ipl-2025-surya-to-leave-mi-for-kkr
Suryakumar Yadav | Image: Getty Images

IPL 2025: আইপিএলের (IPL) ইতিহাসে সফলতম দুই দলের একটি মুম্বই ইন্ডিয়ান্স (MI)। ২০১৩ সালে প্রথম ট্রফি জিতেছিলো তারা। এরপর ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালেও সেরার শিরোপা আদায় করে নেয় তারা। কিন্তু নয়া দশকটা মোটেই ভালো কাটছে না পাঁচ বারের চ্যাম্পিয়নদের। ২০২১ সালে শেষ করতে হয়েছিলো পঞ্চম স্থানে। ২০২২-এ লীগ তালিকার শেষতম স্থান, অর্থাৎ দশে ছিলো তারা। ২০২৩ খানিক আশার আলো দেখিয়েছিলো। দ্বিতীয় কোয়ালিফায়ার অবধি পৌঁছেছিলো ‘এম আই পল্টন।’ কিন্তু ২০২৪ আইপিএলে (IPL) ফের মুখ থুবড়ে পড়েছে তারা। মাত্র ৮ পয়েট সঙ্গী করে আবারও তাদের থামতে হয়েছে দশম স্থানেই। টানা কয়েক বছরের ব্যর্থতাকে পিছনে ফেলে ২০২৫-এ ঘুরে দাঁড়াতে চায় মুম্বই। কিন্তু তার আগে বড় বাধার সম্মুখীন তারা। দল ছাড়তে উদ্যত ব্যাটিং নক্ষত্র সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

Read More: W, W, W, W, W…অভিষেক ম্যাচেই ঝড় তুললেন এই বোলার, IPL মেগা অকশনে হয়ে উঠবেন ‘মোস্ট ওয়ান্টেড’ !!

 মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ছেন সূর্যকুমার যাদব-

Suryakumar Yadav | IPL | Image: Getty Images
Suryakumar Yadav | Image: Getty Images

২০২৪-এর আইপিএল (IPL) থেকেই টালমাটাল মুম্বই ইন্ডিয়ান্সের (MI) ড্রেসিংরুম। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) হাতে নেতৃত্ব তুলে দেওয়ার পর থেকেই শুরু হয়েছে অন্তর্দ্বন্দ্ব। মরসুম চলাকালীনই তথ্য সামনে এসেছিলো যে হার্দিক ও রোহিত-দুজনকে সামনে রেখে দুই শিবিরে ভাগ হয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ড্রেসিংরুম। একতার অভাব প্রতি মুহূর্তে দেখা গিয়েছে দলের খেলায়। পাঁচ বারের চ্যাম্পিয়নদের একেবারে লীগ তালিকার শেষে থাকার কারণ হিসেবেই দলীয় সংহতির অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। ২০২৫-এর আইপিএলের (IPL) মেগা অকশনের আগে এই অচলাবস্থা আরও বাড়তে পারে বলে মনে করছেন ক্রিকেটবোদ্ধারা। ফ্র্যাঞ্চাইজির কাছে রিলিজ চাইতে পারেন সূর্যকুমার যাদব। একই পথের পথিক হওয়ার সম্ভাবনা রয়েছে জসপ্রীত বুমরাহ, রোহিত শর্মাদেরও।

সূর্যের পরবর্তী গন্তব্য কলকাতা?

Suryakumar Yadav | Image: Getty Images
Suryakumar Yadav | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স (KKR) ছেড়েই মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ব্যাট হাতে আইপিএলের (IPL) মঞ্চে তাঁর প্রতিভার আত্মপ্রকাশ কেকেআরের বেগুনি-সোনালী জার্সিতেই। পরে নিজের শহরের ফ্র্যাঞ্চাইজিতে ফেরেন তিনি। তবে মুম্বই ইন্ডিয়ান্সের সাথে সম্পর্কে ইতি টানার পর ফের পুরনো দলেই ফিরতে পারেন তিনি। সূর্যকুমারকে ছাড়া যে বড় ভুল তা বুঝতে পেরেছেন কলকাতা নাইট রাইডার্স (KKR) কর্মকর্তারা। তাই ‘মিস্টার ৩৬০’কে ফেরাতে তৎপর তারা। নিলামে বিপুল অর্থ খরচ করতে তাঁরা যে পিছপা হবেন না তা মিচেল স্টার্কের (Mitchell Starc) পিছনে ২৪.৭৫ কোটি খরচ করেই বুঝিয়ে দিয়েছেন শাহরুখ খান, বেঙ্কি মাইশোররা। সূর্যকুমারের জন্য আরও বেশী টাকা ঢালতেও রাজী তাঁরা, এমনই খবর সংবাদমাধ্যম সূত্রে।

IPL ফ্র্যাঞ্চাইজিদের সাথে বৈঠক বোর্ডের-

IPL Trophy | Image: Getty Images
IPL Trophy | Image: Getty Images

কতজন ক্রিকেটারকে রিটেন করা যাবে বা আদৌ আর টি এম (রাইট টু ম্যাচ) কার্ড ব্যবহার করা যাবে কিনা সে সম্পর্কে কোনো স্পষ্ট নির্দেশিকা আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজিগুলিকে এখনও দেয় নি বিসিসিআই। সূত্রের খবর যে এই নিয়ে আগামী ৩০ ও ৩১ জুলাই বৈঠক আয়োজিত হতে পারে দলগুলির সাথে। এর আগে কিছু ফ্র্যাঞ্চাইজির তরফে ৭ বা ৮টি রিটেনশনের দাবী তোলা হয়েছিলো। কেউ আবার রিটেনশন প্রথাই তুলে দেওয়ার পক্ষে। তবে এখনও পর্যন্ত যা খবর, তাতে সর্বোচ্চ তিনজন ক্রিকেটারকে ধরে রাখার সিদ্ধান্তে সিলমোহর দিতে পারে বিসিসিআই। সেই হিসেব করেই দল গোছানো শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। সংবাদমাধ্যমে প্রকাশিতক এক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে অন্তত ৪ ফ্র্যাঞ্চাইজি অধিনায়ক বদলের কথা ভাবছে।

Also Read: পুরানো দলে ফিরেছেন দ্রাবিড়, নিজ যোগ্যতায় জেতাতে চলেছেন IPL শিরোপা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *