ipl-fans-happy-as-kkr-reaches-final

IPL 2024: আইপিএলের (IPL) লীগ পর্ব শেষ হয়েছিলো গত রবিবার। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল-কলকাতা নাইট রাইডার্স (KKR) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) মুখোমুখি হয়েছিলো আজ প্রথম কোয়ালিফায়ারে।  আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রতিপক্ষকে রীতিমত গুঁড়িয়ে দিলো কলকাতা। গোটা মরসুমেই দুরন্ত ধারাবাহিকতা দেখিয়েছে নাইটরা, আজও আহমেদাবাদের বাইশ গজে তারা দেখিয়ে দিলো কেন বেগুনি-সোনালীন শিবিরকে খেতাবের অন্যতম দাবীদার বলছেন বিশেষজ্ঞরা। টসের মুদ্রা পড়েছিলো সানরাইজার্সের দিকে। নিজেদের শক্তির কথা মাথায় রেখে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক কামিন্স (Pat Cummins)। কিন্তু নাটদের বিক্রমের সামনে প্রতিরোধ গড়তেই পারলো না ‘অরেঞ্জ আর্মি।’ ৮ উইকেটের ব্যবধানে সহজ জয় পেয়ে ফাইনালে পৌঁছে গেলো কলকাতা।

দিনটা যে আজ কলকাতার, তার আভাস মিলেছিলো সানরাইজার্স (SRH) ইনিংসের গোড়াতেই। প্রথম ওভারের দ্বিতীয় বলে ট্র্যাভিস হেড’কে (Travis Head) ০ রানে বোল্ড করেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। পাওয়ার প্লে’তে তিন ওভার হাত ঘুরিয়ে তিনি আজ তুলে নেন তিন উইকেট। আউট করেন নীতিশ রেড্ডি ও শাহবাজ আহমেদকেও। ‘কারা যেন স্টার্কের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছিলেন?’ অজি ক্রিকেটারকে প্রশংসায় ভরিয়ে প্রশ্ন তুলেছেন এক ভক্ত। ‘বড় ক্রিকেটাররা বড় ম্যাচেই জ্বলে ওঠেন’ লিখেছেন আরও একজন। ‘আর একটা ম্যাচে এমন পারফর্ম করলে ট্রফি আটকার কে?’ মন্তব্য আরও একজনের। ‘নিজের চ্যাম্পিয়ন মানসিকতার প্রমাণ আজ দিয়ে দিলেন স্টার্ক। অসাধারণ বোলিং’ প্রশংসায় ঝড় থামছেন না আপাতত।

নাইট রাইডার্সের জয়ে উদ্বেল সোশ্যাল মিডিয়া-

KKR vs SRH | IPL 2024 | Image: Getty Images
KKR vs SRH | IPL 2024 | Image: Getty Images

একা স্টার্ক নন, কলকাতার (KKR) হয়ে অনবদ্য বোলিং করেন বাকিরাও। বৈভব আরোরা ২টি, নারাইন, বরুণ চক্রবর্তী, হর্ষিত রাণা, আন্দ্রে রাসেলরা একটি করে উইকেট পান। এই আইপিএল মরসুমে নাইট শিবিরের পাঁচ বোলারের ঝুলিতে ১৫ বা তার বেশী উইকেট। ‘একটা দল কতটা ভালো, এর থেকে ভালো প্রমাণ তার কিই বা হতে পারে?’ লিখেছেন একজন। ধুঁকতে থাকা সানরাইজার্স ব্যাটিং-কে খানিক অক্সিজেন যোগালো আজ রাহুল ত্রিপাঠীর (Rahul Tripathi) ব্যাট। প্রাক্তন নাইট রাইডার্স তারকা ৩৫ বলে করলেন ৫৫ রান। দুর্ভাগ্যজনক ভাবে রান-আউট হওয়ায় তাঁর পাশে দাঁড়িয়েছেন নেটজনতা। ‘আজ দিনটাই খারাপ’ লিখেছেন একজন। শেষবেলায় লড়াকু ৩০ রান করেন কামিন্স। ‘যাবতীয় ঝড়-ঝাপ্টার বিরুদ্ধে কামিন্সের লড়াকু মানসিকতাকে কুর্নিশ জানাতেই হয়’ মন্তব্য এক নেটিজেনের।

১৯.৩ ওভারে ১৫৯ রানে থেমেছিলো সানরাইজার্স (SRH)। রান তাড়া করতে নেমে ঝোড় তোলেন গুরবাজ ও নারাইন। তখনই লেখা হয়ে গিয়েছিলো ম্যাচের ভবিতব্য। নটরাজনের বলে ২৩ করে ফেরেন গুরবাজ। ২১ করে আউট হন নারাইন। তাঁকে আউট করেন কামিন্স। এরপর তাণ্ডব শুরু করেন ভেঙ্কটেশ আইয়ার ও শ্রেয়স আইয়ার। গত কয়েকটি ম্যাচে যেভাবে ব্যাটিং ঝড়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে সানরাইজার্স, আজ যেন ঠিক একই পরিস্থিতির সম্মুখীন হতে হলো হায়দ্রাবাদকে। ২৮ বলে ৫১ করে অপরাজিত থাকেন ভেঙ্কটেশ (Venkatesh Iyer)। শ্রেয়সের সংগ্রহ ২৪ বলে ৫৮*। ‘আজ নিজেদের চালে নিজেরাই জব্দ’ লিখেছেন এক নেটনাগরিক। ‘বেধড়ক ঠ্যাঙানি একেই বলে’ উচ্ছ্বসিত মন্তব্য আরও একজনের। ‘তৃতীয় ট্রফি এবার সময়ের অপেক্ষা’ এখন থেকেই রবিবারের প্রস্তুতি শুরু করেছেন সমর্থকেরা।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: IPL 2024: স্টার্কের স্যুইং-এ কুপোকাত ট্র্যাভিস হেড, আহমেদাবাদে দাপট নাইটদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *