ipl-2025-kaif-wants-rohit-at-rcb
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

IPL 2025: দেখতে দেখতে এগিয়ে আসছে আইপিএল (IPL)। আঠারোতে পা দিতে চলেছে ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট। ২০২৫-এর টুর্নামেন্ট ঘিরে আগ্রহ অনেকখানি বাড়িয়েছে মেগা অকশন। সূত্রের খবর আগামী ২০ ডিসেম্বর বসতে পারে নিলামের আসর। সম্প্রতি রিটেনশন ও নিলামের নতুন নিয়মাবলী প্রকাশ করেছে বিসিসিআই। ৫ জনকে ধরে রাখতে পারবে দলগুলি। থাকছে একটি করে আরটিএম কার্ড’ও। অকশন পার্সে ৯০ নয়, থাকছে ১২০ কোটি টাকা। কোন তারকা দল বদলে কোন দলে পা রাখেন, কার স্কোয়াড হয়ে ওঠে কতটা শক্তিশালী সেদিকে নজর সকলের। চোখধাঁধানো দলবদলের এক সম্ভাব্য তালিকাও প্রস্তুত করে ফেলেছে ক্রিকেটজনতা। কে এল রাহুল (KL Rahul), ঋষভ পন্থদের (Rishabh Pant) সাথে সেখানে নাম রয়েছে রোহিত শর্মা’র (Rohit Sharma)।

Read More: টেস্টের মাঝপথেই বড় সিদ্ধান্ত টিম ইন্ডিয়ার, বাদ পড়লেন সরফরাজ-সহ একঝাঁক ক্রিকেটার !!

মুম্বইয়ের সাথে দূরত্ব বেড়েছে রোহিত শর্মা’র-

Rohit Sharma | IPL | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

২০১১ সালে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ২০১৩ মরসুমের মাঝপথে রিকি পন্টিং সরে দাঁড়ানোয় পেয়েছিলেন অধিনায়কত্ব। এক যুগেরও বেশী সময় নীল-সোনালী জার্সিতেই কাটিয়েছেন তিনি। নেতা হিসেবে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে আইপিএল (IPL) খেতাব এনে দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সকে। হয়েছেন টুর্নামেন্টের সফলতম অধিনায়ক। সুখের সংসারে ভাঙনের গুঞ্জন প্রথম শোনা গিয়েছিলো গত বছরের নভেম্বরে। জল্পনা বাড়ে মুম্বই ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) দলে ফেরানোয়। এর কিছুদিনের মধ্যেই আশঙ্কা সত্যি করে তারকা অলরাউন্ডারের হাতেই তুলে দেওয়া হয় নেতৃত্ব। দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় রোহিতকে।

যেভাবে আচমকাই নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছিলো তাঁর থেকে, তা মোটেই পছন্দ হয় নি রোহিত শর্মা’র (Rohit Sharma)। প্রকাশ্যে মুখ না খুললেও ঘনিষ্ঠমহলে অসন্তোষই জানিয়েছিলেন তিনি। এরপর কোচ মার্ক বাউচারের কিছু মন্তব্যে বাড়ে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সরব হয়েছিলেন রোহিতের স্ত্রী ঋতিকা সাজদেহ’ও (Ritika Sajdeh)। মরসুম শুরু হওয়ার পর জানা যায় রোহিত ও হার্দিককে সামনে রেখে দুই দলে বিভক্ত হয়ে পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স (MI) সাজঘর। অন্তর্দ্বন্দ্বের প্রতিফলন দেখা গিয়েছিলো পারফর্ম্যান্সেও। দশ দলের লীগে শেষতম স্থানে জায়গা করে নেয় মুম্বই। ব্যর্থতা সত্ত্বেও এবারও হয়ত হার্দিককেই অধিনায়ক রাখতে চলেছেন মুকেশ আম্বানীরা। অপমানিত, বিরক্ত রোহিত বাধ্য হয়েই তাই ছাড়তে পারেন দল।

বেঙ্গালুরুর রেডারে থাকতে পারেন রোহিত-

Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

রোহিত শর্মা (Rohit Sharma) যদি মুম্বই ইন্ডিয়ান্স (MI) ছাড়েন তাহলে দুটি রাস্তা খোলা থাকছে তাঁর জন্য। চাইলে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি ট্রেডিং উইন্ডো ব্যবহার করে সরাসরি দলে নিতে পারে তাঁকে। অথবা তিনি নাম লেখাতে পারেন ডিসেম্বরের মেগা অকশনে। টি-২০ বিশ্বকাপজয়ী (T20 World Cup) তারকাকে নিয়ে সেখানে দড়ি টানাটানিতে নামতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি। বিশেষজ্ঞমহলের ধারণা হিটম্যানের জন্য ঝাঁপাতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। তাঁকে পেলে এক ঢিলে তিন পাখি মারতে পারে আরসিবি। চল্লিশ পেরোনো ফাফ দু প্লেসি’কে (Faf du Plessis) রিলিজ করা হলে ওপেনার স্লট খালি হওয়ার কথা স্কোয়াডে। সহজেই বিকল্প হিসেবে জায়গা করে নিতে পারবেন রোহিত (Rohit Sharma)।

এখনও অবধি একবারও আইপিএল (IPL) জেতে নি বেঙ্গালুরু। পক্ষান্তরে অধিনায়ক হিসেবে পাঁচ বার জিতেছেন হিটম্যান। ‘সিরিয়াল উইনার’-এর হাতে নেতৃত্ব তুলে দিয়ে নিশ্চিত হতে পারেন কর্মকর্তারা। সেই কথা মাথায় রেখেই প্রাক্তনী মহম্মদ কাইফ (Mohammad Kaif) অবধি জানিয়েছেন, “রোহিতকে অধিনায়ক হিসেবে নাও (RCB)।” ২০০৮ সাল থেকে বেঙ্গালুরুর জার্সি গায়ে চাপিয়ে খেলছেন বিরাট কোহলি। আগামী আইপিএলেও (IPL) দলে থাকছেন তিনি। রোহিত স্কোয়াডে যুক্ত হলে ব্যাটিং শক্তিশালী হবে অবশ্যই। পাশাপাশি এই মুহূর্তে ক্রিকেট দুনিয়ার দুই সবচেয়ে বড় ব্র্যান্ডকেও একসাথে পেয়ে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB)। যা ব্যবসায়িক দিক থেকেও সাফল্য এনে দিতে পারে তাদের। সোশ্যাল মিডিয়াতেও তাদের পদচিহ্ন বাকি সব দলকে অনেকখানি পিছনে ফেলতে পারে বলে ভবিষ্যদ্বাণী করছে ওয়াকিবহাল মহল।

Also Read: TOP 3: আসন্ন IPL-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বের দৌড়ে রয়েছেন এই ৩ তারকা ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *