ipl-2024-rr-vs-lsg-stats-preview

IPL 2024: গত শুক্রবার থেকে শুরু হয়েছে টি-২০ ক্রিকেটের উৎসব-ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। টুর্নামেন্টের তৃতীয় দিনে রয়েছে দুটি ম্যাচ। দিনের প্রথম খেলায় মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস (RR) ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। রাজস্থানের ঘরের মাঠ সোয়াই মান সিং স্টেডিয়ামে ব্যাট-বলের দ্বৈরথে একে অপরের বিরুদ্ধে মাঠে নামছে দুই শিবির। এর আগে ৩ বারের সাক্ষাতে পাল্লা ভারী রাজস্থানের দিকে। ২টি ম্যাচ জিতেছে তারা। অন্যদিকে গত মরসুমে রাজস্থানের ঘরের মাঠে এসে তাদের পরাজিত করেছিলো লক্ষ্ণৌ (LSG) দল। সেই জয় থেকে অনুপ্রেরণা নিয়ে রবিবার দুপুরে মাঠে নামতে পারেন কে এল রাহুল (KL Rahul), ক্রুণাল পাণ্ডিয়ারা। জমজমাট ক্রিকেটের প্রত্যাশায় প্রহর গুণছেন দুই দলের সমর্থকেরা।

রবিবার রাজস্থানের হয়ে ওপেনিং-এ দেখা যেতে পারে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও জস বাটলার’কে (Jos Buttler)। ইংল্যান্ড সিরিজে ঝড় তুলেছিলেন যশস্বী। টেস্টের ফর্ম আইপিএলেও ধরে রাখতে চাইবেন তিনি। এরপর তিন নম্বরে নামতে পারেন অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। কেরলের উইকেটরক্ষক-ব্যাটারের কাছে টি-২০ বিশ্বকাপের আগে বড় পরীক্ষা আইপিএল। চারে ও পাঁচে থাকার সম্ভাবনা যথাক্রমে শিমরণ হেটমায়ার ও রিয়ান পরাগের। ব্যাটিং-এর পাশাপাশি স্পিন বল’ও করতে পারেন রিয়ান। ছয়ে বিস্ফোরক ক্যারিবিয়ান তারকা রোভম্যান পাওয়েল’কে খেলাতে পারে রাজস্থান। স্পিন বিভাগে ২০০৮-এর চ্যাম্পিয়নদের ভরসা হতে পারেন রবিচন্দ্রণ অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল। অন্যদিকে তিন পেসার খেলাতে পারে রয়্যালসরা। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের (Trent Boult) সঙ্গী হতে পারেন ভারতের আবেশ খান ও সন্দীপ শর্মা।

মরসুমের প্রথম ম্যাচে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) হয়ে ইনিংসের সূচনা করতে মাঠে নামতে পারেন ক্যুইন্টন ডি কক (Quinton de Kock) ও দেবদত্ত পাডিক্কাল। নিজের পুরনো দলের বিরুদ্ধে বড় রান চাইবেন তরুণ দেবদত্ত। তিনে খেলতে পারেন দীপক হুডা (Deepak Hooda)। গত আইপিএলের ব্যর্থতা দ্রুত ভুলতে চাইবেন তিনি। টি-২০ বিশ্বকাপকে মাথায় রেখে আইপিএলেও চার নম্বরে ব্যাট করতে পারেন কে এল রাহুল (KL Rahul)। কোয়াড্রিসেপসের চোট সারিয়ে আইপিএলে ফিরছেন লক্ষ্ণৌ অধিনায়ক। এরপর পাঁচ ও ছয়ে খেলার সম্ভাবনা মার্কাস স্টয়নিস ও নিকোলাস পুরানের (Nicholas Pooran)। ঝড় তুলতে পারেন দুজনেই। অলরাউন্ডার হিসেবে ক্রুণাল পাণ্ডিয়া থাকতে পারেন সাত নম্বরে। লেগস্পিনার রবি বিষ্ণইকে সুযোগ দিতে পারেন কোচ জাস্টিং ল্যাঙ্গার। এছাড়া শিবম মাভি, শামার জোসেফ ও মহসীন খানের মত ফাস্ট বোলাররা খেলতে পারেন রবিবার।

Read More: রচিন রবীন্দ্র’কে আউট করে রণমূর্তি ধারণ করলেন বিরাট কোহলি, নিমেষেই ভাইরাল ভিডিও !!

IPL ম্যাচের ক্রীড়াসূচি-

রাজস্থান রয়্যালস (RR) বনাম লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG )

ম্যাচ নং- ০৪

তারিখ- ২৪/০৩/২০২৪

ভেন্যু- সোয়াই মান সিং স্টেডিয়াম, জয়পুর

সময়- দুপুর ৩:৩০ (ভারতীয় সময়)

দুই দলের সম্ভাব্য একাদশ-

KL Rahul and Sanju Samson | IPL 2024 | Image: Getty Images

রাজস্থান রয়্যালস-

জস বাটলার ✈, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার ✈, রিয়ান পরাগ, রোভম্যান পাওয়েল ✈, রবিচন্দ্রণ অশ্বিন, ট্রেন্ট বোল্ট ✈, সন্দীপ শর্মা, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল।

লক্ষ্ণৌ সুপারজায়ান্টস-

ক্যুইন্টন ডি কক (উইকেটরক্ষক) ✈, দেবদত্ত পাডিক্কাল, দীপক হুডা, কে এল রাহুল (অধিনায়ক), মার্কাস স্টয়নিস ✈, নিকোলাস পুরান ✈, ক্রুণাল পাণ্ডিয়া, রবি বিষ্ণোই, শিবম মাভি, শামার জোসেফ ✈, মহসীন খান।

*✈- বিদেশী ক্রিকেটার।

RR বনাম LSG ম্যাচে তৈরি হতে পারে যে রেকর্ডগুলি-

RR vs LSG | IPL 2024 | Image: Getty Images
RR vs LSG | Image: Getty Images

১) বর্তমানে আইপিএলের আঙিনায় যশস্বী জয়সওয়ালের মারা চারের সংখ্যা ১৪৪। আর মাত্র ছয়টি চার মারলেই ১৫০ চারের মালিক হবেন তিনি।

২) আইপিএলের আসরে এখনও অবধি ১৪৯টি ছক্কা হাঁকিয়েছেন ইংল্যান্ড তারকা জস বাটলার। লক্ষ্ণৌর বিরুদ্ধে ১টি ছক্কা হাঁকালে ১৫০ ছক্কার মালিক হবেন তিনি।

৩) লক্ষ্ণৌ সুপারজায়ান্টস তারকা মার্কাস স্টয়নিসের আইপিএলে মোট রান আপাতত ১৪৭৮। রাজস্থানের বিরুদ্ধে ২২ রান করলে তিনি স্পর্শ করবেন ১৫০০ রানের মাইলফলক।

৪) বর্তমানে টি-২০ ক্রিকেটে ৯৯৯টি চারের মালিক জস বাটলার। আর একটি মাত্র চার মারতে পারলে ১০০০টি চারের মালিক হবেন তিনি।

৫) লক্ষ্ণৌ অধিনায়ক কে এল রাহুল এখনও অবধি টি-২০ ক্রিকেটে মেরেছেন ৫৯৮টি চার। দুটি চার মারতে পারলে ৬০০টি বাউন্ডারির মালিক হবেন তিনিও।

৬) লক্ষ্ণৌর ডেভিড উইলি’র কুড়ি-বিশের ক্রিকেটে উইকেটসংখ্যা ২৯৫। রাজস্থানের বিরুদ্ধে ৫ উইকেট পেলে তিনি ৩০০ উইকেটের মালিক হবেন।

৭) বর্তমানে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ৯৭টি ক্যাচ রয়েছে কে এল রাহুলের ঝুলিতে। আরও তিনটি ক্যাচ নিলে সেঞ্চুরি হবে তাঁর। মাইলফলকের সামনে শিমরন হেটমায়ার’ও। তাঁর ঝুলিতে রয়েছে ৯৮টি ক্যাচ। তিন অঙ্কের সংখ্যা স্পর্শ করতে প্রয়োজন দুটি ক্যাচ।

 RR বনাম LSG ম্যাচের উল্লেখযোগ্য পরিসংখ্যান-

  • মোট ম্যাচ- ০৩
  • রাজস্থান রয়্যালসের জয়- ০২
  • লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের জয়- ০১
  • লক্ষ্ণৌর বিরুদ্ধে রাজস্থানের সর্বোচ্চ রান- ১৭৮/৬
  • রাজস্থানের বিরুদ্ধে লক্ষ্ণৌর সর্বোচ্চ রান- ১৬২/৮
  • লক্ষ্ণৌর বিরুদ্ধে রাজস্থানের সর্বনিম্ন রান- ১৪৪/৬
  • রাজস্থানের বিরুদ্ধে লক্ষ্ণৌর সর্বনিম্ন রান- ১৫৪/৭
  • রাজস্থানের হয়ে সর্বোচ্চ রান- দেবদত্ত পাডিক্কাল (৯৪)
  • লক্ষ্ণৌর হয়ে সর্বোচ্চ রান- দীপক হুডা (৮৬)
  • রাজস্থানের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রান- শিমরণ হেটমায়ার (৫৯*)
  • লক্ষ্ণৌর হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রান- দীপক হুডা (৫৯)
  • রাজস্থানের হয়ে সর্বোচ্চ উইকেট- যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট (৫)
  • লক্ষ্ণৌর হয়ে সর্বোচ্চ উইকেট- আবেশ খান (৫)
  • রাজস্থানের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ উইকেট- যুজবেন্দ্র চাহাল (৪/৪১)
  • লক্ষ্ণৌর হয়ে এক ইনিংসে সর্বোচ্চ উইকেট- কৃষ্ণাপ্পা গৌতম (২/৩০)

Also Read: IPL 2024: ৪৫৩ দিন পর ব্যাটিং করতে নামলেন ঋষভ পন্থ, স্টেডিয়ামে উঠলো তার নামে জয়ধ্বনি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *