IPL 2024: এলিমিনেটর ম্যাচে মুখোমুখি রাজস্থান ও বেঙ্গালুরু, হাড্ডাহাড্ডি ম্যাচের আভাস পাচ্ছে ক্রিকেটদুনিয়া !! 1

IPL 2024: গতকাল, অর্থাৎ আইপিএলের (IPL) লীগ পর্বের শেষ দিনে সামনে এসেছে টুর্নামেন্টের চূড়ান্ত পয়েন্টস তালিকা। দুটি ম্যাচ ছিলো রবিবার। প্রথমটিতে পাঞ্জাবকে (PBKS) হারিয়ে লীগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। প্রথম স্থান আগেই নিশ্চিত করেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। রাজস্থান রয়্যালসের সামনে সুযোগ ছিলো তিন নম্বর থেকে ফের দুইয়ে উঠে আসার। কিন্তু গুয়াহাটিতে কলকাতার বিরুদ্ধে তাদের ম্যাচটি ভেস্তে যাওয়ায় সুযোগ হাতছাড়া হয় সঞ্জু স্যামসনদের (Sanju Samson)। তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। অন্যদিকে চেন্নাইকে এক রুদ্ধশ্বাস ম্যাচে ২৭ রানের ব্যবধানে হারিয়ে শনিবারই চতুর্থ স্থান নিশ্চিত করেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)।

লীগ টেবিলের এক ও দুই নম্বরে থাকা দুই দল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ ২১ তারিখ আহমেদাবাদে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হতে চলেছে। তার পরের দিন রয়েছে এলিমিনেটর ম্যাচ। সম্মুখসমরে তিনে থাকা রাজস্থান রয়্যালস (RR) ও চারে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে প্রথম কোয়ালিফায়ারের বিজিত দলের বিরুদ্ধে। ২০২২ সালে এলিমিনেটর ম্যাচে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকে হারালেও দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসের কাছে হেরেই ফাইনাল খেলার স্বপ্ন চুরমার হয়েছিলো বেঙ্গালুরুর। শতরান করে সঙ্কজু স্যামসনদের জিতিয়েছিলেন জস বাটলার। এবারের প্লে-অফে বাটলার নেই রাজস্থান শিবিরে। বদলা নিতে পারবে বেঙ্গালুরু নাকি ফলাফল একই থাকবে? প্রশ্নের উত্তর খুঁজছে ক্রিকেটমহল।

Read More: “আমরা সত্যিই সৌভাগ্যবান…” রোহিত শর্মা’র মুখে পাক সমর্থকদের প্রশংসা, সৌহার্দ্যের বার্তা দিলেন ভারত অধিনায়ক !!

অ্যাডভান্টেজ RCB, বলছেন বিশেষজ্ঞরা-

RR vs RCB | IPL 2024 | Image: Getty Images
RR vs RCB | IPL 2024 | Image: Getty Images

এপ্রিল মাসের ৬ তারিখ আইপিএলের (IPL) ১৯তম ম্যাচে মুখোমুখি হয়েছিলো রাজস্থান রয়্যালস (RR) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। সোয়াই মানসিংহ্‌ স্টেডিয়ামে সেদিন রয়্যাল দ্বৈরথে শোনা গিয়েছিলো রাজস্থানের হল্লা বোল। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স। ওপেনিং জুটিতে ওঠে ১২৫ রান। এরপর গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), সৌরভ চৌহান’রা রান পান নি। পরপর উইকেট তুলে ম্যাচে ফেরে ‌রাজস্থান। ৬৭ বলে শতকের গণ্ডী পেরোন বিরাট কোহলি (Virat Kohli)। আইপিএলের (IPL) মন্থরতম শতরান এটাই। শেষমেশ তিনি অপরাজিত থাকেন ৭২ বলে ১১৩ করে। বেঙ্গালুরু তোলে ১৮৩ রান। জবাবে ব্যাট করতে নেমে জস বাটলারের (Jos Buttler) শতরানে ৫ বল বাকি থাকতেই জিতে যায় রাজস্থান।

সেই ম্যাচের পর সময় কেটেছে অনেকটা। গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। মরসুমের প্রথম নয় ম্যাচের মধ্যে আটটি জেতার পর আচমকাই পা পিছলে পড়েছে রাজস্থান রয়্যালস। একের পর এক ম্যাচ হেরে চলেছে তারা। প্রথম পর্বের পারফর্ম্যান্সের সুবাদে শেষ চারে পৌঁছালেও সাম্প্রতিক ফর্ম আতঙ্কের সঞ্চার করছে সমর্থকদের মধ্যে। মে মাসে একটি ও ম্যাচ জেতে নি রাজস্থান। হেরেছে সানরাইজার্স, দিল্লী, চেন্নাই ও পাঞ্জাবের বিরুদ্ধে। কলকাতার বিরুদ্ধে ম্যাচটি অমীমাংসিত থাকায় পেয়েছে ১ পয়েন্ট। সম্পূর্ণ উলটো ছবি বেঙ্গালুরু (RCB) শিবিরে। একটা সময় বিদায়ের দোরগোড়ায় দাঁড়ানো রয়্যাল চ্যালেঞ্জার্স টানা ছয় ম্যাচ জিতে পা রেখেছে প্লে-অফে।  মে মাসে অপরাজিত তারা। ২২ তারিখের এলিমিনেটর ম্যাচে সাম্প্রতিক ফর্মের নিরিখে তাদেরই এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা।

IPL-এর চূড়ান্ত পয়েন্ট তালিকা-

IPL Points Table | Image: Twitter

Also Read: IPL ভাগ্য খুলে দিলো ঈশান-শ্রেয়সের, নতুন কন্ট্রাক্টে নিলেন এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *