ipl-2024-rcb-set-huge-target-for-csk

হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংসের (RCB vs CSK) ৬৮তম ম্যাচের প্রথম ইনিংস। IPL-এর প্লে-অফের দৌড়ে টিকে থাকতে RCB দল চেন্নাইয়ের বিরুদ্ধে পাহাড় সমান রান খাড়া করলো। টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে প্রথম থেকেই মারমুখী ভূমিকা গ্রহণ করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli) এবং ফাফ ডু প্লেসিস (Faf Du Plessis)।

Read More: IPL 2024: “বড় পরীক্ষা বোলারদের…” বেঙ্গালুরু স্কোরবোর্ডে ২১৮, নেটদুনিয়ার ফোকাসে এখন সিরাজ-যশ দয়ালরা !!

চেন্নাইয়ের বিরুদ্ধে ২১৮ রান জুড়ে দিলো RCB

Cameron Green, ipl 2024
Cameron Green | Image: Getty Images

দুরন্ত সূচনা দিয়ে মিচেল স্যান্টনারের বলে ২৯ বলে ৩টি চার ও ৪টি ছক্কা হাকিয়ে ৪৭ রানের ইনিংস খেলে আউট হয়ে যান বিরাট কোহলি। চেন্নাই এর বিরুদ্ধে আজকে ক্যাপ্টেন্স নক খেললেন ডুপ্লেসিস। ৩৯ বলে ৩টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়ে ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে রান আউট হয়ে থাকে প্যাভিলিয়নে ফেরেন। পাশাপশি আজকের ম্যাচে আবার দুরন্ত ইনিংস খেলেন রজত পতিদার (Rajat Patidar) ২৩ বলে ২টি চার ও ৪টি ছক্কার বিনিময়ে ৪১ রান বানান তিনি।

১৭ বলে ৩টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ৩৮ রান বানান ক্যামেরন গ্রীন (Cameron Green)। ৬ বলে ১টি চার ও ১টি ছক্কার বিনিময়ে ১৪ রান বানান দীনেশ কার্তিক (Dinesh Karthik)। শেষমেশ ৫ বলে ২টি চার ও ১টি ছক্কার বিনিময়ে ১৬ রান বানিয়ে RCB দলকে ২১৮ রানে পৌঁছে দিয়েছেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)।

চেন্নাইয়ের হয়ে, ২টি উইকেট নেন শার্দূল ঠাকুর (Shardul Thakur) এবং ১টি করে উইকেট নেন তুষার দেশপান্ডে (Tushar Deshpande) এবং মিচেল স্যান্টনার। সমীকরণ বলছে প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে অন্তত ২০১ রান তুলতে হবে চেন্নাইকে। বেঙ্গালুরু যদি ২০০ রানের মধ্যে আটকে ফেলতে পারে চেন্নাইকে, তাহলে শেষ চারে যাবেন বিরাটরা।

Also Read: ৫৩ রান বানিয়ে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন ডু-প্লেসিস, বিশ্বাস করতে পারছেন না কোহলি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *