IPL 2024: ঘরের মাঠে অপ্রতিরোধ্য চেন্নাই সুপার কিংস, গুজরাতকে গুঁড়িয়ে লীগ টেবিলের শীর্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা !! 1

IPL 2024: আইপিএলের (IPL) আসরে আজ মুখোমুখি হয়েছিলো চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স। গত বছর টুর্নামেন্টের ফাইনালে শেষ সাক্ষাৎ হয়েছিলো দুই দলের। হাড্ডাহাড্ডি লড়াইতে বাজিমাত করেছিলো চেন্নাই। বদলা নেওয়ার সুযোগ থাকলেও চিপকের বাইশ গজে তার সদ্ব্যবহার করতে পারলো না গুজরাত টাইটান্স। একটা সময় চেন্নাইয়ের বিরুদ্ধে হেড টু হেড ফলাফলে ৩-০ এগিয়ে ছিলো তারা। টানা তিন পরাজয়ের পর এবার তা দাঁড়ালো ৩-৩। আজ টসের মুদ্রা পড়েছিলো গুজরাতের পক্ষে। প্রথমে বোলিং বেছে নিয়েছিলো তারা। রচিন রবীন্দ্র, শিবম দুবেদের ঝোড়ো ব্যাটিং-এ ২০৬ অবধি পৌঁছে যায় চেন্নাই। জবাবে সুপার কিংস-দের দুরন্ত বোলিং-এর বিরুদ্ধে গুজরাত থামলো ১৪৩-এ। ৬৩ রানে জিতলো চেন্নাই। টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়ে জায়গা করে নিলো পয়েন্ট টেবিলের মগডালে।

Read More: IPL 2024, SRH vs MI, Match-08: অ্যাওয়ে ম্যাচে সানরাইজার্সের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স, প্রথম জয়ের লক্ষ্যে এই ক্রিকেটারের উপর আস্থা রাখবেন ক্যাপ্টেন হার্দিক !!

রচিন-শিবম ঝড়ে তছনছ গুজরাত বোলিং-

CSK vs GT | IPL 2024 | Image: Getty Images
CSK vs GT | IPL 2024 | Image: Getty Images

নিউজিল্যান্ডের তারকা ওপেনার ডেভন কনওয়ে চলতি মরসুমে ছিটকে গিয়েছেন আইপিএল থেকে। তাঁর অভাব বিন্দুমাত্র অনুভব করতে দিচ্ছেন না কনওয়েরই স্বদেশীয় রচিন রবীন্দ্র। তরুণ তুর্কিকে মাত্র ১.৫ কোটি টাকায় দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। তিনি যে আগামীর তারকা হতে তৈরি, তা মরসুমের প্রথম দুই ম্যাচেই বুঝিয়ে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত তরুণ। দিনকয়েক আগে এই চিপকের বাইশ গজেই ১৫ বলে ৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। আজও শুরুটা করলেন ঝড়ের গতিতে। চার-ছক্কার ফুলঝুড়ি দেখা গেলো তাঁর ব্যাটে। স্পেন্সার জনসন থেকে উমেশ যাদব-রচিন ঝড়ের সামনে সুবিধা করতে পারলেন না কেউই। রশিদ খানের বলে মুহূর্তের মনসংযোগের অভাবে উইকেট খোয়ালেন বটে, তবে তাঁর আগে ২০ বলে ৪৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

বেঙ্গালুরুর বিরুদ্ধে ব্যর্থতার পর রান পেলেন ঋতুরাজ’ও। ৩৬ বলে ৪৬ করেন তিনি। আজকের ম্যাচে সাফল্য এলো না অজিঙ্কা রাহানের ব্যাটে। ১২ বলে কেবল ১২ রান করেই আউট হন তিনি। রচিন, ঋতুরাজ ও রাহানে-চেন্নাই ব্যাটিং-এর RRR-কে সাজঘরে পাঠাতে পারলেও শিবম দুবের বিরুদ্ধে হিমশিম খেতে হলো শামি-হীন গুজরাত টাইটান্স বোলিং-কে। ৩টি চার ও ৫টি বিশাল ছক্কার সাহায্যে তাঁর ব্যাট থেকে এলো ২৩ বলে ৫১ রানের ধুন্ধুমার ইনিংস। লোয়ার অর্ডারে ব্যাট করতে এসে ৬ বলে ১৪ রানের ক্যামিও খেলেন তরুণ সমীর রিজভি’ও। ২০ বলে ২৪ করেন ড্যারিল মিচেল। জাদেজার সংগ্রহ অপরাজিত ৭। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটের বিনিময়ে চেন্নাই থামে ২০৬ রানে। ২ উইকেট রশিদ খানের। ১টি করে উইকেট পেয়েছেন সাই কিশোর, স্পেন্সার জনসন ও মোহিত শর্মা।

ছন্নছাড়া গুজরাত’কে হারালো চেন্নাই-

Sai Sudharshan | IPL 2024 | Image: Getty Images
Sai Sudharshan | IPL 2024 | Image: Getty Images

২০৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খারাপ করে নি গুজরাত টাইটান্স। প্রথম ওভারেই লং অফের উপর দিয়ে অসাধারণ একটি ছক্কা হাঁকান শুভমান গিল। বেশ কয়েকটি বাউন্ডারি আসে ঋদ্ধিমান সাহা’র ব্যাট থেকেও। কিন্তু বড় ইনিংসের ভিত গড়তে আজ ব্যর্থ দুজনেই। চেন্নাইয়ের হয়ে প্রথম আঘাত হানেন দীপক চাহার। পাওয়ার-প্লে’তে চাহারকে শর্ট আর্ম পুল মারতে গিয়ে বলের লাইন মিস করেন শুভমান। তা আছড়ে পড়ে গুজরাত অধিনায়কের প্যাডে। আম্পায়ার আউট দিলে রিভিউ নিয়েও রক্ষা পান নি শুভমান গিল। ৮ করেই ফিরতে হয় তাঁকে। ঋদ্ধিমানকেও ফেরান চাহার’ই। শর্ট বলের মোকাবিলা করতে না পেরে ডিপ মিড উইকেটে তুষার দেশপাণ্ডের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। করেন ১৭ বলে ২০ রান। ২৮ রানের মাথায় ভেঙেছিলো ওপেনিং জুটি। ৩৪ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে বসে গুজরাত।

বিজয় শঙ্কর, ডেভিড মিলার-ব্যর্থ সকলেই। ১২ বলে ১২ করেন শঙ্কর। ড্যারিল মিচেলের বলে শূন্যে ঝাঁপিয়ে দুরন্ত ক্যাচে তাঁকে সাজঘরে ফেরান উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি। ৪২ ছুঁইছুঁই বয়সেও ফিটনেসের দিক থেকে তিনি কোন পর্যায়ে রয়েছেন, অসামান্য ডাইভে তার প্রমাণ রাখলেন কিংবদন্তি ক্রিকেটার। ২১ করেন মিলার। তাঁকে ফেরান তুষার দেশপাণ্ডে। মুম্বইয়ের তরুণ পেসারের শিকার আজমাতুল্লাহ ওমরজাই’ও। ১১ রান করেন তিনি। বাকিদের ব্যর্থতার দিকে একা কুম্ভ হয়ে লড়াইয়ের চেষ্টা করেছিলেন সাই সুদর্শন। কিন্তু তামিলনাড়ুর তরুণ’কে সঙ্গ দিলেন না কেউই। ৩১ বলে ৩৭ করে ফেরেন তিনিও। চিপকের বাইশ গজে রশিদ খান, রাহুল তেওয়াটিয়াদের পক্ষেও  অবিশ্বাস্য কিছু কর দেখানো সম্ভব হয় নি। শেষমেশ ৮ উইকেটের বিনময়ে ১৪৩-এর বেশী এগোতে পারে নি গুজরাত ইনিংস।

Also Read: IPL 2024: চল্লিশ পেরিয়েও চিরতরুণ মহেন্দ্র সিং ধোনি, দুরন্ত ক্যাচ ধরে বোঝালেন ‘টাইগার জিন্দা হ্যায়’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *