ipl-2024-shivam-dube-potm-csk-vs-gt

IPL 2024: অপ্রতিরোধ্য চেন্নাই সুপার কিংস। গত মরসুমের জমজমাট ফাইনালে গুজরাত টাইটান্সকে ‘লাস্ট বল’ থ্রিলারে হারিয়ে পঞ্চম আইপিএল (IPL) ট্রফি জিতে নিয়েছিলো তারা। এই বছরও এখনও অবধি অদম্য লাগছে তাদের। মরসুম শুরুর আগে নেতৃত্ব ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি। নতুন অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়ের। নেতৃত্বে বদল এলেও পারফর্ম্যান্সে কোনো রকম বদল আসে নি চেন্নাই সুপার কিংসের। আগের মতই আগ্রাসী, ট্রফিক্ষুধা সঙ্গে করে মাঠে নামছে তারা। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় এসেছিলো ৬ উইকেটের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে ২০২৩-এর রানার্স-আপ গুজরাত টাইটান্সকে চেন্নাই উড়িয়ে দিলো ৬৩ রানের ব্যবধানে। এই নিয়ে টানা তৃতীয় ম্যাচে গুজরাতকে হারালো তারা।

Read More: IPL 2024: ঘরের মাঠে অপ্রতিরোধ্য চেন্নাই সুপার কিংস, গুজরাতকে গুঁড়িয়ে লীগ টেবিলের শীর্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা !!

টসে জিতে আজ প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন গুজরাত অধিনায়ক শুভমান গিল। শুরু থেকেই ধুন্ধুমার ইনিংস খেলেন রচিন রবীন্দ্র। কিউই তরুণের ২০ বলে ৪৬ রানের ইনিংসই শক্ত ভিতের উপর দাঁড় করায় চেন্নাইকে। ৩৬ বলে ৪৬ করেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়’ও। এরপর পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে রীতিমত ঝড় তোলেন শিবম দুবে। একের পর এক বাউন্ডারি আছড়ে পড়ে মাঠের বাইরে। স্পেন্সার জনসন, উমেশ যাদব হোক বা রশিদ খান-রেয়াৎ করেন নি কাউকে। ২৩ বলে ২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে অনবদ্য ৫১ রানের ইনিংস খেলেন তিনি। শিবমের ঝোড়ো ইনিংসের সুবাদেই ২০৬ রান অবধি পৌঁছায় চেন্নাই। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ১৪৩ রানেই শেষ গুজরাত ইনিংস। অনবদ্য অর্ধশতকের জন্য ম্যাচের সেরা শিবমই।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন শিবম দুবে। সাফল্য পান নি। তারপর জায়গা হয়েছিলো রাজস্থান রয়্যালসে। আশানুরূপ সাফল্য পান নি সেখানেও। অবশেষে চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার পর নিজেকে সম্পূর্ণ ভাবে মেলে ধরতে পেরেছেন তিনি। গত তিন বছর ধরে হলুদ জার্সিতে নিয়মিত তিনি। আজ ম্যাচের সেরা হয়ে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসে প্রথমেই তিনি ধন্যবাদ জানান ফ্র্যাঞ্চাইজিকে। বলেন, “এই ফ্র্যাঞ্চাইজি সকলের থেকে আলাদা। এখানে আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। আমিও চাই কিছু ম্যাচ জয়ে অবদান রাখতে। সেই কথা মাথায় রেখেই কাজ করছি। সেটাই আমায় সাহায্য করছে।” ফাঁস করেছেন সাফল্যের রেসিপি’ও। বলেন, “আমি জানি ওরা আমায় শর্ট বল করবে, তার জন্য প্রস্তুত রয়েছি। দল চায় আমি বেশী স্ট্রাইক রেটে খেলি, আমিও সেটাই চাই।”

Also Read: IPL 2024: চল্লিশ পেরিয়েও চিরতরুণ মহেন্দ্র সিং ধোনি, দুরন্ত ক্যাচ ধরে বোঝালেন ‘টাইগার জিন্দা হ্যায়’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *