ipl-csk-vs-gt-match-07-stats-preview

IPL 2024: মঙ্গলবার চিপকের বাইশ গজে মুখোমুখি ২০২৩ আইপিএলের (IPL) দুই ফাইনালিস্ট-চেন্নাই সুপার কিংস (CSK) ও গুজরাত টাইটান্স (GT)। শেষ সাক্ষাতে গুজরাতকে হারিয়ে খেতাব জিতে নিয়েছিলো চেন্নাই। এরপর দুই দলেই দেখা গিয়েছে বেশ কিছু পরিবর্তন। সুপার কিংস শিবিরের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। পরিবর্তে নতুন নেতা হিসেবে অভিষেক হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad)। নতুন অধিনায়কের অধীনে প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে জয়’ও পেয়েছে চেন্নাই। অন্যদিকে নেতৃত্ব বদলেছে গুজরাত ফ্র্যাঞ্চাইজিরও। হার্দিক পান্ডিয়া দল ছাড়ার পর দলের দায়িত্ব হাতে পেয়েছেন শুভমান গিল (Shubman Gill)। নেতা হিসেবে প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পেয়েছেন তিনিও। মঙ্গলবারের দ্বৈরথে দুই পয়েন্টকে পাখির চোখ করে মাঠে নামবে দুই শিবিরই।

মরসুমের দ্বিতীয় হোম ম্যাচে একাদশে বিশেষ রদবদলের পথে হাঁটবে না চেন্নাই সুপার কিংস (CSK)। ওপেনিং-এ তাদের বাজি হবেন ঋতুরাজ গায়কোয়াড় ও রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। তিনে খেলার সম্ভাবনা অজিঙ্কা রাহানের। এরপর চার নম্বরে ব্যাট হাতে সম্ভবত দেখা যাবে কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল’কে (Daryl Mitchell)। পাঁচে বিগ-হিটার শিবম দুবে’কে ব্যবহার করা হতে পারে চেন্নাই ফ্র্যাঞ্চাইজির তরফে। এরপর থাকছেন রবীন্দ্র জাদেজা। ব্যাটিং-এর পাশাপাশি তাঁর বোলিং-ও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই ম্যাচে। সাত নম্বরে ব্যাট করতে নামতে পারেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কিংবদন্তি ক্রিকেটারের ব্যাটে ঝড় দেখার আশায় মাঠ ভরাবেন দর্শকেরা। জাদেজার সাথে স্পিন বিভাগ সামলানোর ভার কাঁধে তুলে নিতে পারেন মহেশ তীক্ষণা। পেস বিভাগে দীপক চাহার ও তুষার দেশপাণ্ডের পাশাপাশি চেন্নাইয়ের বাজি হতে পারেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।

গুজরাত টাইটান্সের হয়ে ওপেনিং-এ অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) সঙ্গী হবেন ঋদ্ধিমান সাহা। চিপকের বাইশ গজে বড় রানের জুটির প্রত্যাশা থাকবে তাঁদের কাছে। তিন নম্বরে গুজরাত আস্থা রাখতে পারে সাই সুদর্শনের (Sai Sudharshan) উপর। গত বছরের ফাইনালে চমৎকার ইনিংস খেলেছিলেন তিনি। মঙ্গলবার সেই ছন্দ বজায় রাখাই লক্ষ্য হবে তামিলনাড়ুর তরুণের। চারে থাকতে পারেন আফগান অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাই (Azmatullah Omarzai)। পাঁচে প্রোটিয়া তারকা ডেভিড মিলার’কে দেখা যেতে পারে মঙ্গলবারের ম্যাচে। মিলারের সাথে জুটি বেঁধে দ্রুত রান তোলার দায়িত্ব দেওয়া হতে পারে রাহুল তেওয়াটিয়াকে। চোট সারিয়ে ফিরছেন রশিদ খান (Rashid Khan)। চিপকের মন্থর পিচে কার্যকরী হতে পারে তাঁর লেগস্পিন। এছাড়া খেলতে পারেন স্পিনার সাই কিশোর। পেস বিভাগে স্পেন্সার জনসনের সাথে থাকতে পারেন মোহিত শর্মা।.

Read More: IPL 2024: মুখ থুবড়ে পড়ছিলেন রোহিত শর্মা, অজি প্রতিপক্ষের সৌজন্যে রক্ষা পেলেন হিটম্যান !!

IPL ম্যাচের সময়সূচী-

চেন্নাই সুপার কিংস (CSK) বনাম গুজরাত টাইটান্স (GT)

ম্যাচ নং ০৭

তারিখ ২৬/০৩/২০২৪

ভেন্যু এম এ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই

সময় সন্ধ্যে ৭:৩০ (ভারতীয় সময়)

দুই দলের সম্ভাব্য একাদশ-

CSK vs GT | IPL 2024 | Image: Getty Images
CSK vs GT | Image: Getty Images

চেন্নাই সুপার কিংস-

ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রচিন রবীন্দ্র ✈, অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল ✈, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীপক চাহার, মহেশ তীক্ষণা ✈, তুষার দেশপাণ্ডে, মুস্তাফিজুর রহমান ✈।

গুজরাত টাইটান্স-

ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, আজমাতুল্লাহ ওমরজাই ✈, ডেভিড মিলার ✈, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান ✈, সাই কিশোর, স্পেন্সার জনসন ✈, মোহিত শর্মা।

* ✈- বিদেশী ক্রিকেটার।

CSK বনাম GT ম্যাচে তৈরি হতে পারে যে রেকর্ডগুলি-

CSK vs GT | IPL 2024 | Image: Getty Images
CSK vs GT | Image: Getty Images

১) গুজরাত টাইটান্সের তরুণ ক্রিকেটার সাই সুদর্শন টি-২০ ক্রিকেটে মেরেছেন ৯২টি চার। চেন্নাইয়ের বিরুদ্ধে আরও ৮টি চার মারতে পারলে ১০০ চারের মাইলফলক স্পর্শ করতে পারবেন।

২) কুড়ি-বিশের ফর্ম্যাটে ডেভিড মিলারের ছক্কার সংখ্যা ৪৪৫। তিনি আরও ৫টি ছক্কা হাঁকালে ৪৫০ ছক্কার রেকর্ড ছুঁতে পারেন।

৩) গুজরাত টাইটান্সের জশুয়া লিটলের টি-২০ ফর্ম্যাটে উইকেট সংখ্যা ১৪৫। তিনি আরও পাঁচ উইকেট পেলে ১৫০ উইকেট ক্লাবের সদস্য হতে পারবেন।

৪) গুজরাত টাইটান্সের বিজয় শঙ্কর আইপিএলে এখনও অবধি ৪৩টি ছক্কা হাঁকিয়েছেন। যদি আরও ৭টি ছয় মারতে পারেন,তাহলে ৫০টি ছক্কার মালিক হবেন।

৫) চেন্নাই সুপার কিংসের শ্রীলঙ্কান স্পিনার মহেশ তীক্ষণা আর ২টি উইকেট পেলে টি-২০ ক্রিকেটে ১৫০ উইকেটের মালিক হবেন।

৬) আইপিএল কেরিয়ারে ৯৮টি ছক্কা মেরেছেন অজিঙ্কা রাহানে। যদি গুজরাতের বিরুদ্ধে আরও দুটি ছক্কা মারতে পারেন, তাহলে ১০০ ছক্কার মালিক হবেন।

৭) কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল টি-২০ ক্রিকেটে ৯৭টি ক্যাচ ধরেছেন। আর তিনটি ক্যাচ তালুবন্দী করলে ১০০ ক্যাচ হবে তাঁর ঝুলিতে।

৮) আইপিএলে বর্তমানে রবীন্দ্র জাদেজার ক্যাচের সংখ্যা ৯৯। তিনি আর একটি ক্যাচ তালুবন্দী করলে টুর্নামেন্টে ১০০টি ক্যাচের মাইলস্টোন স্পর্শ করবেন।

CSK বনাম GT ম্যাচের কিছু উল্লেখযোগ্য পরিসংখ্যান-

CSK vs GT | IPL 2024 | Image: Getty Images

  • মোট ম্যাচ- ০৫
  • চেন্নাই সুপার কিংসের জয়- ০২
  • গুজরাত টাইটান্সের জয়- ০৩
  • গুজরাতের বিরুদ্ধে চেন্নাইয়ের সর্বোচ্চ রান-১৭৮/৭
  • চেন্নাইয়ের বিরুদ্ধে গুজরাতের সর্বোচ্চ রান- ২১৪/৪
  • গুজরাতের বিরুদ্ধে চেন্নাইয়ের সর্বনিম্ন রান- ১৩৩/৫
  • চেন্নাইয়ের বিরুদ্ধে গুজরাতের সর্বনিম্ন রান- ১৩৭/৩
  • চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ রান- ঋতুরাজ গায়কোয়াড় (৩০৪)
  • গুজরাতের হয়ে সর্বোচ্চ রান- ঋদ্ধিমান সাহা (১৬৯)
  • চেন্নাইয়ের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রান- ঋতুরাজ গায়কোয়াড় (৯২)
  • গুজরাতের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রান- সাই সুদর্শন (৯৬*)
  • চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ উইকেট- মাথিশা পথিরানা (৬)
  • গুজরাতের হয়ে সর্বোচ্চ উইকেট- মহম্মদ শামি (৭)
  • চেন্নাইয়ের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ উইকেট- ডোয়েন ব্র্যাভো (৩/২৩)
  • গুজরাতের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ উইকেট- মোহিত শর্মা (৩/৩৬)

Also Read: IPL 2024: “হার্দিকের সাহসই হয় নি…” মুম্বইয়ের নতুন অধিনায়কের বিরুদ্ধে তোপ দাগলেন ইরফান পাঠান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *