ipl-rohit-collided-with-spencer-scott

IPL 2024: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) সপ্তদশ মরসুমের পঞ্চম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিলো গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। জমজমাট লড়াই দেখা গেলো দুই দলের মধ্যে। শেষমেশ অবশ্য বাজিমাত করলো গুজরাতই। এর আগে দুই মরসুমে দুই দল সম্মুখসমরে অবতীর্ণ হয়েছে চারবার। জয়-পরাজয়ের হিসেবে ভারসাম্য ছিলো দুই শিবিরের। গুজরাতের জয়ের সংখ্যা ছিলো ২। পক্ষান্তরে মুম্বই’ও জিতেছিলো ২টি ম্যাচই। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৬ রানের ব্যবধানে জিতে দাঁড়িপাল্লা নিজেদের দিকে খানিক হেলিয়ে নিলো গুজরাত টাইটান্স। নেতা হিসেবে আজই প্রথম ম্যাচ ছিলো শুভমান গিলের। জয় দিয়েই নতুন ইনিংসের সূচনা করলেন তরুণ অধিনায়ক। গুজরাত ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে গিয়ে নেতার পদ পেয়েছিলেন হার্দিক। দুই পয়েন্ট খুইয়েই পথচলা শুরু হলো তাঁর।

Read More: IPL 2024: বাজিমাত গুজরাত টাইটান্সের, ৬ রানের ব্যবধানে  হেরে মুম্বই ইন্ডিয়ান্সে দ্বিতীয় ইনিংস শুরু করলেন হার্দিক পান্ডিয়া !!

প্রথমে ব্যাটিং করে ১৬৮ রান করেছিলো গুজরাত টাইটান্স। মুম্বইয়ের হয়ে ঈশান কিষণকে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। দশ বছর মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করেছেন তিনি। দলকে জিতিয়েছেন পাঁচটি ট্রফি। আচমকা হার্দিকের আগমনে তাঁর নেতৃত্ব হারানো নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। সেই অধ্যায়কে পিছনে ফেলে আজ ব্যাট হাতে যথাসাধ্য চেষ্টা করলেন রোহিত। আক্রমণাত্মক ক্রিকেটই দেখা গেলো হিটম্যানের থেকে। একই সাথে মাঠের মধ্যেই পড়লেন বিড়ম্বনাতেও। খুচরো রানের জন্য দৌড়োন রোহিত। আচমকা সামনে চলে এসেছিলেন গুজরাত টাইটান্সের অস্ট্রেলীয় ফাস্ট বোলার স্পেন্সার জনসন। দেহের ভারসাম্য হারিয়ে মুখ থুবড়ে পড়তে পারতেন ভারতীয় তারকা। কিন্তু শেষ মুহূর্তে তাঁকে ধরে নেন স্পেন্সার। তাঁর সৌজন্যেই রক্ষা পান মুম্বই ওপেনার। এই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

২৯ বলে ৪৩ রানের ইনিংস খেলে আজ সাজঘরে ফিরলেন রোহিত। মারেন ৭টি চার ও ১টি ছক্কা। মুম্বইয়ের হয়ে রান পেয়েছেন ডিওয়াল্ড ব্রেভিস’ও। ‘বেবি এবি’ নামে পরিচিত প্রোটিয়া তরুণ করেন ৪৬ রান। সাত নম্বরে ব্যাট করতে এসে ৪ বলে ১১ রান করেন হার্দিক পান্ডিয়া। কিন্তু যথেষ্ট হয় নি তা।গুজরাতের ১৬৮-এর জবাবে ১৬২ রানেই থেমে যায় তাদের ইনিংস। ৬ রানে হেরেই মরসুম শুরু করলো মুম্বই। গুজরাতের বোলিং বিভাগ নজর কাড়লো আজ। চোট সারিয়ে ফিরে দুরন্ত বোলিং রশিদ খানের। উইকেট না পেলেও ৪ ওভারে কেবল ২৩ রান দেন তিনি। ২টি করে উইকেট পেয়েছেন আজমাতুল্লাহ ওমরজাই, উমেশ যাদব, মোহিত শর্মা ও স্পেন্সার জনসন। মুম্বইয়ের হয়ে ১৪ রানের বিনিময়ে ৩ উইকেট নেন জসপ্রীত বুমরাহ। ২ উইকেট জেরাল্ড ক্যুৎসি’র।

দেখে নিন ঘটনার ভিডিও-

Also Read: IPL 2024: রোহিতের পাশে দাঁড়ানোর মূল্য চোকালেন দুই ক্রিকেটার, দল থেকে সটান ছাঁটাই করলেন ‘ক্যাপ্টেন’ হার্দিক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *