ipl-fans-chant-hardik-when-dog-enter-ground

IPL 2024: গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো গুজরাত টাইটান্স (GT) ও মুম্বই ইন্ডিয়ান্স (MI)। আপাতদৃষ্টিতে আইপিএলের (IPL) সাধারণ লীগ ম্যাচ হলেও এই দ্বৈরথ ঘিরে বহু দিন ধরেই পারদ চড়ছিলো উত্তেজনার। এই বাড়তি উন্মাদনার কারণ মরসুম শুরুর আগে হার্দিক পান্ডিয়ার দলবদল। ২০২২ ও ২০২৩ মরসুমে গুজরাত টাইটান্সের (GT) অধিনায়ক ছিলেন হার্দিক (Hardik Pandya)। দুই বছরের মধ্যে একবার দলকে চ্যাম্পিয়ন করেছেন তিনি, একবার তাঁর নেতৃত্বে রানার্স হয়েছে গুজরাত। কিন্তু আচমকাই দলত্যাগ করেন তিনি। ২০১৫ সালে যে ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন-সেই মুম্বই ইন্ডিয়ান্সেই (MI) ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তারকা অলরাউন্ডারের এই দলবদল ভালো চোখে দেখেন নি টাইটান্স সমর্থকেরা। আহমেদাবাদে গুজরাতের হোম ম্যাচে দর্শকরা যে হার্দিককে সাদরে বরণ করে নেবেন না, আন্দাজই করা গিয়েছিলো তেমনটা। বাস্তবেও দেখা গেলো সেই চিত্রই।

Read More: IPL 2024: আইপিএলের বাকি ম্যাচের দিনক্ষণ ঘোষণা করে দিল বিসিসিআই, এই মাঠে বসবে ফাইনালের আসর !!

হার্দিকের (Hardik Pandya) যোগদান নিয়ে শোরগোল মুম্বই ইন্ডিয়ান্স সাজঘরের অন্দরেও। তাঁকেই অধিনায়কের পদে বসিয়েছেন আম্বানিরা। সরানো হয়েছে রোহিত শর্মা’কে। গতকাল মুম্বই অধিনায়ক হিসেবে যখন টসের সময় প্রথম নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সবুজ ঘাসে পা রাখেন হার্দিক, তখন থেকেই তাঁর উদ্দেশ্যে উড়ে আসতে থাকে কটাক্ষের তীর। দর্শকদের নিরন্তর দুয়োধ্বনি দেওয়া অবাক করেছে কেভিন পিটারসেনের (Kevin Pietersen) মত ক্রিকেটব্যক্তিত্বকেও। ধারাভাষ্য দেওয়ার সময় তিনি জানান, “ভারতের মাটিতে কোনো ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে যে দর্শকেরা দুয়োধ্বনি দিতে পারেন, তেমনটা ধারণাতেও ছিলো না।” হার্দিকের (Hardik Pandya) প্রতি দর্শকদের অসন্তোষের পরিমাণ ঠিক কতটা, তার খানিক আন্দাজ পাওয়া গেলো একটি কুকুর খেলা চলাকালীন মাঠে ঢুকে পড়ায়। সারমেয়টির উদ্দেশ্যে ‘হার্দিক, হার্দিক’ চিৎকার করতে থাকেন বেশ কিছু সমর্থক যার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) কাছে সুযোগ ছিলো পারফর্ম্যান্সের জোরে দর্শকদের কটূক্তি থামিয়ে দেওয়ার। কিন্তু নেতৃত্বের চাপ সামলে মরসুমের প্রথম ম্যাচে নিজেকে সঠিকভাবে মেলে ধরতে পারলেন না তিনি। নতুন বল হাতে তুলে নিয়েছিলেন। প্রথম বলেই তাঁকে বাউন্ডারিতে পাঠিয়ে স্বাগত জানান গুজরাত ওপেনার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। ৩ ওভার হাত ঘুরিয়ে ১০ ইকোনমি রেট-সহ ৩০ রান দিলেও উইকেটশূন্য থাকতে হয়েছে হার্দিককে। ব্যাট হাতেও সুযোগ ছিলো নায়ক হওয়ার। সাত নম্বরে নেমে ১টি চার ও ১টি ছক্কা-সহ ৪ বলে ১১ করেন তিনি। জয়ের জন্য যথেষ্ট হয় নি তা। আউট হন উমেশ যাদবের বলে। হার্দিক আউট হওয়ার পরেই জয়ের আশা নিভেছিলো মুম্বই ইন্ডিয়ান্সের। প্রথমে ব্যাটিং করে গুজরাত টাইটান্স তোলে ১৬৮, জবাবে ১৬২ রানেই থমকে যায় মুম্বইয়ের ইনিংস।

দেখে নিন ভিডিও-

Also Read: IPL 2024, CSK vs GT, Match-07, Match Preview: ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া চেন্নাই, অ্যাওয়ে ম্যাচে দাপূটে জয়ই ‘পাখির চোখ’ গুজরাতের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *