ipl-2025-two-probable-finalists

IPL 2025: শেষের দিকে এগোচ্ছে আইপিএলের (IPL) অষ্টাদশতম মরসুম। ইতিমধ্যেই ট্রফির দৌড় থেকে ছিটকে গিয়েছে ছয়টি দল। নক-আউটে জায়গা করে নিয়েছে গুজরাত টাইটান্স (GT), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), পাঞ্জাব কিংস (PBSK) ও মুম্বই ইন্ডিয়ান্স (MI)। গুজরাত এর আগে ২০২২ সালে ট্রফি জিতেছে। মুম্বই সাফল্য পেয়েছে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে। আর বাকি দুই ফ্র্যাঞ্চাইজি গত সতেরো মরসুমের মধ্যে একবারও সাফল্য পায় নি। এবার কার মাথায় সেরার শিরোপা উঠবে তা জানতে মরিয়া ক্রিকেটজনতা। ক্রিকেটারদের ফর্ম, পরিসংখ্যান ও অন্যান্য নানা তথ্য বিশ্লেষণ করে চলছে  সম্ভাব্য জয়ী বেছে নেওয়ার চেষ্টা। বিশেষজ্ঞদের মতে এলিমিনেটর ও কোয়ালিফায়ারের বাধা টপকে ফাইনালে সম্মুখসমরে নামবে মুম্বই ও পাঞ্জাব (MI vs PBKS)।

Read More: ব্রেভিস-আয়ুশের তান্ডবে চালকের আসলে চেন্নাই ব্রিগেড, শীর্ষস্থান বজায় রাখতে গুজরাতের টার্গেট ২৩১ !!

গুজরাত ও বেঙ্গালুরু ব্যাকফুটে-

Gujarat Titans and Royal Challengers Bengaluru | IPL | Image: Twitter
Gujarat Titans and Royal Challengers Bengaluru | Image: Twitter

 

আপাতত লীগ তালিকার শীর্ষস্থানে রয়েছে গুজরাত টাইটান্স (GT)। ১৩ ম্যাচে তাদের ঝুলিতে ১৮ পয়েন্ট। কিন্তু নক-আউট নিশ্চিত হওয়ার পর হঠাৎ করেই তাদের ফর্মের গ্রাফ পড়তির দিকে। দিনকয়েক আগে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) বিরুদ্ধে হেরেছে টাইটান্স (GT) শিবির। আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও বেশ বেকায়দায় তারা। ২৩২ তাড়া করতে নেমে প্রতিবেদন লেখার সময় অবধি তাদের ঝুলিতে ১০২ রান। ইতিমধ্যে ৬ উইকেট হারিয়ে বসেছে গুজরাত। বিরাট অঘটন না ঘটলে আজও ২ পয়েন্ট হাতছাড়া হবে ২০২২-এর চ্যাম্পিয়নদের। এই ছন্দপতন নক-আউটে তাদের অনেকখানি ব্যাকফুটে রাখবে বলেই মত বিশেষজ্ঞদের। প্রথম কোয়ালিফায়ার বা এলিমিনেটর যে ম্যাচই খেলুক শুভমান’রা, ঘুরে দাঁড়ানো কঠিন হবে তাদের জন্য।

বেঙ্গালুরুও (RCB) রয়েছে বেশ সমস্যাতেই। দিনকয়েক আগে পয়েন্ট তালিকায় নবম স্থানে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে বড় ব্যবধানে হেরেছে তারা। আরসিবি’র জন্য চিন্তার কারণ চোট-আঘাত ও একঝাঁক ক্রিকেটারের ছিটকে যাওয়া। অধিনায়ক রজত পাটিদারের (Rajat Patidar) কবজিতে আঘাত রয়েছে। দেবদত্ত পাডিক্কাল ছিটকে গিয়েছেন চোটের কারণে। এছাড়াও সন্তানের জন্মের কারণে দেশে ফিরে যাচ্ছেন ফিল সল্ট (Phil Salt)। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আইপিএল ছাড়তে হচ্ছে জেকব বেথেল, লুঙ্গি এনগিডি’র (Lungi Ngidi) মত তারকাদেরও। তাঁদের বিকল্প খুঁজে আদৌ শক্তিশালী একাদশ বিরাটরা গড়ে তুলতে পারেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এছাড়া বেঙ্গালুরুর (RCB) তীরে এসে তরী ডোবানোর ইতিহাসও নক-আউট পর্বে বেশ খানিকটা পিছিয়েই রাখবে তাদের।

পাল্লা ভারী মুম্বই ও পাঞ্জাবের-

Shreyas Iyer and Hardik Pandya | Image: Twitter
Shreyas Iyer and Hardik Pandya | Image: Twitter

সুযোগের সদ্ব্যবহার করে আইপিএল (IPL) ফাইনালে জায়গা করে নিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স (MI) ও পাঞ্জাব কিংস (PBKS)। পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের কাছে এবার সুযোগ পাঁচ বছর পর খেতাব পুনরুদ্ধারের। সর্বস্ব দিয়ে লড়াই করতে প্রস্তুত রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা। আইপিএলের প্রথম পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে হেরেও দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। পরবর্তী আট ম্যাচের মধ্যে তারা জিতেছে সাতটি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বৃষ্টিভেজা ওয়াংখেড়েতে কেবল একটুর জন্য হাতছাড়া হয়েছিলো জয়। ফাইনাল অবধি সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারে মুম্বই। ছন্দে রয়েছে পাঞ্জাবও। এগারো বছর পর প্লে-অফের টিকিট পেয়েছে প্রীতি জিন্টার দল। তাদের ভরসা যোগাচ্ছে অধিনায়ক শ্রেয়স আইয়ারের চ্যাম্পিয়ন্স লাক। গত এক-দেড় বছরে আইপিএল-সহ (IPL) পাঁচটি ট্রফি জিতেছেন শ্রেয়স। এবার তাঁর হাত ধরেই প্রথম খেতাবের স্বপ্ন দেখছে পাঞ্জাবও।

Also Read: IPL 2025: ধুন্ধুমার ব্যাটিং সমীর রিজভি’র, দিল্লীর বিরুদ্ধে হেরে লীগ শীর্ষে পৌঁছানোর সুযোগ হারালো পাঞ্জাব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *