ipl-fans-laud-srh-as-they-reach-final

IPL 2024: গত মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্সকে হায়দ্রাবাদকে (SRH) পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। বিজিত হায়দ্রাবাদের জায়গা হয়েছিলো দ্বিতীয় কোয়ালিফায়ারে। এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে আজ ফাইনালে ওঠার লড়াইতে প্যাট কামিন্সদের (Pat Cummins) মুখোমুখি হয়েছিলো রাজস্থান (RR)। গত ম্যাচে হারতে হলেও আজ চেন্নাইয়ের বাইশ গজে দুর্দান্ত ভাবে সামলে নিলো সানরাইজার্স। চলতি মরসুমে অধিকাংশ ম্যাচই নিজেদের ব্যাটিং শক্তির জোরে জিততে দেখা গিয়েছিলো তাদের। আজ ব্যাটিং-এ কিছু ফাঁকফোকর থাকলেও বল হাতে নিয়ন্ত্রণ বজায় রেখে ম্যাচ বের করে নিলো তারা। ৩৬ রানে জিতে পা রাখলো ফাইনালে।

Read More: IPL 2024: “ঝুলি থেকে বেড়াল বেরিয়েই গেলো…” BCCI-এর ‘স্ক্রিপ্ট’ মেনেই এগোচ্ছে আইপিএল, জোর তরজা সোশ্যাল মিডিয়ায় !!

টসে জিতেছিলো রাজস্থান (RR)। প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো তারা। শুরুতেই অভিষেক শর্মাকে ফিরিয়ে ধাক্কা দিয়েছিলেন ট্রেন্ট বোল্ট (Trent Boult)। নিজের প্রথম স্পেলে তিনি ফিরিয়ে দেন রাহুল ত্রিপাঠী ও নীতিশ কুমার রেড্ডিকেও। আজ ৩ উইকেট নিলেন আবেশ খান, জোড়া উইকেট সন্দীপ শর্মা’র। হেনরিখ ক্লাসেনের (Heinrich Klaasen) ৫০ রানের ইনিংস নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রানে পৌঁছে দেয় হায়দ্রাবাদকে। ইনিংসের বিরতিতে রাজস্থানকেই এগিয়ে রেখেছিলেন বিশেষজ্ঞরা। ‘আধুনিক টি-২০তে ১৭৬ রানের টার্গেট কিছুই এমন নয়। অভিনন্দন রাজস্থানকে’ এহেন পোস্টে ভরেছিলো সোশ্যাল মিডিয়ার দেওয়াল। কিন্তু শেষ বলটি ডেলিভার হওয়ার আগে অবধি ভবিষ্যদ্বাণী যে করা উচিৎ নয় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো আজকের ম্যাচ।

রান তাড়া করতে নেমে প্রথমে রাজস্থান ধাক্কা খায় প্যাট কামিন্সের বলে কোহলার ক্যাডমোর ফিরে যাওয়ায়। ১৬ বলে ১০ করেন তিনি। এরপরই মাস্টারস্ট্রোক দেন প্যাট কামিন্স। পিচ মন্থর হচ্ছে দেখে পেসারদের সরিয়ে আক্রমণে আনেন অভিষেক শর্মা ও শাহবাজ আহমেদকে (Shahbaz Ahmed)। আজ দুই তরুণের ঘূর্ণিই ডোবালো রাজস্থানকে। ৩ উইকেট তুলে নেন শাহবাজ। দুটি পান অভিষেক। ‘সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, আবার ক্যাপ্টেন্সির জাদু দেখালো কামিন্স’ লিখেছেন এক নেটিজেন। ‘ধোনির পর কোনো অধিনায়ক যদি নজর কেড়ে থাকেন তিনি কামিন্স’ লিখেছেন আরও একজন। একই সাথে শাওবাজ ও অভিষেককে প্রশংসায় মুড়েছে নেটদুনিয়া। চাপের মুখে অনবদ্য অর্ধশতক করেন ধ্রুব জুড়েল। ‘ও লম্বা রেসের ঘোড়া। দারুণ ভবিষ্যৎ ওর’ এমন মন্তব্য প্রতিধ্বনিত হয়েছে আজ নেটদুনিয়ায়। ‘রবিবার দেখা হচ্ছে’ জয়ের পর উচ্ছ্বাস চেপে রাখে নি ‘অরেঞ্জ আর্মি।’

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: আগামী IPL-এ বেঙ্গালুরু ছাড়ছেন বিরাট কোহলি, নতুন জার্সিতে জিতবেন ট্রফি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *