ipl-2024-rcb-predicted-xi
Royal Challenges Bangalore | Image: Getty Images

IPL 2024: ক্রিকেটদুনিয়ার নজর এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) দিকে। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই আয়োজিত ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্টের ঢাকে কাঠি পড়তে বাকি এখনও বেশ কয়েকমাস। আপাতত সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আইপিএলের ‘মিনি নিলাম।’ আগামী ১৯ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের দুবাইতে নিলামের টেবিলে বসতে চলেছে দশ ফ্র্যাঞ্চাইজি। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তারই অংশ হিসেবে দলগুলি গতকাল প্রকাশ করেছে তাদের রিলিজ ও রিটেনশন তালিকা। কোন ক্রিকেটারদের আগামী মরসুমের জন্য ধরে রাখা হচ্ছে, আর কেই বা রয়েছেন বাতিলের খাতায়, তা বোঝা গিয়েছে এই তালিকা সামনে আসার পরেই।

ষোলো মরসুম কেটে গেলেও একবারও ট্রফি জিততে পারে নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। বেশ কয়েকবার তীরে এসে তরী ডুবেছে তাদের। ২০২৪ সালে খরা কাটাতে মরিয়া তারা। আইপিএলে সাফল্যের সন্ধানে ইতিমধ্যেই বেশ কিছু বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা। মোট ১২ ক্রিকেটারকে বাইরের রাস্তা দেখিয়েছে তারা। ধরে রেখেছে ১৮ জন’কে। ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga), জশ হ্যাজেলউড, হর্ষল প্যাটেলের (Harshal Patel) মত টি-২০ দুনিয়ার বড় নামকে বাইরের পথ দেখিয়েছে তারা। শোনা যাচ্ছে যে স্কোয়াডকে শক্তিশালী করতে অস্ট্রেলীয় তরুণ অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে মুম্বইয়ের সাথে ট্রেডিং করেছে তারা। মেপে পা ফেললেও বেশ কিছু ভুল পদক্ষেপ অবশ্য ইতিমধ্যেই নিয়ে ফেলেছে বেঙ্গালুরু (RCB) ফ্র্যাঞ্চাইজি। যে ১৮ জন’কে তারা রেখেছে ‘রিটেন’-এর তালিকায়, তার মধ্যে অন্তত তিন জনকে হয়ত ‘রিলিজ’ করাই বুদ্ধিমানের কাজ হত।

Read More: IPL 2024: হার্দিক পান্ডিয়া মুম্বইতে যেতেই নতুন ক্যাপ্টেনের খোঁজ শুরু করে দিয়েছে GT দল, এই অভিজ্ঞের হাতে তুলে দেওয়া হবে দায়িত্ব !!

দীনেশ কার্তিক-

Dinesh Karthik | IPL 2024 | Image: Getty Images
Dinesh Karthik | Image: Getty Images

বছর ৩৮এর দীনেশ কার্তিককে (Dinesh Karthik) এবারের আইপিএলে ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের দরজা তাঁর জন্য বন্ধ হয়েছে আগেই। ঘরোয়া ক্রিকেটেও তামিলনাড়ুর হয়ে মাঠে নামেন না তিনি। ক্রিকেটের বাইশ গজের তুলনায় ধারাভাষ্যের মাইক হাতেই আজকাল বেশ সাবলীল তিনি। ২০২২ মরসুমে ভালো পারফর্ম করলেও গত বছর একেবারেই ভালো কাটে নি তাঁর। ১৩ ম্যাচে ১১.৬৭ ব্যাটিং গড়ে করেছলেন মাত্র ১৪০ রান। ‘ফিনিশার’ হিসেবে তাঁকে ব্যবহার করার স্ট্র্যাটেজি ব্যুমেরাং হয়ে ফিরেছিলো বেঙ্গালুরুর (RCB) জন্য। বয়স এবং অফ ফর্ম এবারও বাধা হয়ে দাঁড়াতে পারে কার্তিকের (Dinesh Karthik) জন্য। ৫.৫ কোটি টাকায় তাঁকে ধরে রাখা ভুল হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।

রিস টপলি-

Reece Topley | IPL 2024 | Image: Getty Images
Reece Topley | Image: Getty Images

ইংল্যান্ড পেসার রিস টপলি’কে (Reece Topley) ২০২৩-এর আইপিএল নিলাম থেকে ১.৯ কোটি টাকায় দলে নিয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। আগামী মরসুমের জন্যও তাঁকে ধরে রেখেছে তাঁরা। নিঃসন্দেহে সাদা বলের ক্রিকেটে এই মুহূর্তে অন্যতম প্রতিভাবান পেসার টপলি। কিন্তু তাঁর চোটপ্রবণতা চিন্তায় রাখবে নবনিযুক্ত কোচ অ্যান্ডি ফ্লাওয়ার’কে। এর আগের মরসুমে মাত্র ১ম্যাচ খেলতে পেরেছেন তিনি। ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়ে ভারত ছাড়তে হয় তাঁকে। বাকি মরসুমের জন্য বাধ্য হয়েই বদলি হিসেবে ওয়েন পার্নেল’কে দলে নিতে হয়েছিলো বেঙ্গালুরুকে। শুধুমাত্র ২০২৩-এর আইপিএল নয়, ২০২২-এর টি-২০ বিশ্বকাপ এমনকি ভারতের মাটিতে সদ্যসমাপ্ত একদিনের বিশ্বকাপ থেকেও চোটের কারণে ছিটকে যেতে হয়েছে তাঁকে। চোটপ্রবণ টপলিকে (Reece Topley) ধরে রাখা ব্যুমেরাং হতে পারে বেঙ্গালুরুর জন্য।

আকাশ দীপ-

Akash Deep | IPL 2024 | Image: Getty Images
Akash Deep | Image: Getty Images

বাংলার শাহবাজ আহমেদ’কে সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে ট্রেডিং করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। বদলে দলে নিয়েছে মায়াঙ্ক ডাগার’কে। আরেক বাংলার ক্রিকেটার আকাশ দীপের (Akash Deep) উপর কিন্তু আস্থা রাখতে দেখা গিয়েছে বিরাট কোহলি, ফাফ দু প্লেসিদের ফ্র্যাঞ্চাইজিকে। ঘরোয়া ক্রিকেটে লাল বলের ফর্ম্যাটে অন্যতম সেরা হলেও আইপিএলের (IPL) মত আন্তর্জাতিক মঞ্চে জাত চেনাতে ব্যর্থই হয়েছেন আকাশ দীপ (Akash Deep)। তাঁকে ২০ লাখ টাকার বিনিময়ে ২০২২ মরসুমে দলে সামিল করেছিলো বেঙ্গালুরু। দুই মরসুমে মাত্র ৭ ম্যাচ খেলেছেন। উইকেটের সংখ্যা মাত্র ৬। বোলিং গড় ৪৪। এর মধ্যে গত মরসুমে মাত্র দুই ম্যাচ খেলে ১টি উইকেট পেয়েছেন তিনি। বোলিং গড় স্পর্শ করেছে ৫৯। হতশ্রী পরিসংখ্যানই বলছে আকাশ দীপ’কে ধরে রাখা ভুল হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।

Also Read: IPL 2024: রোহিত শর্মার উপরেই গুরু দায়িত্ব দিয়ে আসন্ন আইপিএলে নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স, ঘরে ফিরলেন পান্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *