখন চড়া সুরে একে অন্যকে কিছু বলতে শোনা গিয়েছিলো দুজনকে। এই ঝামেলায় পরে জড়িয়ে পড়েন লক্ষ্ণৌ দলের তৎকালীন মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। নবীনের পক্ষ নিয়ে পুরনো প্রতিদ্বন্দ্বী বিরাটের বিরুদ্ধে আক্রমণ শানান তিনিও।

মাঠে বিবাদে জড়িয়ে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হয়েছিলো বিরাট কোহলি (Virat Kohli), নবীন উল হক ও গৌতম গম্ভীর’কে। তবে খেলা শেষ হওয়ার পরেও দুই শিবিরের আক্রমণ-পাল্টা আক্রমণ থামে নি। মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে একটি ম্যাচে হারে রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB)। আম খেতে খেতে তিনি যে সেই হার উপভোগ করছেন, তা ইনস্টাগ্রাম স্টোরিতে ভক্তদের জানান নবীন উল হক। ক্যাপশনে লেখেন স্যুইট ম্যাঙ্গো। পালটা দেন বিরাট’ও (Virat Kohli)। লক্ষ্ণৌ সুপারজায়ান্টস পরবর্তী ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ধরাশায়ী হলে তিনিও ইনস্টাগ্রামে গুজরাতের ঋদ্ধিমান সাহা, শুভমান গিল, রশিদ খানদের আলাদা করে শুভেচ্ছা জানান। এই বিতর্কিত অধ্যায়ের শেষ কোথায় তা আন্দাজ করতে পারছিলেন না কেউই। শেষমেশ জবাব মেলে অক্টোবর মাসে বিশ্বকাপের ম্যাচ চলাকালীন।

Read More: আইপিএল শুরুর আগে চিন্তার ভাঁজ চেন্নাই শিবিরে, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন এই ম্যাচ উইনার !!

বিশ্বকাপের আঙিনায় বিবাদ ভোলেন বিরাট-নবীন-

Virat Kohli and Naveen ul Haq | Image: Getty Imges
Virat Kohli and Naveen ul Haq | Image: Getty Imges

আইপিএলের ঘটনার পর ভারতের ক্রিকেটজনতার চোখে ‘ভিলেন’ হয়ে উঠেছিলেন নবীন উল হক (Naveen ul Haq)। দেশের যে কোনো প্রান্তের মাঠেই দর্শকদের থেকে দুয়োধ্বনি শুনছিলেন তিনি। আফগান পেসারের উদ্দেশ্যে ভেসে আসছিলো ‘বিরাট’, ‘বিরাট’ চিৎকার। আইপিএলের পর ওডিআই বিশ্বকাপের আসর বসেছিলো ভারতের মাটিতে। সেখানেও কোহলি (Virat Kohli) ভক্তদের রোষানল এড়াতে পারেন নি নবীন। ধর্মশালার মাঠে কটূক্তি শুনতে হয়েছিলো তাঁকে। টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে আফগানিস্তানের ম্যাচটি আবার ছিলো বিরাটের হোমগ্রাউন্ড দিল্লীতে। পরিস্থিতি যে উত্তপ্ত হতে পারে, আশা করেছিলেন অনেকেই।

কোহলি (Virat Kohli) বনাম নবীন ব্যাট-বলের দ্বৈরথে স্ফুলিঙ্গ ঠিকরে বেরোয় নি সেইদিন। আফগান পেসারের বিরুদ্ধে বাড়তি আগ্রাসন দেখাতে যান নি বিরাট। তবে আইপিএল থেকে চলে আসা বিবাদ মিটিয়ে ফেলতে পদক্ষেপ নিতে দেখা যায় ভারতীয় কিংবদন্তিকে। ভারত প্রত্যাশামতই সহজে হারিয়েছিলো আফগানিস্তানকে। ঝোড়ো শতরান করে দিল্লীর বাইশ গজ শাসন করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু ভারতীয় ইনিংস চলাকালীন তরুণ আফগান পেসার নবীন উল হক’কে (Naveen ul Haq) বিরাট কোহলির জড়িয়ে ধরার ছবিটিই এই ম্যাচের সেরা ফ্রেম। পরে নবীন নিজেও সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে বিরাট নিজেই তাঁকে এসে বলেন, “চলো ব্যাপারটা মিটিয়ে ফেলি” উত্তরে তিনিও বলেন, “হ্যাঁ তাই করা যাক।”

বিরাট বিতর্ক নিয়ে মুখ খুললেন নবীন উল হক-

Naveen Ul Haq | Image: Getty Images
Naveen Ul Haq | Image: Getty Images

গত আইপিএলের (IPL) পর কেটে গিয়েছে একটা বছর। এই বারোটা মাসে বদলে গিয়েছে অনেক কিছু। ভারত বিশ্বকাপ (ICC World Cup 2024) জয়ের দোরগোড়া থেকে ফিরে এসেছে খালি হাতে। বিরাট কোহলি (Virat Kohli) অনবদ্য ক্রিকেট খেলে ভেঙেছেন শচীন তেন্ডুলকরের রেকর্ড। ওডিআই ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক শতরান ও বিশ্বকাপের এক সংস্করণে সর্বোচ্চ রানের রেকর্ড এখন তাঁর দখলে। দ্বিতীয় সন্তান অকায়ের পিতাও হয়েছেন তিনি। পক্ষান্তরে টেস্ট ও ওডিআই ক্রিকেট থেকে মাত্র ২৪ বছর বয়সেই অবসর নিয়ে নিয়েছেন নবীন উল হক (Naveen ul Haq)। তিনি ফোকাস করছেন আন্তর্জাতিক টি-২০ ও ফ্র্যাঞ্চাইজি লীগগুলির উপর। মাঝের বারো মাসে বদলে গিয়েছে কোহলি ও নবীনের সম্পর্ক’ও।

ভারতীয় সুপারস্টারের সাথে বিবাদ, বিতর্ক ও সমাধান সূত্র খুঁজে পাওয়া, সম্পূর্ণ অধ্যায়টি নিয়ে পাকিস্তানের জালমি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন আফগানিস্তানের পেসার। সম্প্রতি পিএসএল খেলতে পাকিস্তানে গিয়েছিলেন তিনি। সেখানেই সাক্ষাৎকারে জানান, “বিশ্বকাপ চলাকালীন বিরাট কোহলি ভাই আমায় এসে বলেন সমস্যা মিটিয়ে ফেলার ব্যাপারে। আমিও রাজী হই। তিন এরপর আমায় বলেছিলেন, ‘এরপর আর দর্শকেরা তোমায় বিরক্ত করবে না।’ ম্যাচ শেষে আমরা হাসিঠাট্টা করছিলাম। একে অপরকে আলিঙ্গনও করি।” সত্যি হয়েছিলো বিরাটের ভবিষ্যদ্বাণী। দিল্লীতে ভারত-আফগানিস্তান্ত ম্যাচের পর দর্শকদের তরফ থেকে বিশেষ কটাক্ষ শুনতে হয় নি নবীনকে। বরং বেশ কিছু ম্যাচে তাঁর জন্য জয়ধ্বনিও দিয়েছেন ভারতীয় সমর্থকেরা।

Also Read: IND vs PAK: T20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের মূল্য পৌঁছেছে কোটি টাকায়, মাথায় হাত ক্রিকেট প্রেমীদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *