IPL 2024, MI vs RCB, Match 25 Preview: ঘরের মাঠে RCB'কে পরাস্ত করতে মোরিয়া MI পল্টন, চক্রব্যূহ ভাঙতে প্রস্তুত KGF জুটি !! 1

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম মরশুম (IPL 2024), আগামীকাল মুম্বইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে মুম্বই ও ব্যাঙ্গালুরু (MI vs RCB)। দুই দলের কথা বলতে গেলে, প্রথম তিন ম্যাচে পরাজিত হওয়ার পর অবশেষে চতুর্থ ম্যাচে প্রথম জয় আসে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স দল পাঁচটি ম্যাচ খেলে একটি ম্যাচেই জয়লাভ করেছে। ব্যাঙ্গালুরুর হয়ে অসাধারণ ফর্মে রয়েছেন বিরাট কোহলি।

আরও পড়ুন | দিল্লি ম্যাচের আগে মাথায় হাত লখনউ দলের, চোট পেয়ে ছিটকে গেলেন এই তারকা ম্যাচ উইনার !!

দুই দলের কথা বলতে গেলে, ঘরের মাঠে খেলতে থাকা মুম্বই দল প্রথম তিন ম্যাচে পরাজিত হয়ে অবশেষে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে জয় সুনিশ্চিত করে। রোহিতের দুরন্ত সূচনা এবং ডেভিড ও শেফার্ড’দের অবিস্মরণীয় ফিনিশ MI দলকে প্রথম মুখ দেখায়। প্রথম জয়ের পর MI পল্টন উঠে এসেছে তালিকার অষ্টম স্থানে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দল, আপাতত পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে । পাঁচটি ম্যাচ খেলে কেবলমাত্র একটি ম্যাচে জয়লাভ করতে সক্ষম হয়েছে দলটি। আগামীকাল মহা ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বাই এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। গতবার মুম্বাইয়ের মাঠে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) অসাধারণ ইনিংসের সামনে জয় সুনিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল বেঙ্গালুরু দল।

MI vs RCB, IPL 2024 MATCH 25, PITCH REPORT

World cup 2023, ipl 2024
Wankhede Stadium | Image: Getty Images

মুম্বইয়ের বিখ্যাত ওয়ানখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (MI vs RCB)। ওয়ানখেড়েতে এই ম্যাচের আগে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আর এই ম্যাচগুলোর কথা বলতে গেলে, প্রথম ম্যাচে উইকেটে বোলারদের জন্যে বেশ সুবিধা থাকতে দেখা গিয়েছে এবং দ্বিতীয় ম্যাচে দুই ইনিংস জুড়ে ছিল ব্যাটসম্যানদের জয়জয়কার। ওয়ানখেড়ে ছোট মাঠ এবং এখানের উইকেটে সবসময় ব্যাটসম্যানরা অত্যাধিক রান বানিয়ে থাকেন। প্রথম ইনিংসে গর রানসংখ্যা ১৯৫ এবং দ্বিতীয় ইনিংসে সেটি গিয়ে পৌঁছায় ২১৩। গত আইপিএলে বেশিরভাগ ম্যাচে ২০০’র বেশি রান দেখা গিয়েছে। আগামীকাল ম্যাচেও বেশ রান দেখতে পাওয়া যাওয়ার আশঙ্কা রয়েছে ব্যাটসম্যানদের ব্যাট থেকে।

MI vs RCB, IPL 2024 MATCH 25, WEATHER UPDATE

আগামীকাল আইপিএলের ২৫তম ম্যাচে (IPL 2024) মুম্বইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে সর্বাধিক ৩১ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং কমতে কমতে সর্বনিম্ন ২৭ ডিগ্রি তাপমাত্রায় নেমে আসবে। ১৯ কিমি প্রতি ঘন্টা বেগে হাওয়া বইবে এবং বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে ৬৮ শতাংশ। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা না থাকায় একটি দুর্ধর্ষ ম্যাচের সাক্ষী থাকবে ক্রিকেট বিশ্ব।

MI vs RCB, IPL 2024 MATCH 25, HEAD to HEAD

IPL 2024
MI vs RCB | Image: Getty Images

আইপিএলে দুই দল ৩২ ম্যাচে মুখোমুখি হয়েছে, ১৮ বার মুম্বই জিতেছে এবং ১৪বার ব্যাঙ্গালুরু জিতেছে। ২০২১ সাল থেকে টানা ৪ ম্যাচে RCB মুম্বইকে পরাস্ত করার পর অবশেষে গত সিজিনে RCB’র বিরুদ্ধে জয় সুনিশ্চিত করেছিল MI পল্টন।

MI vs RCB, IPL 2024 MATCH 25, দুই দলের সম্ভাব্যরূপ একাদশ

মুম্বই ইন্ডিয়ান্স

রোহিত শর্মা, ঈশান কিশান (WK), সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (C), টিম ডেভিড, রোমারিও শেফার্ড, পীযূষ চাওলা, জেরাল্ড কোয়েটজি, জাসপ্রিত বুমরাহ, আকাশ মাধওয়াল। ইমপ্যাক্ট – নুয়ান তুষারা।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস (C), রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, উইল জ্যাকস, দিনেশ কার্তিক (WK), সৌরভ চৌহান, রিস টপলে, মায়াঙ্ক ডাগর, মহম্মদ সিরাজ, যশ দয়াল। ইমপ্যাক্ট – মহিপাল লোমরার।

আরও পড়ুন | আইপিএল চলাকালীন দুর্দান্ত খবর পেলেন ঋষভ পন্থ, টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় নিচ্ছেন এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *